||নাটক রিভিউ:-কখনো মেঘ কখনো বৃষ্টি||
10 comments
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-কখনো মেঘ কখনো বৃষ্টি আমি প্রতি সপ্তাহে আপনাদের মাঝে একটি করে নাটক রিভিউ শেয়ার করি।বাংলা রোমান্টিক নাটক গুলো মাঝে মাঝে দেখা হয়।তাই চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু নাটকের রিভিউ শেয়ার করার।আমার কাছে মূলত যেই নাটক টি ভালো লাগে আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করি।হয়তো সেটা আপনাদের কাছেও ভালো লাগতে পারে। যাইহোক এই নাটকটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। পুরো নাটক অনেক সুন্দর ছিলো।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | কখনো মেঘ কখনো বৃষ্টি |
---|---|
অভিনয় | ইয়াশ রোহান,তানজিম তথীনি,আরো অনেকে |
পরিচালক | মোহাম্মদ মোস্তফা কামাল রাজ |
মুক্তির তারিখ | ১৪ ডিসেম্বর ২০২৪ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫৪.৪৫ |
নাটকের শুরুতেই নায়িকা এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল।সেই যাওয়ার পথেই নায়কের সঙ্গে তার দেখা হয় তবে নায়িকা তাকে দেখে না।তো যখন নায়ক তাকে দেখলো সে বাইক এক জায়গায় সাইড করে সঙ্গে সঙ্গে তার কাছে আসে।এবং এসে তাকে ভালোবাসা প্রপোজ করে।সেই সাথে কিন্তু নায়িকার ফোনে তার নাম্বার সেভ করে।তো যখন নায়িকা বাসায় আসলো বাসায় এসে শুনতে পাই যে,তার সৎ মা তার অন্য জায়গায় বিয়ে দিবে।নায়িকা এই কথাটি শোনার পর সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলো।এবং সেখানে তার বাবা কোন ডিসিশন জানায় না।
তো যখন নায়িকা দেখলো তার বাসার পরিস্থিতি খুবই খারাপ। তখন সে সঙ্গে সঙ্গে নায়ক কে ফোন দেয় এবং তাকে বলে দেখা করার জন্য। তো যখন নায়ক এই কথা শুনলো সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে পড়লো।এখন এখানে এসে নায়ক শুনতে পায় সে বাসা থেকে পালিয়ে আসছে।তো নায়ক কিন্তু বাসা থেকে সেও রাগ করে চলে আসছে। সে তার বন্ধুর কাছে কিছুদিন ধরে রয়েছে। যখন এমন পরিস্থিতি দেখলো সাথে সাথে তার বন্ধুকে সব কিছু খুলে বলে।এবং তাকে বলে মেয়েকে তার বাসায় নিয়ে যেতে।মেয়ের বাসায় গিয়ে তার বাবা রাগ করে তাদের বের করে দেয়। বের করে দেওয়ার কারন হচ্ছে,রাস্তার পাশে নায়ক কে গুন্ডামী করা দেখে সে রাগ করে আছে।এখন নায়ক তার নিজের বাসায় নিয়ে আসলো সেখান থেকে তার বড় ভাই বের করে দিলো।পরিশেষে নায়ক তার বন্ধুর বাসায় উঠলো।
তো এইভাবে বেশ কিছুদিন ধরে তার বন্ধুর রুমে তারা লুকিয়ে ছিলো।তো একদিন হঠাৎ করে বাড়িওয়ালা তাদের বাসায় আসলো।তো বাড়িওয়ালা যখন আসলো সেই সময় তার বন্ধু এবং নায়ক কেউ ছিল না।পড়ে নায়িকা দরজা খুলে বাড়িওয়ালাকে দেখতে পায়।এবং সেই সাথে বাড়িওয়ালা মেয়েকে দেখে অবাক হয়ে গেলো।কারণ এই মেয়েটা হচ্ছে তার বন্ধুর মেয়ে।পরে নায়িকা যখন সবকিছু বাড়িওয়ালাকে খুলে বলে।বাড়িওয়ালা সাথে সাথে তার বন্ধুকে ফোন দেয়।ফোন নিয়ে সব কিছু ঘটনা খুলে বলে এবং পরের দিনেই বাড়িওয়ালা এবং তার বন্ধু সেই রুমে চলে আসে।তার বাবা আসার পরেই নায়কের কাছে তার বাবা মাফ চায়।কারণ ওই দিন না জেনে না শুনে তাদেরকে বের করে দেওয়া হয়েছে।সর্বশেষে নায়িকার বাবা তাদেরকে মেনে নেয়।
তো সবকিছু হওয়ার পরে নায়িকার বাবার বন্ধুর অফিসে তার চাকরি হয়।এইদিকে নায়কের বাবা-মা তার বড় ভাইয়ের ইনকাম খায় বলে সব সময় খোটা দেয় তার বড় বউ।একদিন নায়কের মা তার হাতের বালা বিক্রি করে ১০ হাজার টাকা তার বাবার হাতে দেয়।পরে তার বড় ছেলের বউ এগুলো দেখার পরে চোরের বদনাম দিয়ে তাদেরকে বের বাসা থেকে বের করে দেয়।পরে নায়কের বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেই,আর সেই সময় ডিউটি যখন করে নায়িকা তাকে দেখে তাদের বাসায় নিয়ে আসে।নায়ক বাসায় এসে তাদের দেখতে পায়।তার পর সব কিছু তাকে খুলে বলে। এবং তার বাবা মা তার কাছেই থাকবে।তো কিছু দিন যাওয়ার পরে নায়কের বাবা ডিসিশন নেই তাদের পারিবারিক বিবাহ দেওয়ার।তার পর সব কিছু আয়োজন করার পর তাদের বিয়ে দেয়। নাটক টি এখানেই শেষ হয়।
আমার কাছে নাটক টি ভীষণ ভালো লেগেছে।আমি মাঝে মধ্যে ইয়াশ রোহানের নাটক গুলো দেখি।তবে তথীনির অভিনয় আমার কাছে সব সময় ভীষণ ভালো লাগে। এই নাটকটি পুরো রোমান্টিক একটি নাটক ছিলো। এই নাটকটি দেখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন।আশা করছি নাটক টি সবার কাছে ভালো লাগবে।তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
Comments