New to Nutbox?

ভ্রমণ পোস্ট || ওয়াইফকে নিয়ে কক্সবাজার ভ্রমণ (তৃতীয় পর্ব)

13 comments

mohinahmed
73
18 days agoSteemit4 min read

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।


দ্বিতীয় পর্ব


প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি ভ্রমণ বিষয়ক পোস্ট শেয়ার করবো। এর আগে আমি আপনাদের সাথে কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম এবং আজকে তৃতীয় পর্ব শেয়ার করতে যাচ্ছি। আমরা সুগন্ধা পয়েন্ট থেকে সামুদ্রিক মাছের ফ্রাই খেয়ে, সুগন্ধা বিচের দিকে গেলাম সময় কাটাতে। আসলে সমুদ্র সৈকতে সন্ধ্যার পর সময় কাটাতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। সন্ধ্যার পর সমুদ্রের গর্জন শুনতে যে কি ভালো লাগে, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাছাড়া সন্ধ্যার পর সিট ভাড়া করে বিচের মধ্যে শুয়ে থাকতেও ভীষণ ভালো লাগে। কারণ ফুরফুরে বাতাস এসে শরীরটাকে একেবারে শীতল করে দেয়।


Notes_240426_121105_5a0.jpg

Notes_240426_121108_095.jpg

Notes_240426_121106_2c3.jpg

Notes_240426_121110_ae2.jpg

Location

যদিও তখন ফেব্রুয়ারি মাস ছিলো,তাই এমনিতেও গরম ছিলো না। আমরা সমুদ্রের একেবারে সামনে গিয়ে বেশ কিছুক্ষণ সমুদ্রের গর্জন শুনলাম। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বেশ কিছু ফটোগ্রাফি করলাম। তাছাড়া ভিডিওগ্রাফিও করেছিলাম। তারপর এক ঘন্টার জন্য সিট ভাড়া করে শুয়ে ছিলাম। আর তখন আমি এবং আমার ওয়াইফ মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পাশাপাশি গল্প গুজব করলাম। তারপর সেখানে শুয়ে শুয়ে কিছু পোস্ট পড়ে কমেন্ট করলাম। যদিও এতে করে আমার ওয়াইফ কিছুটা বিরক্তি প্রকাশ করলো😂। আমি আবার কাজ পাগল মানুষ, তাই যেখানেই যাই না কেনো, আমাদের কমিউনিটিতে সবসময় এক্টিভ থাকার চেষ্টা করি। যাইহোক খুব সম্ভবত রাত ১০ টা পর্যন্ত আমরা বিচে ছিলাম। তারপর আমরা হোটেলের দিকে রওনা দিয়েছিলাম।


Notes_240426_121118_ae8.jpg

Notes_240426_121116_370.jpg

Notes_240426_121120_c92.jpg

Location

যদিও সামুদ্রিক মাছের ফ্রাই খেয়ে পেট কিছুটা ভরা ছিলো তখনও, তবুও হোটেলে ঢোকার আগে একটি রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে নিলাম। তারপর হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে প্ল্যান করলাম পরের দিন সকালে বের হবো এবং সারাদিন ঘুরাঘুরি করবো। যদিও ইচ্ছে ছিলো পরের দিন সকাল ৬ টার আগে ঘুম থেকে উঠে, সুগন্ধা বিচে গিয়ে সূর্যোদয় দেখে,তারপর নাস্তা করে ঘুরতে বের হবো। কিন্তু সকালে উঠতে পারিনি বলে সেদিন সূর্যোদয় দেখা হয়নি। যাইহোক আমরা ৯ টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে, তারপর ১৪০০ টাকা দিয়ে সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করলাম। সিএনজি ভাড়া একটু বেশি নিয়েছিল,কারণ তখন মানুষের চাপ ছিলো অনেক। কারণ শীতকালে প্রচুর মানুষ ঘুরতে যায় কক্সবাজারে। তখন সবগুলো হোটেল ভরা থাকে।


Notes_240426_121115_f81.jpg

Notes_240426_121111_d27.jpg

Notes_240426_121113_446.jpg

Location

২০২২ সালের জুলাই-আগষ্টে যখন গিয়েছিলাম,তখন একেবারেই চাপ ছিলো না। তখন ১০০০ টাকা দিয়ে সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম। যাইহোক সিএনজি ড্রাইভারকে বলেছিলাম প্রথমে পাটুয়ারটেক বিচে যাবো,তারপর ইনানী বিচ,কাঁকড়া বিচ,মিনি বান্দরবান এবং হিমছড়ি ঝর্ণা দেখবো। মোটকথা সারাদিন ঘুরে সন্ধ্যার দিকে রওনা দিবো হোটেলের উদ্দেশ্যে। যাইহোক আমরা সিএনজি তে উঠে রওনা দিলাম পাটুয়ারটেক বিচের উদ্দেশ্যে। আমরা জানি যে কক্সবাজার হচ্ছে বিশ্বের দীর্ঘতম সি বিচ। সিএনজি দিয়ে যেতে যেতে বিচের চমৎকার দৃশ্য উপভোগ করতে লাগলাম। মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। যাইহোক প্রায় ঘন্টাখানেক সময় লাগলো পাটুয়ারটেক বিচে যেতে। পাটুয়ারটেক বিচে গিয়ে আমরা কি কি করলাম, সেটা পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ(চলবে)


Notes_240426_121121_ac2.jpg

Notes_240426_121123_5d1.jpg

Location

Notes_240426_121125_eda.jpg

Location


2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvZA8GzS2DQRCenaYmQc8PKmKoqUpUeK1EYkXvpDQ1G4vq9r2thnL24nVMe9HEoTA18P3XxZmEBqKV5Qa.png

পোস্টের বিবরণ

ক্যাটাগরিভ্রমণ
ফটোগ্রাফার@mohinahmed
ডিভাইসSamsung Galaxy Note 20 Ultra 5g
তারিখ২৬.৪.২০২৪
লোকেশনকক্সবাজার,বাংলাদেশ

বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328CzpX9QvbjSPXbrW8KqUMMwTrRCn3xcSQ6EA6R67TcD5gLnqAWu8W41xe41azymkyM19LEXr548bkstuK4YE8RXJKQJWbxQ1hVAD.gif

আমার পরিচয়

IMG-20240212-WA0036.jpg

🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹

5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81RRg3nBstm6z4qmufGsvFT24rqXwtpQD564XVCvACqesd3KULjLw7vQPhCNBNpraDPBk9z8jqn3ncuykugzMhQ2.png

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2rpTXdWPxnRnq65CqtM8PawHiD5knScnfCbWvcVRuFVv1rtwzsXe59AixEGDGYZT2EWzPMzrWjWrbujcJd79Q1Sjs2X.gif

Comments

Sort byBest