স্পোর্টস রিভিউ: বড় ব্যবধানে জয় পেলো সি আর সেভেনের পর্তুগাল।
4 comments
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। পর্তুগাল ও পোল্যান্ডের মধ্যকার জমজমাট খেলাটি অনেকদিন পর পর্তুগালের ক্ষতি দেখে অনেক ভালো লাগলো। আর ক্রিস্টিয়ানো রোনালদোর খেলা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। ম্যাচটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ম্যাচেটি দেখে আমি খুবই মজা পেয়েছি, তাহলে চলুন কথা না বাড়িয়ে ম্যাচে রিভিউ করে ফেলি।
পর্তুগাল | পারফর্মেন্স | পোল্যান্ড |
---|---|---|
১৯ | শর্ট | ২৪ |
০৬ | শর্ট অন টার্গেট | ০৫ |
৬৬% | বল পজিশন | ৩৪% |
৬৪৮ | পাস | ৩২৬ |
৯০% | সঠিক পাস | ৮৩% |
০৯ | ফাউল | ১২ |
০৪ | হলুদ কার্ড | ০১ |
০০ | লাল কার্ড | ০০ |
০৫ | অফসাইড | ০১ |
০৩ | কর্নার | ০৪ |
রেফারির বাসির সাথে সাথে খেলা শুরু হয়। দুই দল বেশ ভালো ভাবেই খেলা চালিয়ে যাচ্ছিলো। দুই দল যেহেতু সমান সালে ধন তাই কোন দলে কেউ কাউকে ছাড় দেইনি।খেলাম মোটামুটি জমজমাট ভাবে চলতে থাকে। তবে পর্তুগালের থেকে পোল্যান্ড একটু আগে আছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে পর্তুগাল পোল্যান্ডের থেকে বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল।
খেলা এমনি জমজমাট ভাবে চলতে থাকে যে কোন দলই গোল পায় না। হাফ টাইমের আগ মুহূর্ত পর্যন্ত দুই দলের কোন দলই জালে বল জড়াতে পারেনি। এরপর বাসি পড়লে হাফ টাইম হয়ে যায়। মাঠ ছাড়ার আগ মূহুর্তে কোন দল গোলের দেখা পাইনি।
হাফ টাইম পরে দুই দল আবার মাঠে নামে, তবে শুরু থেকেই পোল্যান্ড পর্তুগাল থেকে অনেকটা এগিয়েছিল কারণ তারা বারবার আক্রমণ আত্মক হয়ে উঠেছিল। কিন্তু তারা শুধু কাজে লাগাতে পারেনি। শুধু এর ক্ষেত্রে পর্তুগাল ছিল একটু এগিয়ে যাওয়ার কারণে ৫৯ মিনিটের মাথায় লিওর পা থেকে প্রথম গোলের দেখা পাই পর্তুগাল। প্রথম গোল হওয়ার কিছুক্ষণ যেতে না যেতেই দুর্দান্ত একটি পেনাল্টি শর্ট এর মাধ্যমে গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ড এর ফলে পর্তুগাল ২-০ তে এগিয়ে যায়।
এরপর ব্রুনো ফারনান্দেজ আরেকটা গোল করে। কিন্তু পোল্যান্ড তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাই যার কারনে ৮৮ মিনিটের মাথায় মার্কজাগের অসাধারণ শর্টে গোল পায় পোল্যান্ড।
এরপর বেশ কিছুক্ষণ খেলা চলতে থাকে দুই দল পাল্টা আক্রমণ চালাতে থাকে। পোল্যান্ডের উপরে একটু চাপ বেশি কারণ তারা তিনটি গোল হজম করে ফেলেছে
অন্যদিকে এক গোল করেই থেমে থাকেনি ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার ক্লাসিক সাইকেল কিকের মাধ্যমে আরেকটি গোল করে ফেলে। এর মাধ্যমেই পর্তুগাল তাদের গোল ব্যবধান বাড়িয়ে ফেলে। গোলের ব্যবধানে এসে দাঁড়ায় ০৫-০১। নির্দেশের সময় শেষ হওয়ার পর রেফারের বাসে পড়ে যায় পর্তুগাল বড় ব্যবধানে জয় লাভ করে।
পোস্টের ধরন | ফুটবল ম্যাচ রিভিউ |
---|---|
পোস্টকারী | মোঃ আশিকুর রহমান। |
চ্যানেল | ফুটবল ডাক |
ফটো সংগ্রহ | ইউটিউব |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবানা |
Comments