শীত নিয়ে আসে বিয়ের মরশুম ❤️
9 comments
নমস্কার বন্ধুরা,
শীতকাল পড়ার সাথে সাথেই কিন্তু বিয়ে বাড়ির ধুম লেগে যায় 😎। বাঙালিদের মধ্যে বেশিরভাগই মানুষ আছে যারা গরমে খুব একটা বিয়ে করতে চায় না ।মনোরম পরিবেশ সবাই পছন্দ করে। বিয়ে করে না বললেও ভুল হবে,ওই প্যাচপ্যাচ এ গরমে ঠিকঠাক মেকআপ করলে সেই মেকআপ বসার জন্য একটা সুন্দর আবহাওয়ার দরকার হয় ।সব মিলেমিশে শীতকাল বিয়ে বাড়ির জন্য এক্কেবারে উপযুক্ত।বেশ সেজে গুজে যাওয়া যায়🤪। তাই বলে গরম কালে বিয়ে হয় না সেটা একেবারেই নয় তবুও আমার মনে হয় গরমকালের থেকে শীতকালে সবচেয়ে বেশি বিয়ে হয় ।তেমনভাবে দুদিন আগে অর্থাৎ ১৫ ই ডিসেম্বর একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল।
শীতকালে বিয়ের নিমন্ত্রণ পরবে না সেটা কিন্তু একেবারেই ভাবা যায় না ।কারণ কারোর না কারোর বিয়ে প্রতি বছর লেগেই থাকে। তেমনভাবেই আমাদের খুব পরিচিত একজনের বিয়ের নিমন্তন্ন ছিল ১৫ই ডিসেম্বর। যে জায়গাটাতে নিমন্তন্ন ছিল সেটা ছিল বেলগাছিয়া রাজবাড়ী ।
রাজবাড়ী মানেই কিন্তু এক দারুণ একটা ব্যাপার ।আরএই রাজবাড়ী আমার একেবারে বাড়ির সামনে বলা যেতে পারে। কিন্তু কালের নিয়মে যে রাজবাড়ী একেবারে হারিয়ে গিয়েছিল সেই রাজবাড়িটিকেই খুব সুন্দর ভাবে রেনোভেট করে নতুন ভাবে তৈরি করা হয়েছে ।আর এখন সেই বাড়িটিকে বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান পারপাসে ভাড়া দেওয়া হয় ।
রাজবাড়ি নিয়ে অনেক বড় গল্প আছে তবুও আমি ছোট করে বলছি এই রাজবাড়ীটি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কিনেছিলেন। এই বেলগাছিয়া ভিলাটি অকল্যান্ড নামক একজন ইতালিয়র অধীনে ছিল ।আর এই বাড়িটি একদম ইউরোপীয় স্টাইলে গড়ে তুলেছিলেন ।এখানেই দ্বারকানাথ ঠাকুর জাঁকজমক ও ঘটা করে বড় বড় পার্টি ব্যবস্থা করতেন। এরকম একটা রাজবাড়ীএখন নতুনভাবে সংস্কার করার ফলে খুব সুন্দর একটা মাত্রা পেয়েছে। আর সেখানেই ছিল আমাদের বিয়ের নেমন্তন্ন ।
যেহেতু বাড়ির কাছেই ছিল তাই পাঁচ সাত মিনিটেই বিয়ে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখতে পেয়ে আমার কিন্তু চারদিকটা বেশ ভালোই লাগছিল ।বেশ একটা ঐতিহ্য যেন প্রতিটা দেওয়ালে ছড়িয়ে রয়েছে। সবার প্রথমে স্টার্টার কাউন্টারে ঢুকে গেলাম ।তারপর ১০-১৫ মিনিট ছবি তুলে মেন কোর্সে ঢুকে পড়লাম। মটন কষার সাথে পোলাও উফ অসাধারণ কম্বিনেশন দারুন একটা খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা হলাম।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Comments