New to Nutbox?

"হটাৎ করেই গ্রামে ঘুরতে গিয়ে সবজি কেনার কিছু মুহূর্ত"

11 comments

tanuja
82
last yearSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে কুয়াশা ঘেরা মিষ্টি সকালের শুভেচ্ছা। কাল হটাৎ করেই সিদ্ধান্ত নিলাম গ্রামে ঘুরতে যাওয়ার। শীতকাল আসলে আমার গ্রামে যেতে খুব ভালো লাগে। শীতের সময় গ্রামের প্রাকৃতিক পরিবেশ অনেক বেশি সুন্দর হয়ে উঠে। আগের থেকে প্ল্যান ছিলো না। হটাৎ করেই সিদ্ধান্ত নিলাম আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যে গ্রামের বাড়ি যাবো সেটা এবার আমাদের ড্রাইভার চেনে না। তাই পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে গেলাম। আমাদের বাড়ি গ্রামে যেতে আধা ঘণ্টার মতো লাগে। তাই আমরা ৪ টার দিকে বেরিয়ে গেলাম। গ্রামের ভেতর ঢুকতেই দেখি প্রকাণ্ড সবজির মাঠ কৃষকরা মাঠ থেকে সবজি তুলছে সকালে বিক্রি করার জন্য। আমি বললাম ওদের কাছ থেকে সবজি কেনা যায় না। আপনাদের দাদা বললো হ্যা যাবে। তুমি কি নিতে চাও বলো। আমি ড্রাইভার কে বললাম ওদের কাছে যা আছে সেই সব সবজি নিয়ে এসো।এরপর আমি বাবু ও তার বাবা মাঠের ভিতর গেলাম। বাবু এত সবজি দেখে ওর খুব আনন্দ হলো। নিজে হাতে সবজি গাছ গুলো ধরতে পারছে এতে ওর আরো বেশি আনন্দ হচ্ছে। এমনকি মশা মাছি উড়তে দেখে বলে কি কিউট মশা ওয়াও। আমি বলছি একেই বলে শহরের মানুষ মশা দেখে ও বলে কিউট। আসলে বাবু আজ ও পর্যন্ত মশা দেখেনি। তাই ওর কাছে সব কিছু নতুন লাগছে। আমরা অনেক প্রকার সবজি কিনলাম খুবই কম দামে আর একদম সব টাটকা সবজি মাঠ থেকে তোলা।

IMG_20221123_165727.jpg

IMG_20221123_164759.jpg

IMG_20221123_165236.jpg

IMG_20221123_165640.jpg

IMG_20221123_170006.jpg

IMG_20221123_165656.jpg

IMG_20221123_165452.jpg

IMG_20221123_165455.jpg

IMG_20221123_165212.jpg

IMG_20221123_164829.jpg
বিভিন্ন ধরনের শাকসবজি। মাঠ ভরা শুধু সবুজ শাসবজিতে।

IMG_20221123_170538.jpg

IMG_20221123_165238.jpg

IMG_20221123_164717.jpg

IMG_20221123_164818.jpg

আমরা সন্ধ্যা হতে হতেই আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।

Comments

Sort byBest