New to Nutbox?

আজ রথযাত্রা উপলক্ষ্যে।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

9 comments

swagata21
79
2 years agoSteemit2 min read

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে রথ যাত্রা উপলক্ষে পূজোর কিছু মুহূর্ত ভাগ করে নিলাম।


প্রথমেই সকলকে জানাই রথ উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা।বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু করোনার দাপটে তছনছ হয়ে গিয়েছিল স্বাভাবিক জীবন ,বদলে ফেলতে হয়েছিল অনেক নিয়মই। প্রত্যেক বছরই আমাদের পাড়ায় একটি বাড়িতে রথ উপলক্ষে পুজো হয়। পাড়ার সকলকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়।খুব বড় করে এখানে পুজো হয় । শুধু একটি পাড়া নয়, বেশ কয়েকটি পাড়া নেমন্তন্ন করা হয়।বেশ ধুমধাম করে এখানে পুজো হয় । অনেকেই আছে যারা না খেয়ে এখান থেকে অঞ্জলি নেয়।


WhatsApp Image 2022-07-01 at 11.56.48 PM (2).jpeg



এই বছর রাস্তা জুড়ে বিশাল বড় প্যান্ডেল করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজ আমিও এখানে ছিলাম। গিয়ে অঞ্জলি দিলাম, পুজো দেখলাম অনেকক্ষণ।

WhatsApp Image 2022-07-01 at 11.56.46 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-01 at 11.56.59 PM.jpeg

WhatsApp Image 2022-07-01 at 11.56.48 PM (1).jpeg

WhatsApp Image 2022-07-01 at 11.56.50 PM.jpeg

WhatsApp Image 2022-07-01 at 11.56.49 PM.jpeg



তারপর খাওয়া দাওয়া করলাম। পুজোর প্রসাদ হিসেবে পোলাও ,আলুর দম ,খিচুড়ি, তরকারি, ছানার কোপ্তা চাটনি ,পাপড় ,মিষ্টি ছিল ।

WhatsApp Image 2022-07-02 at 12.11.23 AM.jpeg


করোনার জন্য দু'বছর পূজো হলেও লোক ডাকা হয়নি। দু'বছর পর আবার পুজো হলো ।অনেক লোক এসেছিল। অনেকের সাথে আবার দেখাও হল ।বিকেল বেলা খুব ধুমধাম করে রথ বের করা হয় । ছোট থেকে বড় সকলেই রথ টানে।

WhatsApp Image 2022-07-01 at 11.56.45 PM.jpeg

খাওয়া দাওয়া করে ভাই বোনদের সাথে আড্ডা দিয়ে তারপর বাড়ি এলাম ।একটু পর রথের মেলায় গিয়েছিলাম ।তাই বেশিক্ষণ থাকতে পারিনি। সেই রথের মেলার ছবি আমি আপনাদের সাথে পরের পর্বে ভাগ করে নেব।

WhatsApp Image 2022-07-01 at 11.56.50 PM (1).jpeg

ধন্যবাদ

Comments

Sort byBest