New to Nutbox?

কালী পূজায় ঘোরাঘুরি -পর্ব ৯

14 comments

winkles
79
last yearSteemit4 min read
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে কালী পূজায় ঘোরাঘুরির আরো কিছু ছবি শেয়ার করে নেবো। আগের তারিখ লাস্ট দেখিয়েছিলাম তরুচ্ছায়া আর জাগৃতি সংঘ ক্লাব এর পূজার ছবি। আজকে 'শতদল' নামে একটি ক্লাব এর পূজার ছবি দেখাবো। এই শতদল ক্লাব এর কালী পূজাও খুব বিখ্যাত হয়ে থাকে। সব বছরই ভালো নাম আছে তাদের, সবসময় তারা নতুনত্বের মাঝে থাকতে চায়। এই বছরও আলাদা একটা চিন্তাধারার মধ্যে দিয়ে তারা থিম তৈরি করেছে। এবারে তাদের থিম ছিল "স্বপ্ন-সুন্দর -প্রকৃতির প্রত্যাশা"। এই থিমটা একদম ইউনিক একটা থিম আর নামটাও বেশ সুন্দর দিয়েছে প্রকৃতির সাথে তাল- মিল রেখে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আমাদের এখানে এই শতদল ক্লাব এর পূজাটা এইবার ৪৪ বছরে পদার্পন করেছে যা অন্যান্য ক্লাব এর থেকে অনেক পুরানো। অনেক বছর আগের থেকে এই ক্লাব এর পূজা শুরু হয়েছিল। এই শতদল ক্লাব এ প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলায় আর এইবার পুরো ৪ দিনেই অসম্ভব ভিড় হয়েছিল যেটা শুনেছিলাম। এই ভিড়ের কথা শুনে আমি রাতে ১০ টার পরেই গিয়েছিলাম, কারণ তখন একটু ভিড় কম থাকে। আর আমার এমনিতে যাওয়ারও আর ইচ্ছা ছিল না, তবে বাড়িতে বসেও ভালো লাগছিলো না, তাই ভেবেছিলাম যাই দেখে আসি এতে ভালোও লাগবে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আমাদের বাড়ির থেকে বেশ অনেক দূর আছে এই ক্লাব এর, বাড়ির থেকে টোটো ধরে গেলেও বাড়ি ফিরতে হয় হেঁটে হেঁটে ,কারণ রোডে তখন টোটো, বাইক পুরোপুরি চলাচল ব্লক করে দেয়। যাইহোক আমি মোটামুটি রাত সাড়ে ১০ টার দিকে গিয়ে পৌঁছিয়েছিলাম এবং তখনও প্রায় ৫০-৬০ জনের মতো লোক লাইনে দাঁড়িয়ে ছিল। ওইসময় আসলে লোকজন বেশি থাকলেও একটা সুবিধা আছে যে লাইনটা দ্রুত টানে, কিন্তু সন্ধ্যার দিকে গেলে একটু একটু করে লাইন টানে তাও অনেক্ষন পরে পরে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে লাইনে দাঁড়িয়েও সেখান থেকে প্যান্ডেলের আলোকসজ্জার সৌন্দর্য বেশ ভালোই উপভোগ করছিলাম, চারিদিকে শুধু সবকিছু যেন একটা অসাধারণ রূপে আলোকের বিস্ফোরণ ঘটে চলেছে, এইরকমটা আমার কাছে অনুভব হচ্ছিলো। প্যান্ডেলের যেখানে যা তৈরি করেছে তার প্রত্যেকটা অংশে লাইটিং এর ঝলক দিয়ে রেখেছে, ফলে বিষয়গুলো আরো সুন্দরভাবে ফুটে উঠেছে। সামনের দিকে মস্তকের একটা সুন্দর দৃশ্যের প্রতিফলন ঘটিয়েছে যেটা দেখতে আরো অনেক সৌন্দর্যপূর্ণ লাগছে । প্যান্ডেলটা সাজিয়েছে অনেক কিছু দিয়ে যেমন, এখানে তারা প্যান্ডেলের ভিতরে যাওয়ার পথে উপরের দিকে ঝিনুক ব্যবহার করেছে তারপর আরো কিছু অংশে নারকেলের যে ছোবড়া থাকে সেটা দিয়ে বাইরের দিকে আরো কিছু তৈরি করেছে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এছাড়া তারা এই প্যান্ডেলে কাঠের গুড়োটাও ব্যবহার করেছে। তবে রোডের উপর থেকে সম্পূর্ণ প্যান্ডেলটির সম্মুখভাগ দেখতে যেন একটা বাড়ির মতো লাগছিলো, সবকিছু যেন একটা অক্ষয় ধামের আদলে তৈরি করা হয়েছে বিষয়গুলোকে। মণ্ডপের ভিতরে উপরের গোলাকার লাইটিংগুলোও দেখার মতো সাজিয়েছে। যাইহোক এইগুলো দেখার পরে মন্ডপের একদম ভিতরে গিয়ে মায়ের কয়েকটা ছবি তুলেছিলাম, তবে দূর থেকেই তুলতে হয়েছিল কারণ ভিতরে ছিল অনেক ভিড়, সামনে যেয়ে তোলাও অনেক মুশকিল ছিল। আর এই ছিল শতদল ক্লাব এর পূজার কিছু ছবি। পরের পর্বে আরেকটা ক্লাব এর পূজার কিছু ছবি শেয়ার করবো।

All photos what3words location: https://w3w.co/yell.storybook.wishing

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনবারাসাত, পশ্চিমবঙ্গ
তারিখ২৭.১০.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Comments

Sort byBest