New to Nutbox?

(এসো নিজে করি)গ্লিটার আর্ট পেপার দিয়ে ঘর তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

45 comments

tania69
76
2 years agoSteemit3 min read
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। গ্লিটার আর্ট পেপার দিয়ে যেকোনো জিনিস তৈরি করলে সেই জিনিসটি দেখতে অনেক বেশী সুন্দর লাগের রঙিন কাগজের তৈরি জিনিস এর থেকেও। এজন্য আমি মাঝেমধ্যে বসে যাই গ্লিটার আর্ট পেপার নিয়ে কিছু বানানোর জন্য। আজকে আমি গ্লিটার আর্ট পেপার দিয়ে একটি ঘর তৈরি করেছি। সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে তাহলে শুরু করি।


Polish_20220124_114805173.jpg

design-up.png

  • গ্লিটার আর্ট পেপার
    • কাঁচি
      • ব্লেড
        • পেন্সিল
      • গ্লু গান
    • স্কেল
  • সাদা কাগজ

design-up.png

IMG_20220124_115923.jpg

design-up.png

প্রথমে একটি সাদা কাগজ নিয়ে তারপর একপাশে ৫.৫ সেন্টিমিটার এবং অপর পাশে ৬.৫ সেন্টিমিটার করে প্রথমে পেন্সিল এঁকে নিয়েছি এবং তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
IMG_20220124_115634.jpgIMG_20220124_115642.jpg

design-up.png

ছবির মাপ অনুযায়ী সাদা কাগজটিকে ব্লেড দিয়ে এভাবে কেটে নিয়েছি জানালা বানানোর জন্য।
IMG_20220124_115655.jpgIMG_20220124_115703.jpg

design-up.png

এখন ওই সাদা কাগজটির মাপে গ্লিটার আর্ট পেপার কেটে নিয়েছি চার টুকরো।

IMG_20220124_115711.jpg

design-up.png

এখন সাদা কাগজ দিয়ে গ্লিটার আর্ট পেপারের উপর রেখে প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। পড়ে ব্লেড দিয়ে ছোট ঘর গুলো কেটে নিয়েছি।

design-up.png

IMG_20220124_115717.jpgIMG_20220124_115725.jpg

design-up.png

এখন গ্লু গান দিয়ে চার টুকরো কাগজ কে এভাবে লাগিয়ে নিয়েছি।

IMG_20220124_115735.jpg

design-up.png

এখন কালো একটি গ্লিটার আর্ট পেপার নিয়ে তার উল্টো সাইডে ৬.৫ সেন্টিমিটার করে এঁকে তারপর কেটে নিয়েছি।
IMG_20220124_115746.jpgIMG_20220124_115753.jpg

design-up.png

এখন কালো আর্ট পেপারটি আগে থেকে বানিয়ে রাখা বক্সের উপরে একটি এবং নিচে একটি লাগিয়ে দিয়েছি ।
IMG_20220124_115800.jpgIMG_20220124_115808.jpg

design-up.png

এখন হলুদ একটি আর্ট পেপার নিয়ে ৮ সেন্টিমিটার লম্বা এবং ১ সেন্টিমিটার চওড়া করে এঁকে তারপর কেটে নিয়েছি।
IMG_20220124_115817.jpgIMG_20220124_115824.jpg

design-up.png

তারপর হলুদ পেপারটিকে এভাবে গোল করে মুড়িয়ে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_20220124_115832.jpg

design-up.png

এখন গোলাপি আরো একটি গ্লিটার পেপার নিয়ে ২ সেন্টিমিটার চওড়া এবং ১০ সেন্টিমিটার লম্বা করে কেটে নিয়েছে। আরো একটি খয়েরি গ্লিটার পেপার নিয়ে ০.৫ সেন্টিমিটার চওড়া এবং ১২ সেন্টিমিটার লম্বা করে কেটে নিয়েছি।
IMG_20220124_115841.jpgMG_20220124_115853.jpg

design-up.png

তারপর খয়েরি আর্ট পেপারটিকে ভাজ করে গোল আর্ট পেপারের ভিতর দিয়ে এভাবে গোল করে মুড়িয়ে নিয়েছি।

IMG_20220124_115900.jpg

design-up.png

এখন আগে থেকে বানিয়ে রাখা ঘরের উপরে গোল ঝোলানোর অংশটুকু লাগিয়ে দিয়েছি।

IMG_20220124_115908.jpg

design-up.png

IMG_20220124_115935.jpg

এভাবেই তৈরি হয়ে গেল আমার গ্লিটার আর্ট পেপার দিয়ে ঘর। আশা করি আমার আজকের ঘরটি তৈরি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন

design-up.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Comments

Sort byBest