বই মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি।
6 comments
শুভ রাত্রি...!
আজ ২০ ই নভেম্বর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম বই মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আমার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই যখনই সবাই পাই, চলে যাই নিজেকে একটু বিনোদন দেওয়ার জন্য। তাই গত সপ্তাহে আমাদের ময়মনসিংহ শহরের প্রাণ কেন্দ্রে তারেক স্মৃতি অডিটোরিয়াল টাউন হল মোড়ে বই মেলা অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু আমি বাসায় ছিলাম তাই বই মেলায় অংশগ্রহণ করেছিলাম। আমাদের শহরে যে কোন মেলা হলে আমি সেখানে উপস্থিত থাকার চেষ্টা করি। কেননা মেলাকে কেন্দ্র করে জ্ঞান অর্জন এবং মেধা বিকাশের সুযোগ পাওয়া যায়। তাই আমি সন্ধ্যার পর দিয়ে সে মেলায় উপস্থিত হয়েছিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
আমাদের ময়মনসিংহ শহরে সকল মানুষ সে বই মেলায় উপস্থিত হয়েছিল। সবাই বিভিন্ন কবি ও সাহিত্যিক রচনা থেকে শুরু করে বিভিন্ন ছোট গল্পের বই পড়তে ও কিনতে ব্যস্ত ছিল। বই মেলায় ছোট ছোট বইয়ের দোকান তৈরি করা হয়েছিল। এবং প্রতিটি দোকানে বিভিন্ন ধরনের বই বিক্রি করছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সব ধরনের বইগুলো সেই মেলায় পাওয়া যায়। যে মানুষগুলো বই পড়তে ভালোবাসে বিশেষ করে তারা বই মেলায় মূল অতিথি। তারা সবাই বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
বই মেলায় কেতাবৃন্দরা বইগুলো মন দিয়ে পড়তে ব্যস্ত ছিল। আমিও বেশ কিছু বই মনোযোগ দিয়ে পড়েছি ও দুইটি গল্পের বই কিনেছি। তখন আমার কাছে খুবই ভালো লেগেছিল। শুধু তাই নয় সেই ফাঁকে আমি বেশ কিছু ফটোগ্রাফি করেছিলাম। যেহেতু ফটোগ্রাফি গুলো রাতে করেছি তাই তেমন পরিষ্কার ভাবে তুলতে পারিনি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
বই মেলাকে কেন্দ্র করে মেলার একটু পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অনেক ধরনের রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন,কুইজ প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতার ও পুরস্কার বিতরণ করা হয়। সবাই একত্র সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। আমার কাছে এই ধরনের সংস্কৃতি অনুষ্ঠান গুলো খুবই ভালো লাগে।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
সংস্কৃতি অনুষ্ঠানের শুরুতে শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর ময়মনসিংহ শহরের শিল্পকলা একাডেমির চারজন শিক্ষার্থী মিলে একটি দেশাত্মবোধক গান উপস্থাপনা করেন। "পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল।"এই গান আমার ভীষণ ভালো লাগে। যারা মেলায় ঘুরতে এসেছিল তারা সবাই গান শুনে অনেক এনজয় করেছিল। তাদের সকলের সঙ্গে আমি একটি সেলফি নিয়েছিলাম। সে সঙ্গে দেশাত্মবোধক গানের একটি ভিডিও করেছি। এবং নিচে ভিডিও লিংক শেয়ার করেছি। গানটি শুনে আপনাদের কাছ কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
যাইহোক এই ছিল আমার আজকের আয়োজন, আমি আজকে বই মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করেছি। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন? আপনাদের সবার মতামত আশা করছি। আজকের মত এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | লাইফ স্টাইল । |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | বই মেলায় ঘুরতে যাওয়ার অনুভূতি। |
লোকেশন | টাউন হল মোড়,ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
Comments