New to Nutbox?

প্রকৃতির এক নতুন রুপ📸

9 comments

hiramoni
73
3 days agoSteemit2 min read

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। প্রকৃতি প্রতিনিয়ত নতুন নতুন রূপে নিজেকে সাজিয়ে তোলে।যা দেখে আমরা অনেক মুগ্ধ হয়।ছয়টি ঋতুরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। আলাদা আলাদা রুপে নিজেদের সাজায়।যা দেখে আমাদের চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়ে যায়। গ্রীষ্মকালের তীব্র তাপদাহ, বর্ষাকালে বৃষ্টি, শরতের আকাশ, হেমন্তের ফসল, শীতকালের শিশির এবং বসন্তের নানান রকম ফুলের সমারোহ।

1000011034.jpg

1000011032.jpg

আমি যে ঋতু নিয়ে কথা বলব সেটি হচ্ছে হেমন্তকাল। এখন মাঝে মাঝে ধান পাঁকতে শুরু করেছে। কৃষক মনের আনন্দে তার ফসল ঘরে তুলছেন। আমার বাড়ির দুইটা বাড়ির পর থেকেই ফসলের মাঠ। যতদূর যাবে শুধু ধান ক্ষেত। আজকে যখন বাসার বাহিরে বের হয়েছিলাম দেখলাম প্রত্যেকটা জমির ধান পেকে গিয়েছে। বিকেলবেলা ছিল যখন রোধ করেছে জমিতে মনে হচ্ছে না সোনা দেখছি সত্যি এগুলো কৃষকের সোনা বটে।

সবকিছু ঠিকঠাক থাকলে আসছে শুক্রবার আমাদের গ্রামে নবান্নের উৎসব ঘরে ঘরে তৈরি হবে নতুন ধরনের চালের পিঠা পায়েস ইত্যাদি। কত বছর নবান্ন দেখিনি।বিয়ের পর প্রথমবার গ্রামের নবান্নের উৎসব দেখছি। এই দিনকে ঘিরে সবার কত শত আয়োজন। অনেকেই তো আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে ফেলেছেন।

যাইহোক আমার কাছে এই দিনটা অনেক সুন্দর লেগেছে কেননা আপনারা হয়তো ফটোগ্রাফিরে দেখলে বুঝতে পারবেন সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা কত সুন্দর লাগছে।আমিতো এই সময়টা অনেক উপভোগ করেছি এবং ভাবলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। অন্তত যারা শহরে থাকেন আমার এই ফটোগ্রাফি গুলো দেখে নিজেদের চোখটা জুড়িয়ে নিতে পারবেন।

যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Comments

Sort byBest