New to Nutbox?

(এসো নিজে করি)রঙিন কাগজ দিয়ে জিরাফ তৈরি।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

31 comments

tania69
76
2 years agoSteemit2 min read
আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে কাগজের তৈরি একটি জিরাফ বানানো নিয়ে হাজির হয়েছি। কাগজের তৈরি বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে বেশ ভালই লাগে। বানানোর পরে এটি দেখতে অনেক বেশী সুন্দর লাগে। আর বাচ্চারা পেলে তো অনেক খুশি হয়। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমি কিভাবে জিরাফটি বানিয়েছি ।


Polish_20220120_192548746.jpg


  • একটি রঙিন কাগজ
    • একটি কলম


IMG_20220120_183651.jpg

প্রথমে চারকোনা একটি কাগজ নিয়ে নিয়েছি। তারপর কাগজটিকে লম্বালম্বিভাবে,আড়াআড়িভাবে এবং কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_20220120_183740.jpgIMG_20220120_183747.jpgIMG_20220120_183758.jpg

তারপর কাগজটি এভাবে চারকোনা ভাঁজ করে নিয়েছি।তারপর দুই সাইড থেকে দুই কোনা ভাঁজ করে দিয়েছি।

IMG_20220120_183855.jpgIMG_20220120_183902.jpgIMG_20220120_184013.jpg

তারপর নিচের অংশটুকু ভাঁজ করে দিয়েছি। এবং পেছনের বাড়তি অংশটুকু ভাঁজ করে দিয়ে উল্টিয়ে এরকমভাবে বানিয়ে নিয়েছি।

IMG_20220120_184025.jpgIMG_20220120_184042.jpgIMG_20220120_184059.jpg

তারপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।। উল্টে এক সাইডের কোনা এভাবে ঘুরিয়ে ভাঁজ করে নিয়েছি।

IMG_20220120_184108.jpgIMG_20220120_184114.jpgIMG_20220120_184127.jpg

তারপর কাগজটিকে বাম সাইড একবার ভাজ করে নিয়েছি। ডান সাইডের ভাজ করে নিয়েছি। আবার ভাঁজ করে এরকম বানিয়ে নিয়েছি। পরবর্তী ধাপগুলো নিচের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। কারণ পরবর্তী ভাঁজগুলো মুখে বুঝিয়ে বলা সম্ভব নয়।

IMG_20220120_184133.jpgIMG_20220120_184149.jpgIMG_20220120_184158.jpg

IMG_20220120_184204.jpgIMG_20220120_184214.jpgIMG_20220120_184228.jpg

IMG_20220120_184238.jpgIMG_20220120_184245.jpgIMG_20220120_184251.jpg

উপরের ভাঁজগুলো দেয়ার পর জিরাফটির এরকম সেপ এসেছে। এখন আমি পায়ের দিকটি ভাঁজ দিয়ে নিব।

IMG_20220120_184343.jpgIMG_20220120_184353.jpgIMG_20220120_190511.jpg

IMG_20220120_190519.jpgIMG_20220120_190548.jpgIMG_20220120_190557.jpg
IMG_20220120_190609.jpgIMG_20220120_190622.jpgIMG_20220120_190650.jpg

উপরের ভাঁজগুলো পর্যায়ক্রমিকভাবে দেয়ার পর জিরাফটি এরকম পর্যায়ে এসেছে। এখন দুই কোনা ভাঁজ করে দিয়েছি। তারপর মাথার সাইডে একটু ভাজ করে নিয়েছি।

IMG_20220120_190701.jpgIMG_20220120_190712.jpgIMG_20220120_190726.jpg

তারপর মাথার উপরে যেখানে ভাঁজ করি সেখানে কাঁচি দিয়ে সামান্য একটু কেটে নিয়েছি। এবং এভাবে ভাঁজ করে মুখ বানিয়ে নিয়েছি। তারপর মুখের সামনে আবারও একটু ভাঁজ করে নিয়েছি।

IMG_20220120_190737.jpgIMG_20220120_190745.jpgIMG_20220120_190755.jpg

এখন একটি কলম দিয়ে জিরাফটির চোখ এঁকেছি। পা এর কাছে কালো করেছি এবং সারা শরীরে কালো বল বল করে এঁকে নিয়েছি।

IMG_20220120_190803.jpgIMG_20220120_190813.jpgIMG_20220120_190823.jpg

IMG_20220120_190857.jpg

এভাবেই আমি আমার জিরাফটি বানানো সম্পন্ন করলাম। আশা করি আমার আজকের জিরাফটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।
animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Comments

Sort byBest