ইসলামিক সংগীত || "ও মদিনার মাটিরে"।
19 comments
শুভ বিকাল.!
আজ ০৯ ই মে ,
বৃহস্পতিবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন আরও একটি ইসলামিক সংগীত কভার পোস্ট নিয়ে। সংগীতের নাম হচ্ছে "ও মদিনার মাটিরে"। আশা করছি আমার ইসলামিক সংগীত কভার আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
ইসলামিক সংগীত হলো মনের খোরাক,আমার যখন মন খারাপ থাকে তখন একা একা ইসলামীক সংগীত গুলো শুনি, শোনার পর মনটা প্রশান্তি হয়ে ওঠে। আমি যখনই সময় পাই ইসলামিক সংগীত গুলো শোনার চেষ্টা করি। "ও মদিনার মাটিরে" এই ইসলামিক সংগীতটি নিরিবিলি শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। ইসলামিক সংগীত এর লিরিক্স গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার জানা মতে এ ধরনের ইসলামিক সংগীত গুলো সবাই পছন্দ করেন। বিশেষ করে "ও মদিনার মাটিরে" সংগীতটি সবাই কম বেশি শুনেছেন। আমার খুবই পছন্দের। তাই সময় পেলে মাঝেমধ্যে আমি শুনি। এই সংগীতের মাঝে বুজিয়েছেন মদিনার মাটিতে আমাদের নবী শুয়ে আছে। তার জন্য মদিনার মাটিকে অনেক ভাগ্যবান বলা হয়েছে। আমাদের নবীর জন্য সকল ত্রিভুবন সৃষ্টি করেছেন। এবং মদিনাতে কিভাবে যাব আমাদের সাথে যাওয়ার তেমন টাকা পয়সা নেই, পাখির মতো পাখাও নেই যে উড়ে চলে যাব। তাই মদিনার মাটিতে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এবং নবীর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। যাইহোক আমি আমার মতো করে ইসলামিক সংগীত টি কভার করার চেষ্টা করেছি। আসলে আমি তেমন একটা ভালো গাইতে পারিনা। তারপরও আমি আমার সাধ্যমতো ইসলামিক সংগীত টি কভার করার চেষ্টা করেছি। কিছু দিন আগে আমি একটি ইসলামিক সংগীত কভার করেছিলাম। আজকে আরও একটি ইসলামিক সংগীত কভার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তবে আশাকরি আপনাদের সবার কাছে ভালো লাগবে। কোনো ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নিচে ইসলামিক সংগীতের ভিডিও লিংক শেয়ার করলাম।
এ ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ইসলামিক সংগীত "ও মদিনার মাটিরে " আপনাদের অনেক ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
|
---|
Comments