"১০ স্টিম পাওয়ার আপ"⚡
31 comments
আবারও আজকে পাওয়ার আপ করতে আসলাম। ২x ডলফিন অর্জন করেছি তাই আমি খুবি আনন্দিত। আমার পরবর্তী লক্ষ্য ৩x অর্জন করা।পাওয়ার আপের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ আমি আমার লক্ষ্যে আবারও পৌঁছে যেতে পারবো। প্রতি সপ্তাহেই আমি পাওয়ার আপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করি।স্টিমিট প্লাটফর্মে আমার শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করে থাকি।তাই আমি শক্তি বৃদ্ধি জন্য আজকেও ১০ স্টিম পাওয়ার আপ করলাম।আমি পাওয়ার আপ এর মাধ্যমে স্বপ্নের ৩x ডলফিন হবো ইনশাআল্লাহ। তাই আজকে ১০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আমি আমার ক্ষমতা বৃদ্ধি করতে পেরে আনন্দিত।আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন পাওয়ার আপ এর মাধ্যমে খুব তাড়াতাড়ি আমার স্বপ্নে ৩x ডলফিন হতে পারি।আমি যে ভাবে পাওয়ার আপ করেছি তা ধাপে ধাপে শেয়ার করলাম।
পাওয়ার আপ এর পরিমাণ
- পাওয়ার আপ করতে প্রথমে আমি আমার ওয়ালেটে গেলাম।তারপর পাওয়ার আপ অপশনে চাপ দিলাম ।
- আমি ১০ SP পাওয়ার আপ করব, তাই ১০ সংখ্যা এমাউন্টে লিখে দিলাম। তারপর পাওয়ার আপে ক্লিক করে দিলাম।
- তারপরে আমার প্রাইভেট অ্যাক্টিভ কি দিয়ে লগইন করে,পাওয়ার আপ সম্পন্ন করলাম।
পূর্বে এসপি ছিল | ১০,৬৭০,২৩৪ স্টিম |
---|---|
পাওয়ার আপ | ১০ স্টিম |
বর্তমান এসপি | ১০,৬৮০.২৩৪ স্টিম |
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।
Comments