নাটক রিভিউ: আদরের জামাই।
16 comments
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
রোজ রবিবার।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে আমি আদরের জামাই নাটকটি নিয়ে কথা বলবো। নাটক রিভিউ করবো এই ভেবেই ঢুকলাম ইউটিউবে। নাটক বলেই সার্চ দিতেই সামনে আসলো এই আদরের জামাই । দেখলাম মোশাররফ করিমের নাটক। আমাএ আবার মোশাররফ করিমের নাটক বরাবরই আমার কাছে ভালো লাগে। যার কারনে দেখা মাত্রই আমি রিভিউ করার সিদ্ধান্ত নিলাম। এরপর নাটক দেখা শুরু করলাম। দেখে খুবই ভালো লাগলো আসলেই মোশাররফ করিম মানে অন্য রকম ভালো লাগা। তবে শুরুর দিক থেকে নাটকটা ফানি হলেও শেষের দিকে একটু
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | আদরের জামাই |
পরিচালক | সেজা নূর। |
অভিনয়ে | মোশাররফ করিম, রোবেনা রেজা জুই, শফিক খান দিলু এবং বাশরি আরও অনেকেই। |
দৈর্ঘ | ৩৩ মিনিট ৪৩ সেকেন্ড |
মুক্তির সময় | ০১ নভেম্বর ২০২৪ খ্রিঃ |
নাটকের শুরুতে দেখা যায় মোশাররফ ও তার বউ মিলে তার শশুর বাড়িতে যেতে, যদিও মোশাররফ করিমের বউ যেতে রাজি নয় কারন এক সপ্তাহ পর পর সে শশুর বাড়িতে বেড়াতে যায়। যার কারনে তার বউ অনেক রাগ করে কিন্তু মোশাররফ করিম সেটা না ভাবে চলে আসে শশুর বাড়ি।
এরপর মোশাররফকে তার শাশুড়ি নিজের হাতে করে খাওয়ায়ে দেয়। যদিও মোশাররফ করিমের শশুর তাকে অন্বক বেশি ভালোবাসে।
এদিকে মোশাররফ করিমের বউ বুঝতে পারে যে তার স্বামী তার বাপের বাড়িতে থাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সে চাই না যে তার স্বামী এই কথায় কোন গুরুত্ব দেই না।
এদিকে মোশাররফ করিমের শাশুড়ী তার জামাইয়ের উপর বিরক্ত বোধ করে। কিন্তু মোশাররফ করিমের শশুর তার জামাই বলতে পাগল। যার কারনে তার জামাই এর জন্য সব কিছু করতে রাজি আছে।
একদিন হঠাৎ করেই দেখা গেলো মোশাররফ করিম তার গ্রামের ছোট ভাইদের নিয়ে শশুর বাড়িতে হাজির হয়। এটা দেখে তার পরিবারের সবাই খুশি না হলেও তার শশুর অনেক খুশি হয়। এরপর তার শশুর ভালো ভালো রান্না করতে বলে যেনো তার জামাইয়ের সম্মান বজায় থাকে।
এরপর মোশাররফ করিমের বউ তার বাবাকে সব কথা জানিয়ে দেয়। নায়িকা বলে তোমার জামাইয়ের চাকরি নেউ সে চাকরি ছেড়ে দিয়েছে। এই কথা শুনে তার বাবা বলে আমি তাহলে এত কিছু করে কি করলাম। আমার তো সব শেষ হয়ে গেলো। যেহেতু মোশাররফ করিম তার মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করে। তারপরও তাদেরকে মেনে নেয়। কিন্তু চাকরি যাওয়ার কথা শুনে অনেক হতাশ হয়ে পড়ে।
এদিকে মোশাররফ তার ছোট ভাইয়েরকে নিয়ে অনেক মজা মজা করে খাওয়া দাওয়া করে। সে নিজের হাতে সবাইকে খাওয়ায়।
এরপর মোশাররফ করিমের উপর সবাই রেগে যায়, শশুর ও শালী তার সাথে খারাপ ব্যাবহার করা শুরু করে। এটা দেখে মোশাররফ করিম হতবাক হয়ে যায়।
এরপর মোশাররফ ও তার বউ শুতে যাবে একন সময় দেখে তার শালী তার রুমে শুয়ে আছে। এটা দেখে সে বিরক্ত বোধ করে। পরে নায়িকা তার মাকে বলে দেখো তোমার মেয়ে আমাদের রুমে শুয়ে আছে। এটা দেখে তার মা তাকে বলে একজনের রুম কত দিন দখল করে রাখবে তোরা পাশের রুমে রেখে পড়।
পরদিন সকালে দেখা যায় মোশারফ করিম সবকিছু গুছিয়ে নিয়ে তার নিজের বাড়িতে যেতে৷ তবে যাওয়ার আগে তার শ্বশুর-শাশুড়িকে বেশ কয়েকটি কথা ভুলে যাই যা দর্শকের মন ছুয়ে যায়। সে বলে আমার বাবা মা নেই আমি আপনাদেরকে বাবা মায়ের মতো ভাবি আর আমি চাকরি ছেড়ে দেয়নি বেশ কিছুদিনের জন্য ছুটি এনেছিলাম আপনাদের সাথে সময় কাটাও বলে। এ কথা বলে মোশারফ করিম তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে চলে আসে।
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | গ্যালাক্সি এ ১৫ |
লোকেশন | পাবনা |
Comments