New to Nutbox?

||এসো নিজে করি Diy||🥜🥜বাদামের খোসা দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি🥜🥜।প্রিয়@shy-fox 10% beneficiary।

39 comments

santa14
65
2 years agoSteemit3 min read
আসসালামু আলাইকুম

Picsart_22-01-28_20-17-48-608.jpg

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি।।।আজকের দিনটাই অনেক রৌদ্র ছিল তাও প্রচুর পরিমানে ঠান্ডা। আজকে সকাল ১০ টা থেকে ৩ পর্যন্ত বাহিরেই চলে গেলো।ব্যাংক থেকে আম্মুর টাকা তুলে আম্মুর ওষুধ কিনে এরপর আবার বাজার করেছি।আপনারা বলতে আমি মেয়ে হয়ে বাজারে যায় কেনও?আসলে আমার ছোট ভাই আছে সে তেমন বুঝে না। আর আমার বড় ভাই বা বাবা কেউ নেই তাই, আর আম্মুরও বসয় হয়েছে। আমি ছাড়া তেমন কেউ নেই ও সেই জন্য বাজারে যাওয়া।

আজকে আপনি আপনাদের সাথে চলে এলাম একটি DIY পোস্ট নিয়ে।ফেলে দেওয়া বাদামের খোসা দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি।আমি সবার তেমন ভালো diy পোস্ট করতে পারি না। আমার কাছে অনেক বেশি কাছে বেশি ভালো লাগে রান্না করতে। নতুন নতুন রেসিপি তৈরি করতে, এবং আপনাদের সাথে তা ভাগ করে নিতে। আবার এটাও ভালো লাগে না যে সব সময় রেসিপি না দিয়ে অন্য কিছু দেওয়ার ও চেষ্টা করি। আর আমি এটা সব সময় মানি যে চেষ্টা করলে কেউ হারতে পারে না,পুরো ভালো না হলেও একটু ভালোও হয়।আশা করি আপনাদের কাছে ও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি ওয়ালমেট ধাপে ধাপে।

বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি

IMG_20220128_200554.jpg

উপকরণ সমূহ
১.সাদা ও কালো কাগজ
২.পোস্টার নীল রঙ
৩.পোস্টার সবুজ রঙ
৪.পোস্টার লাল রঙ
৫.রঙ তুলি
৬.আঠা
৭.সবুজ সুতা

IMG_20220128_201441.jpg

IMG_20220128_200925.jpg

প্রস্তুত প্রণালীঃ-

১নং ধাপ

IMG_20220128_201422.jpg

IMG_20220128_201355.jpg

IMG_20220128_201340.jpg

প্রথমে আমি বাদামের ২০ টি খোসা নিয়ে নিলাম। এরপর পোস্টার লাল রঙ নিয়ে তুলি দিয়ে বাদামের খোসায় রঙ করে নিবো।

২নং ধাপ

IMG_20220128_201323.jpg

IMG_20220128_201300.jpg

IMG_20220128_201238.jpg

এবার আরো পাঁচ টি বাদামের খোসা নিয়ে পোস্টার রঙ নীল নিয়ে ভালো ভাবে রঙ করে শুকানোর জন্য রেখে দিলাম।

৩নং ধাপ

IMG_20220128_201216.jpg

IMG_20220128_201200.jpg

IMG_20220128_201143.jpg

এখন আবার আরো আটটি বাদামের খোসা নিয়ে নিবো। এরপর পোস্টার সবুজ রঙ দিয়ে রঙ করে নিবো।

৪নং ধাপ

IMG_20220128_201125.jpg

এবার তিনটি রঙের বাদামের খোসা এক সাথে নিয়ে নিলাম। এরপর পাঁচ মিনিট রেখে ছিলাম শুকানোর জন্য।

৫নং ধাপ

IMG_20220128_201059.jpg

IMG_20220128_201038.jpg

IMG_20220128_201025.jpg

এখন আমি আগে থেকেই সাদা কাগজ এর সাথে কালো কাগজ আঠা দিয়ে লাগিয়ে রেখে ছিলাম। এবার প্রথমে একটি বাদামের খোসা নিয়ে আঠা লাগিয়ে দিবো। এরপর আঠা লাগানো বাদামের খোসা সাদা কাগজে লাগিয়ে দিবো। মাঝখানে নীল ও চার পাশে লাল দিয়ে দিবো।

৬নং ধাপ

IMG_20220128_201010.jpg

৭নং ধাপ

IMG_20220128_200945.jpg

৮নং ধাপ

IMG_20220128_200925.jpg

IMG_20220128_200908.jpg

এখন সবুজ রঙের সুতা নিয়ে নিবো। ফুলের ডালের জন্য পাঁচ টি টুকরো করে কেটে নিবো সবুজ সুতা।

৯নং ধাপ

IMG_20220128_200842.jpg

IMG_20220128_200820.jpg

এখন আঠা দিয়ে সুতা লাগিয়ে নিবো,চলুন দেখে আসি ধাপে ধাপে।

১০নং ধাপ

IMG_20220128_200757.jpg

১১নং ধাপ

IMG_20220128_200741.jpg

IMG_20220128_200638.jpg

এখন শেষ হলো আমার বাদাম খোসা ফুলের ডাল দেওয়া। এবার আবার আঠা দিয়ে সব গুলো পাতা লাগিয়ে দিবো।

১২নং ধাপ

IMG_20220128_200619.jpg

IMG_20220128_200554.jpg

এখানেই শেষ হলো আমার এই বাদামের খোসার ওয়ালমেট টি।

IMG_20220128_200507.jpg

আশা করি আমার আজকের এই বাদামের খোসা দিয়ে তৈরি ওয়ালমেটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন হয়েছে দয়া করে কমেন্ট করে জানাবেন। সবার শেষে এই ওয়ালমেট এর সাথে একটি সেলফি তুলে নিলাম।

IMG_20220128_200302.jpg

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।

ধন্যবাদ সবাইকে।

@santa14

Comments

Sort byBest