New to Nutbox?

প্রমিথিউস

29 comments

tanuja
82
2 years agoSteemit

prometheus
image source: copyright freepixabay || image credit: GDJ

আলো চাই, আলো;
চারিদিক গাঢ় এই নিঃসীম অন্ধকারে ।
একটি মাত্র ছোট্ট অগ্নিস্ফুলিঙ্গ পারে
আলোকের সূচনায় দমবন্ধ আঁধারে ।

পৃথিবীতে চলছে এখন আদিম যুগের
অন্ধকার, বর্বর সমাজের প্রাগৈতহাসিক
নিষ্ঠুর নিয়মের নাগপাশে বন্দী আমাদের
প্রাণ । দমবন্ধ বাতাসে একটু নিশ্বাসের জন্য
আকুল আমরা কারাগারের অন্তরালে।

চারিদিকে শত সহস্র নাগিনী ডাকিনীরা ফেলিছে
বিষ নিশ্বাস, বিষাক্ত বায়ুতে বন্ধ আজ আমাদের শ্বাস ।
প্রমিথিউসের মশালের আলোয় কেটে যাবে
জমাট বাঁধা এই নরকের আধাঁর ।

নিজের হৃদয় কুরে কুরে খাবে জিউসের ঈগল;
শত সহস্র অনাদিকাল ধরে । কঠিন এ সাজার
কথা জেনেও যে থাকে অবিচল অটল হিমাদ্রীর ন্যায় ।

মানুষের দুঃখে কেঁদে উঠবেই উঠবে
আবার প্রমিথিউসের হৃদয় ।
মুক্তির আলোক মশাল
জ্বেলে নিজের হৃদয় খাওয়াবে আবার
জিউসের ঈগল ।।

Comments

Sort byBest