New to Nutbox?

শৈশবে গরমে স্বস্তির জন্য মালাই আইসক্রিম খাওয়ার অনুভুতি II written by @maksudakawsar II

16 comments

maksudakawsar
72
17 days agoSteemit3 min read

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই থাকেন না কেন সুস্থ আর ভালোই আছেন। তবে এও আশা করবো জলবায়ুর এর দুর্যোগী আবহাওয়ায় আপনারা নিজেদের প্রতি একটু যত্নবান এবং স্বাস্থ সচেতন হবেন। পৃথিবী আজ বিভীষিকাময়। আমাদের দেশে তো এখন নামে গ্রীষ্মকাল। কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টির ছোঁয়া কিন্তু এখনও চোখে দেখলাম না।

বন্ধুরা আজ আবার চলে আসলাম আপনাদের মাঝে হারিয়ে যাওয়া ছেলেবেলা নিয়ে কিছু স্মৃতি শেয়ার করার জন্য। আসলে শৈশব আমাদের জীবনের সাথে এমন করে মিশে আছে যে আমরা হাজার চাইলেও সেই শৈশব কে ভুলতে পারি না। পারি না শৈশব কে দূরে ঠেলে দিতে। শৈশব আমাদের কে বার বার হাতছানি দেয়। চোখের সামনে মেলে ধরে হাজারও স্মৃতি। আর সেই শৈশব কে আকঁড়ে ধরে আজও আমরা বেঁচে আছি।

ice-cream-6941929_1280.jpg

Source

শৈশবের ফেলে আসা দিনগুলির স্মৃতি
শৈশবে গরমে স্বস্তির জন্য মালাই আইসক্রিম খাওয়ার অনুভুতি

বেশ গরম পড়েছে। আর এই গরমের হাত হতে নিজেদের কে বাচিঁয়ে রাখতে আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রন্থা অবলম্বন করছি। চেষ্টা করছি নিজেদের কে একটু হলেও শান্তির পরোশ দিতে। তাই তো ওম ওয়ালা মুরগির মত করে এখন আমরাও ঠান্ডার ওম খুঁজে বেড়াই। মাঝে মাঝে ভাবী যে যদি পারতাম এক পুকুর পানিতে সারাদিন নিজেকে চুবিয়ে রাখতাম। আর উঠতামই না। ঠান্ডা লাগে লাগুক গিয়ে। হি হি হি। কিন্তু যেহেতু ঢাকায় থাকি তাই গরমের সাথেই বসবাস করতে হচেছ ।

আর এই গরমে প্রায় প্রতিদিনই চকবার খাচ্ছি। ক্ষতি হয় হউক গিয়ে। তবে সেই চকবার খেতে খেতে গতকাল মনে পড়ে গেল ছেলেবেলার কিছু স্মৃতি। ছেলেবেলায় তো আর চকবার ছিল না। ছেলেবেলায় ছিল মালাই আইসক্রিম আর কুলফি। স্কুলে বা বিকেলে কোয়াটারের মাঠে দেখতাম কুলফি বা মালাই ওয়ালা এসে ডাকতো। এই আইসক্রিম.......। মালাই খেলে শান্তি পাবে, গরম তখন দূরে যাবে। তাই দৌড়ে যেয়ে আট আনা বা একটাকা দিয়ে একটি কুলফি বা কোন আইসক্রিম বা মালাই আইক্রিম কিনে খেতাম।

সেই সময়ের সেই একটাকার আইসক্রিমে যে স্বাদ ছিল এখন ৪০-৫০ টাকার চকবারে সেই স্বাদ আর পাওয়া যায় না। এটা কিন্তু বেশী দিন আগের কথা নয়। এই তো নব্বই দশকের কথা। তখন আইসক্রিমে থাকতো নারিকেল। আর মালাই আইক্রিমে অনেক সময় আবার পয়ঁসাও দেওয়া থাকতো। তখনকার সময়ে এই একটাকার আইসক্রিম খেয়ে যে স্বাদ পেতাম সেটা আজও মুখে লেগে আছে। এই এক টাকার আইক্রিম খাওয়ার জন্য কতই না বাবার পিছে পিছে ঘুরেছি টাকার জন্য। ঠান্ডা লাগবে বলে বাবা দিতে চাইতো না।

আবার যখন বাবা চুপি চুপি পয়ঁসা দিতো তখন অন্য বোনদের সাথে ঝগড়া হতো। মাঝে মাঝে বাবা পয়ঁসা দিয়েছে সেটা বলতাম না। বলতাম জমানো টাকা দিয়ে খাচ্ছি। প্রতিদিন চাতক পাখির মতো চেয়ে থাকতাম কখণ আসবে সেই মালাই আইসক্রিম ওয়ালা। কখন তার ঘন্টা বেজে উঠবে। ঢং ঢং। আর কখন দৌড়েঁ যেয়ে সবার আগে দাঁড়াবো মালাই আইসক্রিম কেনার জন্য। মাঝে মাঝে তো মালাই আইসক্রিম কেনার জন্য বান্ধবীদের সাথে ঝগড়াও হতো। কিন্তু এখন আর সেই দিন নেই। আর থাকলেও সেই মজা নেই। এখন সব কিছুই স্মৃতিময় বেদনা।

শেষ কথা

আসলে অতীত আমাদের সাথে এমন করে জড়িয়ে আছে যে আমরা কিন্তু হাজার বার চেষ্টা করলেও চোখের সামনে থেকে সেই দিন গুলো কে সরাতে। হায়রে অতীত আবার যদি ফিরে পেতাম।

নিজেকে নিয়ে কিছু কথা

আমি মাকসুদা আক্তার। স্টিমিট প্লাটফর্মে আমি @maksudakawsar হিসাবে পরিচিত। ঢাকা হতে আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আছি। আমি একজন গৃহিনী এবং চাকরিজীবী। তারপরও আমি ভালোবাসি আমার মাতৃভাষা বাংলায় নিজের মনের কথা গুলো আমার বাংলা ব্লগের প্লাটফর্মে শেয়ার করতে। আমি ভালোবাসি গান শুনতে এবং গাইতে। আমি অবসর সময়ে ভ্রমন করতে এবং সেই সাথে সুন্দর কিছু ফটোগ্রাফি নিজের ক্যামেরায় বন্দী করতে ও ভালোবাসি। মাঝে মাঝে নিজের মনের আবেগ দিয়ে দু চার লাইন কবিতা লিখতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। সর্বোপরি আমি ভালোবাসি আমার প্রাণপ্রিয় মাকে।

image.png

Screenshot_1.png

Comments

Sort byBest