New to Nutbox?

বিপদে বন্ধুর পরিচয়।

2 comments

rahimakhatun
75
7 days agoSteemit4 min read

আমি @rahimakhatun
from Bangladesh

১ লা পৌঁষ ১৪৩১

--------

১৭ই ডিসেম্বর ২০২৪


leaf-7623202_1280.jpg

source

প্রয়োজনে প্রিয়জন।আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা আপনার কোন খোঁজ খবর নিবে না কিন্তু যখন তার প্রয়োজন হবে তখন মনে করেন বারবার খবর নিবে।এমন মানুষ অনেক মানুষ রয়েছে। আশে পাশে বলি কি আমাদের আত্নীয় স্বজন ও রয়েছে। বেশ কিছু আগের কথা।আমার বাবুটা যখন হওয়ার ডেট ঠিক তখনই আমার মা বাবার হজ্জ্ব ডেট পরে এই দিকে আমার বোনের ও প্রায় একই সময়ে ডেট পরে।

আমার মা বাবা বেশ টেনশনে ছিলো আমাদের আত্নীয় স্বজন কেও বলে গিয়েছিলো আমাদের যেন দেখে রাখে,কারন আমাদের সব আত্নীয় স্বজনের বিপদে আপদে সব সময়ই এগিয়ে যাই। হাসপাতালে থাকলে খাওয়া থেকে শুরু করে সব সময়ই নিয়ে যাওয়া হয় তাই আমরা বলেছিলাম মা বাবাকে যেন টেনশন না করে আমরা সামলিয়ে নিতে পারবো।আমি যদিও হাসপাতাল থেকে এসেছি,কিন্তু আমার বোন তখন হাসপাতালে ভর্তি। আমার বাসা য় ছোট বাচ্চা নিয়ে আমি তেমন নড়াচড়া করতে পারি না।


হাসপাতালে থাকাকালীন একটা আত্নীয় স্বজন ফরমালিটি ছাড়া কোন কিছুই করলো না আমাদের যে কি পরিমান ঝামেলা হয়েছে, তখন আমার বোন জামাইয়ের পক্স হয়েছিলো সে ও অসুস্থ ছিলো, মানুষের বিপদ থাকে না কিন্তু বিপদের সময় কয়জনই বা পাশে থাকে। আমাদের বেশ কষ্টে দিন পার হয়েছে। যখন বাবা মা একমাস পরে বাসায় আসে তখন সকল আত্মীয় স্বজন আমাদের বাসায় তখন সবাই বলে আমরা তো জানি না।কি কি এনেছে কাকে কি দিবে তাই দেখার জন্য,আসলে আত্নীয় স্বজন এমন হলে কিছু বলার নেই। এমন অনেক মানুষ আছে।


বেশ কিছু দিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন দিচ্ছে অথচ সে কখনই আমাকে ফোন দেয় না এমন কি আমি মাঝে মাঝে ফোন দিলে ফোন অনেক সময় ফোন পিক করে না।আর উপকার করবে তো দূরের কথা।অথচ আমাকে ফোন দিয়ে একটা কাজ করে দিতে বলে আমি কেন জানি না করতে পারলাম না, আমি একটু ব্যস্ততার জন্য এবং আমার বাবুর জন্য পারছিলাম না,তবে মনে মনে ভাবছি সময় করে, করে দিবো।সুযোগ করছিলাম কখন করবো করবো।


এর মধ্যে ফোনের উপর ফোন। গর শুক্রবারে ফোন দিয়েছে বললাম করে দিব, পরে শনিবারে কাজটা করবো কিন্তু করতে যেয়ে ও করতে পারিনি।আজকে আবার ফোন। পরে আর কি আজকে বের হয়ে কাজ করে দিলাম যদিও আমার সময় এবং টাকা দুইটাই খরচ হয়েছে তাও করে দিলাম কেন জানি আমি কখনই মানুষের উপরে কথা বলতে পারি না।

যাই হোক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, যদি কোন ভুল হয়ে থাকে নিজে গুনে ক্ষমা করে দিবেন।

আবার আসবো অন্যকোন দিন অন্যকোন পোস্ট নিয়ে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।

Banner.png

ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht

20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Comments

Sort byBest