New to Nutbox?

কমিউনিটি উল্লেখযোগ্য কিছু নিয়মকানুন

16 comments

hive-138339
61
2 years agoSteemit2 min read

Screenshot_20211130-154204_Chrome.jpg

যদি আপনি ১ মাস করে যে ইনকাম করেছেন। সেখান থেকে ৫০% ক্যাশ আউ এবং ৫০% পাওয়ার আপ করে থাকেন। তাহলে আপনার নামের পাশে #club5050 ট্যাগ দেওয়া হবে। যদি আপনি শেষ ২ মাসে কোন প্রকাশ ক্যাশ আউ না করে থাকেন। তাহলে আপনার নামের পাশে #club75 ট্যাগ দেওয়া হবে৷ এবং আপনি যদি শেষ ৩ মাসে কোন প্রকার ক্যাশ আউট না করেন। তাহলে আপনার নামের পাশে #club100 ট্যাগ দেওয়া হবে৷ আপনাকে পর্যায়ক্রমে স্টীমিট এ কাজ করতে হবে এবং কোন প্রকার ক্যাশ আউট না করলে আপনি শুধুমাত্র ট্যাগ পাবেন৷ আপনি যদি শেষ ৩ মাস স্টীমিট এ কাজ না করেন। তাহলে আপনি ট্যাগ পাবেন না।

কমিউনিটি এর কিছু রুলস ফলো করা বাধ্যতামূলক-

  • বুমিং এ সাপোর্ট পাবার জন্য অবশ্যই #steemexclusive ট্যাগ ব্যবহার করতে হবে।

  • অবশ্যই #club100 এর সদস্য #club75 থেকে বেশি সাপোর্ট পাবেন। #club75 এর সদস্য #club5050 থেকে বেশি পাবেন৷ নূন্যতম সাপোর্ট পেতে হলে আপনাকে #club5050 সদস্য হতেই হবে।

  • Power down দেওয়া আছে এমন ব্যক্তি সাপোর্ট এর অন্তর্ভুক্ত হবেন না।

  • নিয়মিত 2-3 টি কমেন্ট করতে হবে। পোস্ট বুঝে কমেন্ট করতে হবে। কমেন্ট অন্তত ১ লাইনের বেশি হতে হবে। (ভালো পোষ্ট, চমৎকার পোস্ট) এমন ধরণের কমেন্ট গ্রহণযোগ্য হবে না।

  • নিয়মিত অন্যের পোস্টে ১০ টি আপভোট দিতে হবে। সপ্তাহে অন্তত ৭০ টি ভোট থাকতে হবে। (https://steemworld.org/@steemcurator01) এ ঢুকে আপনি আপনার সাপ্তাহিক ভোট এবং কমেন্ট দেখতে পারবেন। যেমন,

Screenshot_20211130-155821_Chrome.jpg

  • পোস্ট নিয়মিত করা বাধ্যতামূলক নয়। তবে সপ্তাহে অন্তত ৩ টি পোস্ট করতেই হবে। (সেক্ষেত্রে ফটোগ্রাফি পোষ্ট গ্রহণযোগ্য নহে।

  • ৩০% বেনেফিসিয়ার @hive-138339 একাউন্টে দিতে হবে।

  • ডেলিগেশন @hive-138339 একাউন্টে করতে হবে।

  • প্রত্যেকটি একাউন্ট থেকে সাপ্তাহিক একটি পাওয়ার আপ পোস্ট করতে হবে।

  • কমিউনিটি সাপোর্ট থাক না থাক কমিউনিটির পাশে থাকার প্রতিশ্রুতি দিতে হবে।



ধন্যবাদ

Comments

Sort byBest