স্ব-রচিত কবিতা- শরৎকালের হাওয়া
17 comments
আসসালামু আলাইকুম
আসসালামু আলাইকুম
হ্যালো কেমন আছেন সবাই ? আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ্। আপনাদের সবার জীবনের সুস্থতা কামনা করে আজ আবারও আপনাদের মাঝে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে মনের ভিতর নিজের অজান্তেই কিছু কথা ভেসে বেড়ায়। সেই কথা গুলো যদি সাদা কাগজে লেখা যায় তা হয়ে উঠে কবিতা বা সাহিত্য। তাই তো আজও চেষ্টা করছি কিছু লেখার।আসলে কবিতা লেখার অভ্যাস কখনও আমার ছিল না। কবিতার প্রতি আমার দূর্বলদা ছিল। কবিতা আবৃত্তি শুনতে বা কবিতা পড়তে আমার ভালো লাগতো। কিন্তু কবিতা বললেই লেখা হয়ে যায় না। কবিতা লেখার জন্য সময় নিয়ে লিখতে হয়। আমি তো কোন কবি নই। তাই কবিতা সময় নিয়ে ভেবে চিনতে লিখলাম।
আজও আমি আপনাদের জন্য একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আসলে এই কমিউনিটিতে এসে আপনাদের সবাইকে দেখে আমারও কবিতা লেখার উৎসাহ জাগলো। আর সেই উৎসাহ থেকেই আমিও নিজের মনের আবেগ আর অনুভূতি থেকে ছন্দে ছন্দে কবিতা লেখার চেষ্টা করি। আসলে কবিতা লেখতে আবেগ দক্ষতা সৃজনশীলতা থাকা প্রয়োজন। যার কোনটাই আমার নেই। তবুও যে মন মানে না। তাই মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করি।আর আপনাদের মাঝে একটি করে কবিতা শেয়ার করার জন্য হাজির হই। আজও ঠিক সেই ভাবেই আপনাদের সবার ভালোবাসা আর অনুপ্রেরণা নিয়ে চলে এলাম আমার আরও একটি ব্লগ নিয়ে। আসলে সবারই অনেক স্বপ্ন থাকে। তাই এখন কবিতা নিয়ে স্বপ্ন দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি যদি আকাশ ছুঁতে পারতাম। তাহলে মেঘও ছুঁতে পারতাম। মেঘের সাথে মনের যত খেলা আছে সকল খেলা করতাম। সূর্যের আলোও ছুঁতে পারতাম। মাঝে মাঝে বিশাল আকাশের দিকে চেয়ে থাকি। আর কল্পনাতে হারিয়ে গিয়ে কত কথা ভাবি । আজও আমি হারিয়ে গিয়ে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। জানিনা কেমন হয়েছে আমার আজকের এই কবিতা। তবে আমি আশা করি আজকেও আমার কবিতা আপনাদের ভালো লাগবে। কল্পনার লেখাগুলো কল্পনার মতোই সুন্দর হয়। তাই আজও আমার কবিতা আপনার ভালো লাগবে। তাহলে চলুন আজ আমি কি কবিতা লিখলাম দেখে আসি।
Canva দিয়ে তৈরি
বছর ঘুরে আসলো ফিরে
শরৎকালের হাওয়া
যা দেখে ভাই সবার মনে
লেগে গেল দোলা।।
নতুন দিনে নতুন ভাবে
ফুটছে যে ফুল গাছে গাছে
আকাশ যে আজ সেজেছে ভাই
মেঘের ভেলা দিয়ে।।
এমন দিনে ঘরে বসে
সময় কেন যাচ্ছে কেটে
ফুলের মিষ্টি সুবাস নিতে
চলো সবাই দলে দলে
নীল আকাশ আজ সেজেছে ভাই
সাদা মেঘের ভেলা দিয়ে
কখন যে ভাই বৃষ্টি হবে
ভাবছি আমি সেটাই বসে।।
কাশফুলের বগান জুড়ে
সাদা ফুলের ছাড়াছড়ি
যা দেখতে যে আমরা সবাই
দলে দলে ছুটে চলি।।
পরিশেষে আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মত করে আামার পোস্ট এখানেই শেষ করছি। ভালো ও হাসিখুশি থাকবেন সবাই।
আমার পরিচিতি
আমার পরিচিতি
আমি মাহফুজা আক্তার নীলা। আমার ইউজার নাম @mahfuzanila। আমি একজন বাংলাদেশী ইউজার। আমি স্টিমিট প্লাটফর্মে যোগদান করি ২০২২ সালের মার্চ মাসে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করে আমি অনেক বিষয় শিখেছি। আগামীতে আরও ভালো কিছু শেখার ইচ্ছে আছে। আমি পছন্দ করি ভ্রমন করতে, ছবি আঁকতে, বিভিন্ন ধরনের মজার মাজার গল্পের বই পড়তে, ফটোগ্রাফি করতে, ডাই প্রজেক্ট বানাতে ও আর্ট করতে। এছাড়াও আমি বেশী পছন্দ করি মজার রেসিপি করতে। মন খারাপ থাকলে গান শুননি। তবে সব কিছুর পাশাপাশি আমি ঘুমাতে কিন্তু একটু বেশীই পছন্দ করি।
Comments