New to Nutbox?

জীবনের প্রথম সাইকেল এবং সাইকেল চালানোর অভিজ্ঞতা || আমার বাংলা ব্লগ

9 comments

emonv
67
12 days agoSteemit5 min read

আজ - বুধবার

২৫ বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
মে ০৮, ২০২৪ খ্রিষ্টাব্দ

🌺 চলুন শুরু করি 🌺

আসসালামুয়ালিকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি বাংলাদেশ থেকে ইমন আজকে নতুন একটি পোস্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি
sunset-5222626_1280.jpg

source

প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু স্মৃতি রয়ে যায়। যে স্মৃতিগুলো কখনোই ভোলা যায় না। ঠিক তেমনিভাবে আমারও জীবনে এমন কিছু স্মৃতি রয়েছে যেগুলো সত্যি ভোলার নয় , আজকে সেই স্মৃতির পাতা থেকে একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে। বয়সটা যখন ১০ পেরোলো তখন সাইকেলের প্রতি যেন অন্যরকম একটা আসক্তি কাজ করতো। সাইকেল দেখলেই শুধু চালাতে ইচ্ছা করত এমনকি অনেক দিন তো স্বপ্নের মধ্যেও সাইকেল চালাতাম 🤭। তখন ইচ্ছে প্রকর থাকলেও এটা শিখা তো একদিনে সম্ভব না। তাই আমার দাদার একটা পুরনো সাইকেল ছিল ওটা দিয়ে প্রতিদিন প্র্যাকটিস করতাম।‌ সাইকেলটা আবার অনেক বড় ‌২৪ সাইকেল। আর আমার বয়স তখন ১০ 🙂। এই কারণে সাইকেলটা তো একেবারে ছোয়া পেতাম না। তাই রডের নিচে পা দিয়ে সাইকেল‌ চালনো প্যাকটিস করতাম। এভাবে ১০-১৫ দিন প্র্যাকটিস করতে করতে হঠাৎ একদিন সাহস করে সাইকেলে উঠে ফুল পেডেল করতে শুরু করলাম, কিছুক্ষণ চালানোর পরে রাস্তার পাশে একটা পুকুর ছিল কন্ট্রোল হারিয়ে সেই পুকুরের ভিতরে গিয়ে ঠাস করে পড়লাম।

girl-1906405_1280.jpg

source

সেদিন হয়তো বা একটু ব্যথা পেয়েছিলাম কিন্তু ব্যথাটা ছিল আনন্দের কারণ, সেদিন আমার প্রথম মনে হয়েছিল যে হ্যাঁ আমার দ্বারা সাইকেল চালানো সম্ভব। তো এভাবে কিছুদিন প্র্যাকটিস করতে , করতে কয়েক সপ্তার মাথায় সাইকেল চালানো শিখে গেলাম । কিন্তু সমস্যা হচ্ছে সাইকেলটা অনেক বড় তাই শুধু নিচে চালাতে পারতাম উপরে একেবারেই সোয়া পেতাম না। তো এভাবে দিন যেতে, যেতে দুই তিন মাস পরে বায়না ধরলাম যে আমি একটা ছোট সাইকেল নিব। সর্বপ্রথম এই কথাটা আম্মুকে বললাম। আম্মু আবার আব্বুকে বলেছিল। আসলে ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত গভীর সম্পর্ক হচ্ছে আমার আম্মুর সাথে। আমার কোন সমস্যা হলেই প্রথমে আমি আম্মুর সঙ্গে শেয়ার করি এবং সেটা পরবর্তীতে যদি প্রয়োজন হয় আব্বুকে আম্মু জানাই। তো তখন এমনই হয়েছিল, আব্বুকে জানানোর পরে আব্বু ডিসিশন দিল যে কিনে দিবো কিন্তু কয়েক মাস সময় লাগবে। আব্বু বলেছিল যে এখন আপাতত একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে দিতে পারি এর চেয়ে বেশি এখন সম্ভব নয়।

bike-190483_1280.jpg

Source

আমি তখন সেকেন্ড হ্যান্ড সাইকেলেই খুশি ছিলাম কারণ আমার একটা সাইকেল হলেই হলো আর কিছু লাগবে না। কয়েক মাস পরে আব্বু খোঁজ নিয়ে দেখল যে আমাদের গ্রামের পাশে গ্রাম অর্থাৎ বানিয়াপুকুরে একজন একটা সাইকেল বিক্রি করবে । সাইকেলটা বেশ পুরনো তবে সাইজে ছোট যেটা মোটামুটি আমার জন্য পারফেক্ট। আব্বু সেদিন কাজ শেষ করার পরে বিকেলে আমি এবং আব্বু দুজন মিলে সাইকেলটা দেখতে গেলাম । তো উনি সাইকেলের দাম চেয়েছিল মনে হয় ১৩০০ থেকে ১৪০০ টাকার মধ্যে আমার ঠিক তেমন একটা মনে নেই তবে এরকমই একটা বাজেট হবে। তবে সমস্যা হচ্ছে সাইকেলের টায়ার এবং অন্যান্য কিছু এক্সেসরিজ ছিল ওগুলো চেঞ্জ করা লাগবে। তো সবকিছু দেখাশোনার পরে যাই হোক আব্বুর সাইকেল টা ভালো লেগে গেল এবং সেদিনই ক্রয় করে নিয়ে চলে আসলাম। তারপরে রাত পেরোলে আব্বু এবং আমি চলে গেলাম সাইকেলটা মেরামত করার জন্য। মেরামত করা শেষে যখন সাইকেলটা প্রথম হাতে পেলাম তখন যে কিরকম একটা প্রশান্তি কাজ করছিল সেটা বলে বোঝানো সম্ভব নয়।

bike-1505039_1280.jpg

Source

সাইকেলটা পুরোনো হলেও আমার কাছে নতুন ছিল। প্রতিদিন সাইকেলটা পরিষ্কার করতাম এবং তেল দিয়ে চকচকা করে রাখতাম। আমি তো সাইকেল রডের নিচে থেকে শিখেছি তাই সিটে ওঠে চালানো এখনো শেখা বাকি ছিল। তখন সাইকেলের প্রতি একটা কন্ট্রোল আসলেও সিটে উঠে তখন সাইকেল চালাতে পারতাম না । তো এইভাবে ১০ থেকে ১৫ দিন চেষ্টা করার পরে একেবারে সিটে উঠে সাইকেল চালানো শিখে গেলাম। এভাবে সাইকেল চালাতে, চালাতে কত যে পড়েছি কত হাত পা কেটে গেছে তার কোন ঠিক ঠিকানা নাই । তবে ওই বয়সটাই সাইকেল চালানো আর এই বয়সে বাইক চালানো সেই সমান কথা। তখন সাইকেল চালিয়ে যে প্রশান্তিটা পেতাম এখন বাইক চালিয়েও ওই প্রশান্ত টা মিলে না। তো এভাবেই আমার ছেলেবেলা টা কেটেছিল এবং প্রথম সাইকেল চালানো শিখেছিলাম এবং প্রথম আমার একটা সাইকেল ক্রয় করা হয়েছিল যার কোম্পানিটার নাম আমার ঠিক একটা মনে নেই তবে সাইকেলটা অনেক মজবুত ছিল । কারণ এটা নিয়ে অনেকবার পড়েছি তবে তেমন একটা বড় ক্ষয়ক্ষতি হয়নি। যাই হোক ধন্যবাদ সবাইকে পাশে থেকে ব্লগটি উপভোগ করার জন্য।

🫂ধন্যবাদ!!!🤵


ব্লগার@emonv
[[🔉‌‌প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩‍💻"ইমন ব্লগ"👩‍💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 । আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

Comments

Sort byBest