"আমার বাংলা ব্লগ"// এক গুচ্ছ অনু কবিতা 💖
9 comments
হ্যা লো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @rayhan111 🇧🇩 বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।
বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আবারো আমার লেখা কিছু অনু কবিতা নিয়ে হাজির হলাম। আসলে এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লাগে। অনু কবিতার মাধ্যমে আমরা আমাদের মনের অনুভূতিগুলো সুন্দরভাবে প্রকাশ করতে পারি। যার কারণে কবিতা গুলো আমি লিখতে অনেক ভালোবাসি। তাই আমি কিছু কবিতা লিখে রেখেছিলাম।কবিতা লিখতে সময় ও ধৈর্য্য ও প্রয়োজন হয়। আর নিরিবিলি পরিবেশ লাগে। তাই আমি যখন একা থাকি কিংবা নিরিবিলি পরিবেশ পায়, তখন এই কবিতা গুলো লিখে থাকি। আজকে তাই আপনাদের মাঝে আমার লেখা এই চারটি অণু কবিতা শেয়ার করলাম। আশা করছি আমার লেখা অনেক কবিতা গুলো পড়ে আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে অনু কবিতা গুলো পড়া করা শুরু করা যাক।
একগুচ্ছ অনু কবিতা
মোঃরায়হান রেজা
অনু কবিতা-১
মন মেতেছে হারিয়ে যাবো,
প্রকৃতির মাঝে।
মায়া ভরা এই প্রকৃতি যে,
ডাকছে আমাকে।
তাইতো আজ শীতের আভাস,
পড়ছে চারো দিকে,
খেজুরের রসে মিষ্টি গন্ধে,
মন হারিয়েছে আমার গভীর ভাবে।
অনু কবিতা-২
চারদিকে আজ শীতের,
হাওয়া বয়ছে বারে বারে,
সরিষা ফুলের হলুদের দৃশ্য,
দেখলেই মন যে আনন্দে মেতে ওঠে।
তাইতো আমি এসেছি গ্রামের,
এই প্রকৃতির মাঝে,
হারিয়ে যাব কুয়াশা ভরা,
শীতের সকাল মাঝে।
অনু কবিতা-৩
তোমায় ছাড়া আমার একটুখানি,
লাগে না যে ভালো।
তুমি যে আমার জীবনের,
শান্তিময় আলো।
তাইতো আমি তোমায় নিয়ে,
হেসে খেলে থাকতে চাই এই পৃথিবীর মাঝে।
ভালোবাসায় ভরে উঠবে,
তোমার আমার জীবন মাঝে।
অনু কবিতা-৪
তুমি আমার কল্পনার রাণী,
তাই তো তোমায়,
বুকের মাঝে রেখেছি,
খুব যত্ন করে আমি।
ভালোবাসায় ভরিয়ে দেবো,
তোমার জীবনখানি।
থাকবে তুমি আমার বুকে,
স্বপ্নের হয়ে রাণী।
Comments