New to Nutbox?

স্বরচিত কবিতাঃ " ভালোবাসি তাই "

10 comments

haideremtiaz
71
15 days agoSteemit3 min read

18-04-2024

০৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20240418_135644_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই সবচেয়ে বড় বিষয়। তবে মাঝে মাঝপ পারিপার্শ্বিক অবস্থা দেখে সুস্থ্য থাকাটাও কঠিন হয়ে যায়। আমরা যেহেতু একটা সমাজে বাস করি। সে হিসেবে সমাজের ভালো মন্দ আপনার উপরও প্রভাব ফেলবে। আপনি একা কখনোই একটা সমাজকে পরিবর্তন করতে পারবেন না। সকলের চেষ্টায় একটা সমাজ সুন্দর হয়। তবে সমাজের বর্তমান চিত্রটা পাল্টে গিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখন একজনের ভালো আরেকজন কেন জানি দেখতে পারে না! অন্যের ভালো দেখলে আরও রাগ হয় মানুষজন। অথচ তাদের উচিত ছিল তাকে ভালো পরামর্শ দেয়া। সে যেকাজে সফল হয়েছে সে কাজে তাকে উদ্বুদ্ধ করা। কিন্তু বর্তমানের চিত্র পুরোপুরি উল্টো। মানসিকতার বড় অবক্ষয় লক্ষ্য করা যায় এখন। কেউ কাউকে এখন ছাড় দিয়ে কথা বলতে চাই না। যাইহোক, ঐদিকে আর না যায় এখন।

আজকে আবারো চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা নিয়ে। সাধারণত সপ্তাহে একটি কবিতা লিখে শেয়ার করে থাকি আপনাদের সাথে। তারই ধারাবাহিকতায় আজ চলে একটি কবিতা নিয়ে। সবাই অনেক ভালো কবিতা লিখে থাকে। তো আজকের কবিতায় একজন প্রেমিকের ভালোবাসার বিষয়টা ফুটে উঠেছে। একজন প্রেমিক তার প্রিয় মানুষকে বড্ড ভালোবাসে। আর ভালোবাসার ব্যাপারটাই এমন, যদি প্রিয় মানুষটিকে সত্যিকার অর্থে ভালোবেসে থাকে তাহলে তাহলে তার চোখের ভাষা, হৃদয়ের কথা বুঝতে পারে।

ভালোবাসি তাই

তোমায় ভালোবাসি তাই,
হৃদয়ের না বলা কথাটিও শুনতে পাই।
তোমায় একটিবার দেখার তরে
পাগল হয়ে ছুটে যায় তোমার দুয়ারে
তোমায় বড্ড বেশি ভালোবাসি তাই।

তোমায় ভালোবাসি তাই,
মন খারাপের ভাষাগুলো বুঝতে পারি।
মন খারাপের মেঘলা দিনে,
আমি তোমার পাশে থেকে তোমার হাসির কারণ হই।

তোমায় ভালোবাসি তাই,
তোমার চোখের ভাষা বুঝতে পারি।
তুমি আমার হৃদয়ের আয়না,
সেই আয়নায় তোমাকে নিয়ে আলপনা সাজায়।

তোমায় ভালোবাসি তাই,
তাই আমি রঙধনু হই আকাশে,
আর তুমি উড়াও ইচ্ছে ঘুড়ি নীল আকাশে
পাখির ডানায় ভর করে আমারও যে উড়তে মন চায়।

তোমায় ভালোবাসি তাই,
স্বপ্নের ফুয়ারা ভাসায় তোমায় নিয়ে,
হারিয়ে যায় দূর অজানায় তোমার হাতটি ধরে
তুমি আমি পাশে থেকে কাব্যের কথা সাজায়।

তোমায় ভালোবাসি তাই,
চোখের আড়াল হলেই যেন শূন্যতা ভর করে আমায়।
তোমায় দেখলে এক নজর শান্ত হয় আমার পরাণ পাখি,
তাই তো আমার মন দেয়ালে তোমার ছবি সদাই আকিঁ।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে আশা করি মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG-20211205-WA0092.jpg

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Comments

Sort byBest