New to Nutbox?

কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 05 (Nature & Flower Photography)

36 comments

rme
89
2 years agoSteemit2 min read

আবারো হাজির হলাম "স্মৃতির পাতা থেকে"-র আরো একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে । আজকের বিষয় : ফুল ও প্রকৃতি । আসলে প্রকৃতির সান্নিধ্য আমি ভীষণভাবে উপভোগ করি । আর ফুলের কথা কি আর বলবো । দুনিয়ার মধ্যে সব চাইতে সৌন্দর্য্যের ও পবিত্রতার প্রতিরূপ হলো এই ফুল । কিন্তু, দুঃখের বিষয় ফুল আমার খুবই ভালো লাগা সত্ত্বেও প্রায় অধিকাংশ ফুলের নাম আমি জানি না । ভাবছি এখন থেকে এ ব্যাপারে একটু টুকটাক জ্ঞান আহরণ করা শুরু করলে কেমন হয় । প্রকৃতির মধ্যে আমার সব চাইতে প্রিয় হলো বন-জঙ্গল আর নদী । ঘন্টার পর ঘন্টা নদীর ঘাটে কাটানো কিংবা জঙ্গুলে জায়গায় টো টো ঘুরে বেড়ানোর মধ্যে সত্যি দারুন একটা মজা আছে । দারুন এনজয় করে থাকি আমি এগুলোকে ।

তো আর বাড়তি কথা না বাড়িয়ে চলুন আজকের ফোটোগ্রাফি পোস্টের ছবিগুলি দেখি । কেমন হয়েছে জানাতে ভুলবেন না যেন ।

বি: দ্রঃ এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৩-৪ বছরের পুরোনো ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম টাম জানি না, কিন্তু দেখতে বেশ ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাতার রঙের সাথে প্রায় মিশে গেছে পোকাটি
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


না ফোটা কুমড়ো ফুল
আলোকচিত্র তোলার তারিখ : মার্চ, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোধূলি বেলায় গঙ্গার ঘাটে, ব্যারাকপুরের গান্ধী ঘাট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লেটুস পাতার মতো দেখতে অদ্ভুত দর্শন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


লাল-গোলাপি মিশেল, দেখতে সত্যি দারুন এই ফুলটি
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সাদা রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


গোলাপি রঙের বেগনভিলিয়া (কাগুজে ফুল )
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কি ফুল ? কেউ কি এর নাম জানেন ?
আলোকচিত্র তোলার তারিখ : এপ্রিল, ২০১৮
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Comments

Sort byBest