New to Nutbox?

মা।

3 comments

nipadas
55
6 days agoSteemit4 min read

কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


1734616805131294907088939572328.jpg


সোর্স


এই মা শব্দটি কে আবিষ্কার করেছিল তাকে আমার খুব দেখতে ইচ্ছা করে। কারণ তিনি এই ছোট্ট একটি শব্দের পেছনে কত কিছু লুকিয়ে রেখেছে সেটা বলে বোঝানো সম্ভব নয়। একটি মেয়ের মেয়ে থেকে মা হয়ে ওঠা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। একটি মেয়ে তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করতে পারে তার মা হওয়ার পর থেকে। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে। একজন মা তার সন্তানের সুরক্ষার জন্য যেকোনো ব্যক্তি এমনকি ভগবানের সঙ্গে মোকাবেলা করতে পিছুপা হয় না। মা এমনই একজন ব্যক্তি যে তার সন্তানকে ভালো রাখার জন্য সবকিছু করতে পারে। অনেক গরিব পরিবারে দেখা যায়, সংসারের খরচ চালাতে যেখানে হিমশিম খেয়ে যাওয়ার মত অবস্থা সেখানে একমাত্র মাই আছে যে শত কষ্টের মধ্যেও তার সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চায়। অনেক সময় দেখা যায় খাবার কম পরলে একমাত্র মাই আছে যে নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। আর নিজে হয়তো সামান্য জল খেয়ে খিদে মেটানোর চেষ্টা করে তবুও সন্তানকে অভাব বুঝতে দেয় না। মায়েরা সবসময় আমাদের জন্য কিছু না কিছু ত্যাগ করে চলেছে কিন্তু কখনোই আমাদের সেই কষ্টের কথা বুঝতে দেয় না।


যেসব পরিবারে বাবা থাকে না কোন দুর্ঘটনায় মারা যায়, অথবা ছেড়ে চলে যায় সেই পরিবারে একমাত্র মা থাকে তার সন্তানের দেখাশোনা করার জন্য। আর তখন সেই মায়ের ওপরে দায়িত্ব পড়ে যায় মায়ের এবং বাবার দুজনেরই অভাব পূরণ করার। সেই জন্য মায়ের বাবার ভূমিকাও পালন করতে হয়। দেখা যায় সেই পরিবারের খুবই কষ্ট করে হলেও মায়েরা সন্তানদের খুব ভালো করে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এবং অনেক আগলে রাখে যত্ন সহকারে তাদের দেখাশোনা করে। এইসব পরিবারের মায়েরা প্রতিনিয়ত চেষ্টা করে যেন সন্তানের কোন অভাব না হয়। আসলে প্রত্যেকটা পরিবারের মায়েরাই চেষ্টা করে তাদের সন্তানদের ভালোভাবে প্রতিষ্ঠিত করতে এবং তাদের যেন কোনো রকম কোন জিনিসের অভাব না হয়। মায়েদের মধ্যে খুবই অদ্ভুত একটি জিনিস থাকে সন্তানের প্রতি, যে জিনিসটি সচরাচর অন্য কারোর মধ্যে থাকে না, আর সেটি হল ধৈর্য। সন্তানের প্রতি মায়েদের অফুরন্ত ধৈর্য এবং ভালোবাসা থাকে। সন্তানেরা যখন ছোট থাকে তখন তারা যতই দুষ্টু হোক না কেন মায়েরা সবসময় সেই দুষ্টুমি টাকে খুবই পছন্দ করে।তারপর আস্তে আস্তে যখন সন্তান বড় হতে শুরু করে তখন মায়েরা তাদের সন্তানের সবথেকে ভালো এবং বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে।


যেসব কথা পৃথিবীর কাউকে বলা যায় না সেই সব কথা সন্তানেরা তাদের মাকে গিয়ে বলে। কারণ তারা জানে যে তাদের মা কখনোই তাদের খারাপ চায়না। তাই তাদের মনের কথা শুনে ভালো পরামর্শ দেবে, কখনোই তাদের কথা অন্য কাউকে গিয়ে বলবে না। তাই সন্তানেরা প্রতিনিয়ত মায়ের ওপর নির্ভরশীল হয়ে ওঠে এবং মাকে ছাড়া কখনোই থাকতে পারে না। যাদের মায়েরা অনেক বয়স অবধি বেঁচে থাকে তারা খুবই ভাগ্যবান হয়ে থাকে। আর যাদের মা কম বয়সে মারা যায় তাদের মত দুর্ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টি হয় না। কারণ সবাই মারা যাবে এটা স্বাভাবিক। কিন্তু মায়েরা যদি কম বয়সে মারা যায় তাহলে মনকে সান্ত্বনা দেওয়ার জায়গা থাকে না। আর যেসব সন্তানেরা কম বয়সে তাদের মাকে হারায় তাদের অন্যান্য আত্মীয়-স্বজন থাকা সত্ত্বেও তারা অনাথের মত হয়ে যায়। কারণ মায়ের মত এই পৃথিবীতে কেউ হতে পারে না। আর এই মা হারা কষ্টটা তারাই বুঝবে যাদের মা নেই অর্থাৎ তাদের কম বয়সেই তাদের মা তাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের জীবনে ভগবানের সবথেকে বড় আশীর্বাদ এবং সবথেকে বড় উপহার হল মা। এই মাকে ছাড়া আমাদের জীবনটা ভাবলেই কেমন দুঃস্বপ্নের মতো মনে হয়।


একটি মেয়ে যখন মা হয় তখন তার কাছে সবথেকে আপন এবং নির্ভরযোগ্য হল তার মা। এই নতুন মা হওয়া মেয়েটিরও তখন তার মাকে খুবই প্রয়োজন হয়ে ওঠে। কিন্তু যাদের মা মারা গেছেন তারাই জানে এই নতুন মা হওয়ার সময়টা তাদের মা কাছে না থাকা কতটা কষ্টকর। আসলে প্রত্যেকটা সন্তান যখন তার মায়ের মুখটি সামনে দেখতে পায় তখনই তাদের কষ্ট অর্ধেকের বেশি এমনিতেই কমে যায়। মা থাকলে সন্তানের বেশি চিন্তা করার কিছু থাকে না কারণ তারা জানে, যে সমস্যাই হোক না কেন আমার মা আমার সাথে আছে। তবে সব মা আবার সমান হয় না কারণ কথায় আছে 'জন্ম দিলেই মা হওয়া যায় না'। আর এই কথাটি অনেক ক্ষেত্রেই তার সত্যতা প্রমাণ করেছে। আমাদের সমাজে অনেকেই দেখা যায় সন্তান জন্মের পর তাকে জঙ্গলে অথবা নোংরার মধ্যে ফেলে দিয়ে আসে। আবার দেখা যায় যে সন্তান জন্ম দিয়েছে কিন্তু তাদেরকে ভালো করে দেখাশোনা করে না বা ভালোবাসা দেয় না। অনেকে আবার সন্তানদের ফেলেই চলে যায় অন্য কারোর সাথে। সমাজে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে। তবে এটা ঠিক যে মা হওয়া কখনোই সহজ কাজ নয়। মায়ের মতো মা হয়ে ওঠা খুবই কঠিন।

17346170762195999621261255414050.jpg



সোর্স


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Comments

Sort byBest