New to Nutbox?

স্বরচিত নতুন এক জোড়া কবিতা " শিশির বিন্দু ও মা"

10 comments

tanuja
82
2 years agoSteemit

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এক জোড়া কবিতা শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।

IMG20220717181101.jpg

শিশির বিন্দু

শুনছো ওগো শিশিরবিন্দু
সূর্যকে বলো ডেকে,
ভোরের বেলায় যেমন তুমি
যাও তুমি তেমনি থেকে।

তাপ তোমার স্পর্শ করলে
হিংসা করে খুব,
ইচ্ছা করে চাদর মেলি
ফর্সা হলেই পূব আকাশে সূর্য দেখি।

সূর্য কিরণ প্রথম যখন
ছড়ায় রত্ন ছটা ,
যায়না গোনা ঘাসের ওপর
শিশির বিন্দু কটা।

হাজার হাজার বর্ণ তখন
চোখের মধ্যে ভাসে,
কিছু স্পর্শ বুকে থাকে
থাকে না কোন ইতিহাসে।

"মা"
সকাল থেকে রাত
সংসারে তুমি শক্ত হাত।

ছোটবেলায় আগলে রাখা বুক,
বকুনি খেয়ে কান্না ভেজা ওই কোলেতে মুখ।
ভুল ত্রুটি আমি করেছি যত,
করে দিয়েছো ক্ষমা।
ভালোবাসা গুলো দিন প্রতিদিন করে রাখছি জমা

কত সম্পর্ক আসে যায় এই বন্ধন হবে না কখনো নিরুদ্দেশ,
নাড়ির টানে আটকে থাকা,
তোমায় নিয়ে লিখতে বসে শব্দ হয় না শেষ।

Comments

Sort byBest