New to Nutbox?

Diy (এসো নিজে করি ) "জল রং দিয়ে নীল আকাশে মেঘের ভিতর দিয়ে পাখী উড়ে যাওয়ার পেইন্টিং"

15 comments

tanuja
82
2 years agoSteemit2 min read

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন ? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আর একটি পেইন্টিং শেয়ার করবো। এই পেইন্টিং টি আমি ৩০ মিনিটে শেষ করেছি। আজ আমার ছবি আঁকানোর কোনো সময় ছিলো না। আমি প্রতিদিন সন্ধ্যার সময় ১ ঘণ্টার টিভি দেখি বা একটু রেস্ট নিয়ে থাকি। তা ও আবার প্রতিদিন পাই না। আজ ও ঠিক তেমনি টিনটিন বাবু কে ওর দীদার কাছে রেখে একটু বসেছি। হটাৎ মনে পড়লো আজ কিছু একটা পেইন্টিং করি।যেই ভাবা সেই কাজ। কিন্তু সময় পেলাম মাত্র ৩০ মিনিট। আমার পেইন্টিং শেষ হওয়ার আগেই টিনটিন বাবু এসে হাজির হয়ে গেল। এসেই আমার হামলা করলো পেইন্টিং এর উপর। তাহলে বুঝতে পারছেন এর অবস্থা কি হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। জানিনা আজকের পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে কি না। যাই হোক কথা না বাড়িয়ে শুরু করা যাক।

IMG_20220123_181913.jpg
উপকরণ:
১. জল রং
২. তুলি
৩. কাগজ
৪. টেপ
৫. জল

IMG_20211229_012915.jpg
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পুরো কাগজে নীল রং করে দিতে হবে।

IMG_20220123_171138.jpg

IMG_20220123_171542.jpg
২. এরপর সাদা রং দিতে হবে। প্রায় মেঘের মতো এঁকে নিতে হবে।

IMG_20220123_171954.jpg

IMG_20220123_172142.jpg

IMG_20220123_173143.jpg
৩. এবার সাদা রং এর উপর হালকা নীল ।রং দিতে হবে।

IMG_20220123_173305.jpg

IMG_20220123_175125.jpg

IMG_20220123_174419.jpg

IMG_20220123_173353.jpg
৪. এবার সাদা রং দিয়ে উড়ন্ত পাখী এঁকে দিতে হবে।

IMG_20220123_180004.jpg

IMG_20220123_180134.jpg
৫. সাদা রং দিয়ে পুরো পাখি করে দিতে হবে। সাদা রং করা হয়ে গেলে হালকা নীল রং করে দিতে হবে।

IMG_20220123_180409.jpg

IMG_20220123_180622.jpg

IMG_20220123_181739.jpg
৬. এবার টেপ তুলে ফেলতে হবে।

IMG_20220123_181822.jpg

IMG_20220123_181902.jpg
আমার পেইন্টিং টি শেষ। জানি না আপনাদের কেমন লাগবে। আপনাদের ভালো লাগলে আমার আঁকা সার্থক।আজ আমি পর্যন্তই। কাল নতুন কোনো বিষয় নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Comments

Sort byBest