New to Nutbox?

মাদার’স ওয়াক্স মিউজিয়াম এর সামনে থেকে তোলা কিছু ফটোগ্রাফি

4 comments

ronggin
73
2 years agoSteemit2 min read

হ্যালো বন্ধুরা,

তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভাল আছো। আমিও খুব ভালো আছি।
আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে বৃষ্টি ভেজা এক দুপুরে মাদার’স ওয়াক্স মিউজিয়াম এর সামনে থেকে তোলা কিছু ফটোগ্রাফি এবং এই মিউজিয়াম নিয়ে কিছু ইনফরমেশনও শেয়ার করব । কিছুদিন আগে এক দুপুরে এই ফটোগ্রাফি গুলো আমি তুলেছিলাম। আমার নিজের প্রয়োজনীয় একটি কাজের জন্য গেছিলাম কলকাতার নিউ টাউনে। সেখানে গিয়ে যখন এই মিউজিয়ামের সামনে যাই তখন এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। এই মিউজিয়ামের সামনে যাওয়ার পর আমার এই মিউজিয়ামের ভিতরে যাওয়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু যেহেতু অন্য একটি কাজে গেছিলাম তাই সেদিন এই মিউজিয়ামের ভিতরে যেতে পারিনি । তাই বাইরে থেকে সেদিন কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।

20220728_151833.jpg

কলকাতার নিউ টাউনে অবস্থিত মাদার’স ওয়াক্স মিউজিয়াম হল একটি মোম শিল্পকর্মের জাদুঘর। ভারতের প্রথম মোমশিল্পের জাদুঘর এটি। এটি প্রতিষ্ঠা করা হয় ২০১৪ সালের নভেম্বর মাসে । এটি নির্মাণ করা হয়েছে মাদাম তুসো জাদুঘরের আদলে ।

বর্তমানে এই জাদুঘরে যে ১৯ জন ফেমাস মানুষদের মূর্তি রয়েছে তারা হলেন:

রবীন্দ্রনাথ ঠাকুর ,মহাত্মা গান্ধী, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, মান্না দে , জগদীশচন্দ্র বসু ,অমিতাভ বচ্চন, কপিল দেব ,সৌরভ গঙ্গোপাধ্যায় ,শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী ,দিয়েগো মারাদোনা, স্বামী বিবেকানন্দ ,রামকৃষ্ণ পরমহংস ,মাদার টেরিজা, কাজী নজরুল ইসলাম, প্রণব মুখোপাধ্যায় এবং এ. পি. জে. আব্দুল কালাম।

Information Source

20220728_151755.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নিউ টাউন, কলকাতা মহানগর,পশ্চিমবঙ্গ, ভারত।

20220728_151804.jpg

20220728_151811.jpg
ক্যামেরা পরিচিতি : SAMSUNG
ক্যামেরা মডেল : SM-M317F
ফটোগ্রাফার:@ronggin
স্থান: নিউ টাউন, কলকাতা মহানগর,পশ্চিমবঙ্গ, ভারত।

20220728_151807.jpg

বন্ধুরা, আজকের শেয়ার করা ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও ।সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে

Comments

Sort byBest