আমার করা কিছু ফটোগ্রাফি।
16 comments
আমি @rahimakhatun
from Bangladesh
২০নভেম্বর ২০২৪
|
---|
আজকে বেশ ঘুমাতে ঘুমাতে পোস্ট লিখেছি।আসলে বাসায় মেহমান আসছিলো, আর মেহলমান আসলে কাজ একটু বেড়ে যায় যার এজন্য চোখে মনে রাজ্যর সব ঘুম।যাই হোক প্রতিদিনের মত নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি আজকে আপনাদের সাথে কিছু ফটোগ্রাফি শেয়ার করবো।আসলে বৃক্ষ মেলা থেকে অনেক গুলো ছবি তুলে নিয়েছিলাম।আসলে এত এত গাছ আর এত সুন্দর সুন্দর ছবি না তোলে পারা যায় না।তবে যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা বেশ সুন্দর সুন্দর ছবি তোলেছে।আমরা যেদিন যাই যে সময়ে যাই সেদিন কোন টিভির চ্যালেনে লাইফ হচ্ছেছিলো।যাই হোক চলুন তাহলে আমার করা কিছু ফটোগ্রাফি গুলো
গোলাপটা বেশ সুন্দর। বৃষ্টির পানি পরাতে আরো বেশি ভালো লাগছে।আসলে গোলাপ পছন্দ করে না এমন মানুষ দুনিয়াতে কম আছে,আর যদি সুন্দর কালারের ফুটন্ত গোলাপ হয় তাহলে তো আর কথায় হয় না।অনেকটা দুই কালারের মিশ্রনে ফুলটা।ভালো লাগছে দেখতে
এই হচ্ছে জবা ফুল।কালারটা মিষ্টি কালারের।আমার একটা লাল টকটকে জবাফুল গাছ ছিলো।ফুল গুলো ও বেশ বড় বড় ছিলো কিন্তু বানরের জন্য গাছটা মারা গেলো।বানর প্রতিদিন একবার করে এসে গাছ টান দিয়ে উঠিয়ে রেখে দিয়ে যায়।যাই হোক ফুলটার উপর বৃষ্টির পানিতে পরাতে দেখতে বেশ ভালো লাগছে।
আরো কিছু জবা ফুল।বিভিন্ন কালারের মিশ্রনে।দেখতে বেশ ভালো লাগছে।আমার এই রকমেরই গাঢ় লাল ছিলো। দেখতে বেশ ভালো লাগছে।
এই গাছটা সম্পর্কে তেমন জানা নেই। বাসার সামনে লাগালে দেখতে বেশ ভালো লাগবে।
এই হচ্ছে ক্যাকটাস গাছ।রং বেরঙের গাছ দেখতে বেশ ভালো লাগছে।আসলে এই গাছগুলো আমি অনেক বার কিনতে গিয়েছিলাম,কিন্তু দামের জন্য কোন ভাবেই কিনতে পারিনি।এতো ছোট গাছের এত দাম।একবার অন্যরকমের কিনে ছিলাম,কিন্তু সেটা বাসায় এনে দেখি গাছ এবং গাছের ফুলটা পিন দিয়ে লাগানো। আমি কি রকম ঠকায় সেইটাই ভাবছিলাম।
এই হচ্ছে লাকি ব্যাম্বু।একটা সময় আমি ভাবতাম এটা মনে ঘরে রাখলে লাক ভালো হয়।হা হা তাই হয়তো লাকি ব্যাম্বু বলে
আপনাদের কাছে ছবিগুলো কেমন লাগলো,তা জানাবেন।
আবার আসবো অন্য কোনো দিন ,অন্য কোন ব্লগ নিয়ে ,সেই অব্দি ভালো থাকবেন ,সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।
এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ
device | samsung SM-A217F |
---|---|
Location | Dhaka |
Photograpy | plant |
link | location |
আমি রাহিমা খাতুন নেভি। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর B.S .C করেছি। আমার ভালো লাগে নতুন নতুন জিনিস দেখতে এবং শিখতে।আমার বাংলা ব্লগের সাথে সকল নিয়ম কানুন মেনে থাকতে চাই।
ডিসকর্ড লিংক:
https://discord.gg/VtARrTn6ht
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments