New to Nutbox?

আমার লেখা এক গুচ্ছ অনু কবিতা।।

8 comments

mahfuzur888
67
yesterdaySteemit3 min read

আস্সালামু আলাইকুম /আদাব 🤝

আমার প্রাণ প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো ও সুস্থ আছি ।আমি @mahfuzur888, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে আপনাদের সাথে আছি ।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjyAz81Dy9PeFPPDYhxFJeBrPvR5yS4Pu8NpmeTKe1ePh52fvFz36retecQwhcr7HqMQPDfRpsAhfZVuG.png

***আমার বাংলা ব্লগের প্রাণপ্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারো নতুন আরো একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সবার মাঝে। আজকের এই পোস্টটাও সাজিয়েছিলাম কিছু অনু কবিতা দিয়ে। যদিও আজকে এই অনু কবিতা পোস্ট করার ইচ্ছা ছিল না। আজকে একটি ডাই পোস্ট করতে চেয়েছিলাম।যাই হোক আমি অফিস থেকে ফিরে এসে সুপার ক্লে দিয়ে একটি ডাই পোস্ট তৈরি করেছিলাম । যা ছিল একটি বেলুনের উপরে। তো হঠাৎ করে বেলুনটি ফেটে যাওয়ার কারণে আমার পুরো ডাইটাই নষ্ট হয়ে গিয়েছিলাম। তাই অন্য কোন পোস্ট রেডি করার মত মানসিকতা আমার ছিল না। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে অনু কবিতাগুলো লেখা ছিল সেইগুলো শেয়ার করবো। আসলে এই অনু কবিতা গুলো লিখতে পেরে অনেক ভালো লাগছে। আমাদের মনের ভিতর অনেক ধরনেরই অনুভূতি তৈরি হয়। হয়তো আমরা সেগুলো প্রকাশ করি এবং কিছু অনুভূতি আমরা প্রকাশ করি না। তারপরে অনুভূতিগুলো মনের ভিতরে রয়ে যায়। সেই অনুভূতি নিয়েই আজকের লেখা এই অনু কবিতা গুলো।


একগুচ্ছ অনু কবিতা
মোঃ মাহফুজুর রহমান

অনু কবিতা-১

হারিয়ে যাবো একদিন আমি এই পৃথিবী থেকে,
প্রিয়জনরা কাঁদবে আমার পাশে বসে।
শুনব না আমি আর তাদের কান্না গুলো,
দেখবে সবাই চেয়ে শেষবারের মতো।

কিভাবে যাব আমি এই মায়া ত্যাগ করে,
পরিবারের ভালোবাসা গুলো পাবো না,
আমি কখনো আর সবার মতো করে।

অনু কবিতা-২

প্রকৃতির এই মায়া ভরা বুকের মাঝে,
বাঁচতে চাই আমি হাজার বছর ধরে।
প্রকৃতির ভালোবাসা পেয়ে,
ধন্য হয়েছে আমার এই জীবন জুড়ে।

তাইতো আমি বারেবারে,
ফিরে আসতে চাই,
এই মায়াভরা প্রকৃতির মাঝে।

অনু কবিতা-৩

আজ এই ব্যস্তময় দিনে,
তোমার কথা খুব মনে পড়ে।
তোমার কথা মনে হলে,
ব্যস্ততা কেটে উঠে আমার এক নিমিষে।

কিভাবে আছি আমি তোমায় ছেড়ে,
অচেনা এই শহরে,
হাজারো কষ্ট বুকে নিয়ে,
তবুও থাকি সুখের কারণে।


মনের অনুভূতিগুলো প্রকাশ না করার মধ্যেও অন্যরকম কষ্ট রয়েছে। তবে কিছু কিছু অনুভূতি প্রকাশ করা যায়, আর বেশিরভাগ অনুভূতিগুলোই যেন প্রকাশ করা যায় না। সেগুলো মনের ভিতর রয়ে যায়। তাই মনের ভিতরে থাকা কিছু অনুভূতিগুলো কবিতার আকারে লিখে প্রকাশ করতে পেরে আমার আজকে অনেকটাই ভালো লাগছে।💗🙏💗।

19-28-53-banner-abb3.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

31Q3JAt52XV3K5QcbwxWSgVchhxuEjDPdvUXeiz5hyFcP6pgsytGKPH2yswNpfwm42DwgqpJvZarcjQfADhrdMojh3Bo8Y75dieBs7jEZH...chbbz54g2jJYzx9x1eZeGk7mVyAj9QCnk6CAu4DNeXdfLW4i8Rzh1PTvUQ8SjyvoWHrZjWxdfRY9SS14A8ddv6TSQKCxSsFrd47Yp4qKGuzsc1bqmyG34qn6H.webp

আমার পরিচয়


IMG-20240412-WA0011.jpg

আমার নাম মোঃমাহফুজুর রহমান।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের একজন সুনাগরিক। সর্বদাই নিজেকে দেশের মঙ্গল কামনায় ব্যস্ত রাখি। আমার জন্মভূমিকে আমি মায়ের মতো ভালোবাসি।আমি ভ্রমণ করতে খুবি ভালোবাসি।তাছাড়া ফটোগ্রাফি করতে আমার ভালো লাগে,আর রান্না করা আমার নেশা, এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তাই আমি আমার সৃজনশীলতা ও দক্ষতা কাজে লাগিয়ে আমার বাংলা ব্লগের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়,ধন্যবাদ সবাইকে।🌹💖🌹।

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PxWHDWW9CETD5B5Jw9Q6ERAnD25KhyHKAX53jBLJKQRtPJf1WFG3aJd6PXbp2...SwCeUWfeYFqXEU6k9E1QBR3LLWpTGQPTugeRKSuzSqXPiupWgvjugsTQfwLmEzMp6y8qhddmwictcszT5MtchDJq2GfNthESS97LtxV2WaG7p797tQfCnHDy4R.gif

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💖

Comments

Sort byBest