New to Nutbox?

পরিবর্তন

1 comment

darklights
65
15 days agoSteemit3 min read

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক


আসলে এই পৃথিবীতে মানুষ আর কি চায়। কারণ মানুষ যত কিছুই করে যাক না কেন সেই মানুষ এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারে না। কারণ আমরা অল্প সময়ের জন্য এই পৃথিবীতে আসি। এছাড়া এই অল্প সময়ে আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলেও আমাদের কিন্তু অনেক দায়িত্ব কর্তব্য এই পৃথিবীতে রয়ে যায়। আসলে আমাদের কাছে সময়টা অল্প হলেও আমাদের সকল কর্তব্য কিন্তু অনেক বেশি। এই অল্প সময়ের মধ্যে আমাদের সকল কাজ শেষ করে যেতে হবে। শুধুমাত্র যদি আমরা অন্যের ক্ষতি এবং হিংসায় সব সময় নিয়োজিত থাকি তাহলে হয়তোবা আমাদের দ্বারা এই পৃথিবীতে ভালো কোনো কাজ কখনোই সম্পন্ন হতে পারে না।


মানুষ যদি মানুষকে হিংসা করে তাহলে এই পৃথিবীতে মানুষ কখনোই শ্রেষ্ঠ জীব হিসেবে নিজেদের পরিচিত করতে পারবে না। আর মানুষ মানুষকে কেন এত হিংসা। কারণ মানুষই তো মানুষের প্রকৃত বন্ধু। আমরা যদি কোন বিপদে-আপদে পড়ি তাহলে মানুষ সব সময় আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। এছাড়াও কখনো কোন কারনে আমরা যদি মানুষের মনে সামান্য আঘাত দিয়ে থাকি তাহলে এর ক্ষতি কিন্তু আমাদের নিজেদেরই হবে। এই পৃথিবীটাকে আমরা কিন্তু চাইলে সুন্দর এক পৃথিবীতে রূপান্তরিত করতে পারে।



এসো আমরা যদি মানুষ মানুষকে সাহায্য করি এবং সব সময় তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি তাহলে হয়তোবা পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে আমরা যদি মানুষ মানুষকে সাহায্য করি এবং সব সময় তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করি তাহলে হয়তোবা পৃথিবী থেকে সকল হিংসা বিদ্বেষ নিমেষে দূর হয়ে যেতে পারে। মানুষ হিসেবে যদি আমরা মানুষের উপকার করতে না পারি তাহলে আমরা মানুষের নামটিকে কখনো উঁচু পর্যায়ে নিয়ে যেতে পারবো না। তাইতো আমাদের সবসময় চেষ্টা থাকবে অন্যের ক্ষতি না করা এবং আমাদের এই অল্প সময়ে মানুষের উপকার করা।


পরিবর্তন


যুগের পরে যুগ চলে যায়,

তবুও মানুষের পরিবর্তন হয় না।

হিংস্র মন মানসিকতা থেকে,

একবার কি বেরিয়ে আসা যায় না।


এত হিংসা কিসের জন্য,

সেই তো থাকতে হবে কটা দিন।

এই অল্প সময়ে মানুষকে ভালোবেসে,

মানুষের জন্য না হয় জীবনটা দিন।


কত মনীষী ছিল পৃথিবীতে,

যারা অন্যের জন্য সবকিছুর করেছে।

তারা আজ মারা গিয়েও,

মানুষের মনের মাঝে রয়েছে।


হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে,

নতুন এক পৃথিবী সাজাই।

মানুষ মানুষকে ভালোবাসবে,

এর থেকে বেশি আর কিছু না চাই।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Comments

Sort byBest