New to Nutbox?

ভিডিওগ্রাফি: বিড়ালের খাবার খাওয়ার মূহুর্ত। || Videography: PUSS Eating chicken 😄

6 comments

emranhasan
75
yesterdaySteemit2 min read
:) আমার ভিডিওগ্রাফী :)

Screenshot_2024-11-25-20-35-38-74_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার।
ইদানিং চারিদিকে শুধু $PUSS নিয়ে শোরগোল তাই আজ চিন্তা করলাম আমাদের পুশ নিয়ে একটা ভিডিওগ্রাফি পোস্ট করলে কেমন হয় 😄। যেই চিন্তা সেই কাজ আমাদের এক নিকট আত্মীয়ের বেশ কিছু বিড়াল রয়েছে, তাদের ওখানে গিয়ে ওদের খাবার খাওয়ার দৃশ্য ধারণ করার চেষ্টা করলাম।

Screenshot_2024-11-25-20-36-44-23_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

Screenshot_2024-11-25-20-36-26-30_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

ওদের বাসায় যখন পৌঁছলাম তখন তাদের বিড়ালের খাবার সময় ছিল। মজার ব্যাপার হলো এরা চিকেন বা মুরগির মাংস সিদ্ধ এবং কেট ফুড ছাড়া অন্য কোন খাবার খায় না।
আমাদের ইয়ান ওদের দেখে এতোটাই খুশি হয়েছে তা বলে বোঝাতে পারবো না। ওদের সেকি টানা হেঁচড়া শুরু করে দিলো। 😄

Screenshot_2024-11-25-20-35-38-74_965bbf4d18d205f782c6b8409c5773a4.jpg

যাইহোক কিছু সময় পর ওরা আবারো খাবারে মনোযোগ দিতে পারলো, আর আমিও সুযোগ বুঝে ভিডিও করে নিলাম। বিড়াল গুলো কি চমৎকার মিলে খাবার খাচ্ছে, সত্যিই দারুন একটা দৃশ্য। যাইহোক ভিডিওটি একটু গুছিয়ে মিউজিক যুক্ত করে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিওগ্রাফি।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Comments

Sort byBest