New to Nutbox?

"বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণ - পর্ব ১৭

18 comments

rme
89
last yearSteemit4 min read


খুব দ্রুতই আমার "বাংলাদেশ জাতীয় জাদুঘর" ভ্রমণের সপ্তদশতম পর্ব চলে এলো । আর মাত্র একটি পর্ব পাবলিশ করলেই এই সিরিজটা শেষ হয় । তারপরে আবার নতুন সিরিজ শুরু করতে হবে । আজকের আর আগামী পর্বের পুরোটা জুড়েই থাকছে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত ব্রোঞ্জ আর প্রস্তর নির্মিত বহু হিন্দু আর বৌদ্ধ দেব-দেবীর মূর্তি । আসলে হিন্দুদের প্রায় সব দেব-দেবীই বৌদ্ধ, জৈন, শাক্ত এসব ধর্মে ভিন্ন নামে পাওয়া যায় ।

এই সকল সুপ্রাচীন মূর্তির বিশ্বজুড়ে বিশাল কদর রয়েছে । বিশেষ করে পশ্চিমা দেশগুলির ধনকুবেরদের কাছে এই মূর্তিগুলোর চাহিদা আকাশ ছোঁয়া । একটা ছ'ইঞ্চি পাথর বা ব্রোঞ্জের মূর্তির দামই চোরাবাজারে কয়েক কোটি টাকা । আর তাই চোরাকারবারি আর পাচারকারীদের বিষদৃষ্টি পড়েছে দেশের এই সব অমূল্য প্রাচীন শিল্প ও ভাস্কর্যের উপর ।

সুপ্রাচীন এসব মূর্তি কেউ এখন আর পুজো করে না । এগুলোর একমাত্র পরিচয় হলো অপূর্ব প্রাচীন শৈল্পিক ভাস্কর্য । কিছু কিছু প্রস্তর মূর্তির বয়স দেড়-দু'হাজার বয়স । তাহলে বুঝতেই পারছেন কত প্রাচীন । বেলে পাথর, গ্রানাইট পাথর, ব্যাসাল্ট, লাইমস্টোন, কোয়ার্টজাইট এবং মার্বেল পাথর - এসকল পাথর খোদাই করে এসব প্রাচীন মূর্তি নির্মিত ।

দেড়-দু'হাজার বছর আগের প্রযুক্তি আর এখনকার প্রযুক্তির মধ্যে বিস্তর তফাৎ । সেই যুগে এই সব কঠিন শিলা-পাথর থেকে অপূর্ব গঠনশৈলীর সব মূর্তি নির্মাণ করা ছিল সুকঠিন একটা কাজ । এই অসাধ্য সাধন সেই যুগের মানুষ কিভাবে করেছিল সেটা একটি গভীর রহস্য ।

অনেক কারণে এসব মূর্তি উপমহাদেশের দেশগুলিতে অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্থান, নেপাল, ভুটান, বাংলাদেশ, তিব্বত এবং শ্রীলঙ্কায় এক অমূল্য সম্পদ । সব দেশই তাদের শিল্প নিদর্শনগুলি রক্ষায় সচেতন । এ সংক্রান্ত বহু আইন প্রনয়ণ করা হয়েছে এগুলো রক্ষা করার জন্য । তবুও, প্রত্যেক বছরই কোটি কোটি টাকা মূল্যের এইসব অমূল্য সম্পদ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে ।

এটাই গভীর দুঃখের ।


উপরের প্রত্যেকটা ছবিতে ব্রোঞ্জ নির্মিত বেশ কিছু হিন্দু দেব-দেবীর মূর্তি রয়েছে । প্রথম ছবিতে রয়েছে - কার্তিক, শনিদেব, গণেশ এবং মহাদেবের মূর্তি । দ্বিতীয় ছবিতে রয়েছে - গরুড়, রাধা এবং কৃষ্ণ । এবং তৃতীয় ছবিতে রয়েছে বিষ্ণুমূর্তি ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ১০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ


উপরের প্রত্যেকটা ছবিতে প্রস্তর নির্মিত বেশ কিছু হিন্দু ও বৌদ্ধ দেব-দেবী ও অবতারের মূর্তি রয়েছে । প্রথম ছবিতে রয়েছে - গৌতম বুদ্ধের মূর্তি । দ্বিতীয় ছবিতে রয়েছে - শিবমূর্তি । এবং তৃতীয় ছবিতে রয়েছে দন্ডায়মান বিষ্ণুমূর্তি ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ১০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ


উপরের প্রত্যেকটা ছবিতে রয়েছে প্রস্তর নির্মিত বেশ কিছু হিন্দু দেব-দেবীর মূর্তি । প্রথম ছবিতে রয়েছে - নৃত্যরত নটরাজের মূর্তি । দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে রয়েছে শ্রী দূর্গা ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ১০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ


উপরের দু'টি ছবিই হলো প্রস্তর নির্মিত বিষ্ণুর বাহন গরুড় (অর্ধেক মানুষ, অর্ধেক পক্ষী) আর মহাদেবের বাহন নন্দীর মূর্তি (ষাঁড়) ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ১০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ


উপরের তিনটি ছবির মূর্তিই হলো ভগবান বিষ্ণুর ।

তারিখ : ০৪ জানুয়ারি ২০২৩

সময় : বিকেল ৫ টা ১০ মিনিট

স্থান : ঢাকা, বাংলাদেশ


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২০ মার্চ ২০২৩

টাস্ক ২১০ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 6284859308b364cddfbd36dec3860572a2a20feb2b71453c0da664a786bfc9e7

টাস্ক ২১০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest