আমার বাংলা ব্লগ🎶কভার গান- সোনার ও পালঙ্কের ঘরে।🎶💐প্রিয়@shy-fox 10% beneficiary।💐
10 comments
আজকে আমি @santa14 আপনাদের সাথে দীর্ঘ দিন পর আবারও হাজির হলাম।আসলে আমি আমার শশুড় বাড়িতে গিয়ে ছিলাম। আমার শাশুড়ী অনেক বেশি অসুস্থ ছিলেন তাই । আর আমি তার একমাত্র মেয়ে আবার একমাএ ছেলের বউ। না যাওয়ার ইচ্ছে থাকার পরও যেতে হলও।যাইহোক এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দুয়াতে।
আজকে আমি আমার পছন্দের একটি গান কভার করবো। আশা করছি আপনাদের কাছেও গানটি পছন্দ হবে।আর সেই গানটি হলো সোনার ও পালঙ্কের ঘরে।এখন চলুন তাহলে আর বেশি বক বক না করে শুরু করি আজকের কভার করা গানটি।
গান | সোনার ও পালঙ্কের ঘরে। |
---|---|
শিল্পী | কৃষ্ণকলি। |
লিরিক্স | কৃষ্ণকলি। |
পরিবেশনে | আমি@santa14। |
সোনার ও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম দ্বারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেকো ভাল থেকো
মনে রেখো এই আমারে
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা
বুকের ভেতর নোনা ব্যাথা
চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপাড় একা
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেকো ভালো থেকো
মনে রেখো এই আমারে
মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাঁসা
মনে বন্ধু বড় আশা
মেঘের উপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাঁসা
মনে বন্ধু বড় আশা
যাও পাখি যা-রে ওড়ে
তারে কইও আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেকো ভাল থেকো
মনে রেখো এই আমারে
সোনার ও পালঙ্কের ঘরে
লিখে রেখে ছিলেম নারে
যাও পাখি বল তারে
সে যেন ভোলেনা মোরে
সুখে থেকো ভাল থেকো
মনে রেখো এই আমারে
আশা করি আমার আজকের কভার করা গানটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে আপনাদের কাছে দয়া করে কমেন্ট করে জানাবেন।আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে।
Comments