New to Nutbox?

DIY- রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি 🍉|| @shopon700 [১০% লাজুক খ্যাঁকের জন্য]

42 comments

shopon700
67
2 years agoSteemit4 min read

আসসালামু-আলাইকুম/আদাব।


বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি @shopon700 🇧🇩 বাংলাদেশ থেকে। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ক্রাফট তৈরি করতে আমার অনেক ভালো লাগে। তাই আজ আমি রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করেছি ও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করতে আমার ভালো লেগেছে। কারণ রঙিন কাগজ ব্যবহার করে নতুন কিছু তৈরি করতে আমার অনেক ভালো লাগে। আশা করছি রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরির পদ্ধতি ও তরমুজ আপনাদের কাছে ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি:

IMG20220126142015.jpgCemera: Oppo-A12.

IMG20220126142148.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করতে আমার খুবই ভালো লেগেছে। পাকা তরমুজ খেতে সকলেই পছন্দ করে। তাই আমি পাকা তরমুজের টুকরোগুলো সুন্দর করে তৈরি করার জন্য রঙিন কাগজের ব্যবহার করেছি। তরমুজগুলো দেখতে একদম সত্যিকারের তরমুজের মত লাগছে। তরমুজগুলো দেখে মনে হচ্ছে যেন প্লেটে সুন্দর করে কেটে রাখা তরমুজ সাজানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করতে খুব একটা সময় প্রয়োজন হয়না। খুব সহজেই দারুন এই তরমুজ তৈরি করা যায়। তাই আজ আমি রঙিন কাগজের তরমুজ তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আশা করি সকলের ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণসমূহ:

  • রঙিন কাগজ।
  • পেন্সিল।
  • কাঁচি।
  • আঠা।
  • কালো কলম।

IMG20220126125947.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরির ধাপসমূহ:

🍉ধাপ-১:🍉

IMG20220126130229.jpgCemera: Oppo-A12.

IMG20220126130339.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করার জন্য প্রথমে আমি রঙিন কাগজ নিয়েছি। এরপর রঙিন কাগজের উপর গোল করে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি। গোল করে দাগ অনুযায়ী কাটার জন্য প্রস্তুত করেছি।

🍉ধাপ-২:🍉

IMG20220126130559.jpgCemera: Oppo-A12.

IMG20220126130702.jpgCemera: Oppo-A12.


এবার আমি ধীরে ধীরে কাঁচি দিয়ে গোল দাগ অনুযায়ী কাগজগুলো কেটে নেওয়ার জন্য চেষ্টা করেছি। আমি খুব সাবধানে কাঁচি দিয়ে কাগজগুলো কাটার চেষ্টা করেছি।

🍉ধাপ-৩:🍉

IMG20220126131012.jpgCemera: Oppo-A12.


এবার আমি ধীরে ধীরে আরো কিছু কাগজ সুন্দর করে কাঁচি দিয়ে কেটেছি। আমি প্রথমে সবুজ রঙের রঙিন কাগজ নিয়ে গোল গোল করে কেটেছি।

🍉ধাপ-৪:🍉

IMG20220126131339.jpgCemera: Oppo-A12.

IMG20220126131833.jpgCemera: Oppo-A12.


এবার আমি তরমুজের মাঝের অংশ অর্থাৎ পাকা তরমুজের মাঝের অংশের সৌন্দর্য তুলে ধরার জন্য এবং ফুটিয়ে তোলার জন্য লাল রঙের রঙিন কাগজ নিয়েছি। এবার লাল রঙের রঙিন কাগজের উপর গোল করে দাগ দিয়েছি। এবার দাগ অনুযায়ী কাগজগুলো কেটে নিয়েছি।

🍉ধাপ-৫:🍉

IMG20220126132316.jpgCemera: Oppo-A12.

IMG20220126132425.jpgCemera: Oppo-A12.


কাগজ কাটা হয়ে গেলে এবার সবুজ কাগজ ও লাল কাগজ একটির উপর আরেকটি বসানোর জন্য আঠা লাগিয়েছি। ধীরে ধীরে সবুজ রঙের কাগজের উপর লাল রঙের রঙিন কাগজ লাগিয়েছি।

🍉ধাপ-৬:🍉

IMG20220126132710.jpgCemera: Oppo-A12.

IMG20220126134103.jpgCemera: Oppo-A12.


এবার আমি সাবধানতার সাথে আরও কিছু কাগজ তরমুজ তৈরি করার জন্য প্রস্তুত করেছি। তরমুজের খোসার রং যেহেতু সবুজ তাই সবুজ কাগজ নিচের অংশে দিয়েছি এবং তরমুজের টকটকে লাল রং তৈরি করার জন্য লাল রঙে রঙিন কাগজ উপরের অংশে দিয়েছি।

🍉ধাপ-৭:🍉

IMG20220126134251.jpgCemera: Oppo-A12.

IMG20220126134439.jpgCemera: Oppo-A12.


কাগজগুলো সুন্দর করে বসানো হয়ে গেলে এবার কালো কলম নিয়েছি। পাকা তরমুজের ভেতরে ছোট ছোট কালো বিচি থাকে তাই আমি কালো কলম দিয়ে কালো বিচি তৈরি করার চেষ্টা করেছি।

🍉ধাপ-৮:🍉

IMG20220126134640.jpgCemera: Oppo-A12.

IMG20220126141254.jpgCemera: Oppo-A12.


এভাবে আমি ধিরে ধিরে সবগুলো তরমুজ কালো কলম দিয়ে দাগ দিয়েছি। কালো কলম দিয়ে ছোট ছোট বিচি তৈরির ফলে তরমুজগুলো দেখতে আরো বেশি সুন্দর হয়েছে।

🍉ধাপ-৯:🍉

IMG20220126141416.jpgCemera: Oppo-A12.

IMG20220126141420.jpgCemera: Oppo-A12.


এবার আমি তরমুজের টুকরোগুলো সুন্দর করে উপস্থাপন করার জন্য মাঝের অংশে ভাজ করার চেষ্টা করেছি।

🍉শেষ ধাপ:🍉

IMG20220126141435.jpgCemera: Oppo-A12.


এবার আমি ধীরে ধীরে সবগুলো কাগজ বা তরমুজ তৈরির অংশগুলো সুন্দর করে ভাজ করেছি। কাগজ গুলোর মাঝের অংশে ভাজ করার ফলে তরমুজের টুকরোগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে আমি রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরির কাজ শেষ করেছি।

🍉 উপস্থাপন:🍉

IMG20220126142143.jpgCemera: Oppo-A12.

IMG20220126142235.jpgCemera: Oppo-A12.


রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরি করা হয়ে গেলে আমি সকলের মাঝে উপস্থাপন করার জন্য সুন্দর করে সাজিয়েছি ও ফটোগ্রাফি করেছি। এরপর আমি আমার তৈরি করা রঙিন কাগজের তরমুজের সাথে একটি সেলফি নিয়েছি। আশা করছি আমার তৈরি করা রঙিন কাগজের তরমুজের টুকরোগুলো সকলের কাছে ভালো লেগেছে এবং তরমুজগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে।

রঙিন কাগজ দিয়ে তরমুজ তৈরির আইডিয়া যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে উপরের পদ্ধতি অনুযায়ী রঙিন কাগজের দিয়ে তরমুজ তৈরি করতে পারেন। আশা করি ভালো লাগবে।


🥀ধন্যবাদ সকলকে।🥀

Comments

Sort byBest