বিশ্বাস। || Never lose......
10 comments
বিশ্বাস শব্দটা খুব ছোট্ট। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে বহু বিষয়, যা হয়তো কোন মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, অথবা ঠেলে দিতে পারে মৃত্যুর দুয়ারে।
বিশ্বাস হলো সেই অমূল্য সম্পদ যার উপর ভর করে কাটিয়ে দেয়া যায় হাসি আর আনন্দে যুগের পর যুগ, আবার সেই বিশ্বাস ভাংলে হয়তো একটা দিন হয়ে উঠবে বিভীষিকাময় নরক।
রক্তের সম্পর্কের চেয়েও বড় বিষয় হলো বিশ্বাস যা প্রতিনিয়ত চেনা কিংবা অচেনা মানুষকে করতেই হয়। মাঝে মাঝে তো এমন পরিস্থিতিতে পরতে হয় যেখানে নিজের জীবনের দায়িত্বও অন্যের হাতে তুলে দিতে হয়, হঠাৎ বিশ্বাসের মারফতে।
বিশ্বাস করার গুরুত্ব যদি আলোচনা করতে যাই হয়তো শব্দ লিখে কুলিয়ে উঠতে পারবো না। বরং এটা নিয়ে আলোচনা করতে পারি বিশ্বাস না করে কি করবো। আসলে প্রতিনিয়ত আমাদের বিশ্বাসের উপর ভর করে একটু একটু করে এগিয়ে যেতে হয়, এটা ছাড়া বিকল্প কোন উপায় নেই।
ধরুন আপনি একটি কোম্পানির মালিক আপনাকে আপনার ম্যানেজার এবং কর্মচারীদের উপর বিশ্বাস করতেই হবে। এটা ছাড়া সেই মালিকের উপায় নেই, এমনকি কোম্পানির লাভ এবং লস সবকিছু তাদের উপর নির্ভর করে।
আবার হোটেলে খেতে বসেছেন আপনাকে তাদের উপর বিশ্বাস করে খাবারটি গলাধঃকরণ করতে হবে। যদি পরদিন পেটে অসুখ করে তাহলে ধরে নিতে হবে তাদের খাবার আপনার পেট সহ্য করতে পারেনি এটা আপনার সমস্যা।
আবার হঠাৎ বাসে চেপে বসলাম, একটু পরে খেয়াল করলেন অল্প বয়সী হেল্পার গাড়ির দায়িত্ব আর আপনার জীবনের দায়িত্ব তার কাঁধে নিয়েছে। তখন কি করবেন? অন্তত চলতি বাস থেকে তো আর লাফ দেয়া যাবেনা। ধৈর্য্য ধরে উপর ওয়ালার নাম স্মরণ করতে হবে এগিয়ে যেতে হবে, বেঁচে ফিরলে বোনাস লাইফ উপহার পেলেন।
তাছাড়াও আরো কিছু উদাহরণ যদি দেই তাহলে ব্যাপারটা হয়তো আরো ভালো লাগতো পড়তে। যাইহোক ওদিকে না গিয়ে চলুন প্রসংঙ্গটা বদলাই।
মানুষ সবথেকে বেশি কখন কষ্ট পায় জানেন?
যখন বুঝতে পারে তার কাছের মানুষ তাকে ঠকাচ্ছে আর তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। তখন মানুষটা ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে। সে আর কখনোই কাউকে বিশ্বাস করতে পারে না।
আচ্ছা বলুনতো এখানে ভুল কার ছিল? যে বিশ্বাস করেছে তার নাকি যে বিশ্বাস ভেঙ্গে দিল?
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
Comments