New to Nutbox?

স্বস্তির খোঁজে প্রকৃতির মাঝে

7 comments

hiramoni
72
17 days agoSteemit3 min read

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

ভালো আছি কথাটা বলতে হয় তাই হয়তো বলা ভালো আছি। আসলে প্রকৃতপক্ষে বর্তমানে আমরা কেউই ভালো নেই। এই প্রচন্ড গরমে পশুপাখি থেকে জনমানবের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমাদের এখানে আজকে তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি।বাসার মধ্যে কোনোভাবেই থাকা যাচ্ছে না। তবে এদিক থেকে গ্রামের মানুষ বেশ আরামে আছে। কারণ গ্রামে অনেক গাছপালা এবং প্রকৃতির সুন্দর বাতাস আছে। আমাদের বাসা একদম হাইরোডের সাথে সব সময় বড় গাড়ি চলাচল করে এই জন্য গরমটা আরো বেশি অনুভব করছি।

20240424_183412-01.jpeg

আজ সকাল থেকে কোনভাবেই বাসার মধ্যে থাকা যাচ্ছে না খুব কষ্ট করে বাসায় কাজকর্ম করছি। ঘুম তো নেই বললেই চলে। আমার বাচ্চাটারও বেশ কষ্ট হচ্ছে বুঝতে পারছি। তাই বিকেল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু স্বস্তির খোঁজে। যেটা শহরে নেই তাই আমরা রিক্সা নিয়ে শহরের পাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রামের মধ্যে গিয়েছিলাম। সত্যি কথা বলতে গ্রামের মধ্যে ঢোকার পর আমার কিছুতেই শহরে ঢুকতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল সেখানেই থেকে যায়। আমরা প্রায় ঘন্টাখানেক ধরেছিলাম রিক্সায় গ্রামের অলিগলিতে।

20240424_181023-01.jpeg

20240424_180950-01.jpeg

20240424_183432-01.jpeg

অতিরিক্ত গরমের জন্য আমরা অনেকটাই দায়ী। দিন দিন গাছ কেটে নিজেদের প্রয়োজন মেটাচ্ছি। ঠিক আছে নিজের প্রয়োজন মেটাতে যে গাছ কাটা হচ্ছে সেই একই জায়গায় আবার যদি আমরা নতুন করে গাছ লাগাতাম তাহলে হয়তো কিছুটা রেহাই পেতাম এই গরম থেকে।এখন আমাদের উচিত আমাদের আশেপাশে যত ফাঁকা জায়গা আছে এবং যে জায়গাগুলো পরিত্যক্ত ব্যবহার হয় না সেই জায়গাগুলোতে প্রচুর গাছ লাগানো। যদিও এটা গাছ লাগানোর উপযুক্ত সময় নয় তবে বর্ষাকালে অবশ্যই আমাদের গাছ লাগানোর ব্যাপার টা মাথায় রাখতে হবে। হাজার হলেও আমরা মানুষরা সুবিধাবাদী তো কিছুদিন পর যখন বর্ষাকালে বৃষ্টির ফলে একটু ঠান্ডা অনুভব হবে তখন এই গরমের কথা আমরা ভুলেই যাবো হয়তো।

20240424_181014-01.jpeg

যাইহোক বিকেলটা বেশ ভালো সময় কেটেছে প্রকৃতির মাঝে। তবে বাসায় আসার পর আবারও সেই আগের অবস্থাতেই আছি। জানিনা এভাবে কত দিন চলবে তবে সৃষ্টিকর্তা যেন খুব দ্রুত রহমতের বৃষ্টি দেন।তা না হলে সত্যিই সামনের দিনগুলো খুব ভয়াবহ হতে চলেছে।আজ এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে। আর হ্যাঁ সবাই খুব সাবধানে থাকবেন। কারণ এই গরমে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে বয়স্ক লোক এবং ছোট বাচ্চারা।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Comments

Sort byBest