New to Nutbox?

Hungry Griffin আমাদের কমিউনিটিতে কিছু প্রশ্ন রেখেছেন, অ্যাডমিন/মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি

35 comments

rme
89
2 years agoSteemit2 min read


ঘন্টা দুয়েক আগে Hungry Griffin (@hungry-griffin), একজন ফেমাস স্টিমিট কিউরেটর আমাদের কমিউনিটিতে একটি পোস্ট করেছেন । আসলে, আমিই ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের কমিউনিটিকে সাপোর্ট করার জন্য । আসলে, এই আইডিটা একটা অ্যানোনিমাস আইডি । পিছনে কোনো বিগ ইনভেস্টর আছেন ।

তাঁর আইডেন্টিটি সম্পর্কে আমরা কেউই ক্লিয়ার নই । তবে, আমি যতদূর জানি তাঁর মেইন টার্গেট steem abuse কে প্রতিহত করার । এবং, সে জন্যই তিনি আমাদের নিউ ইনিশিয়েটিভ @abuse-watcher কে ফুল সাপোর্ট করতে সমর্থ হয়েছেন । কিন্তু, নরমাল কোনো স্টিমিট পোস্টকে তিনি কিউরেট করতে ইচ্ছুক নন ।

তা সত্ত্বেও আমি তাঁকে রিকোয়েস্ট করেছি "আমার বাংলা ব্লগ" কে অবজার্ভ করতে । তিনি যে সম্মতি জানিয়েছেন তাঁর পোস্টটাই তার বড় প্রমাণ । তাঁর কিছু query আছে আমাদের কমিউনিটি এবং এটার কার্যক্রম সম্বন্ধে । আমি "আমার বাংলা ব্লগ" -এর সকল অ্যাডমিন এবং মডারেটর এর এ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করছি ।

আপনারা ওনার question গুলোর বিস্তারিত জবাব দিতে পারবেন বলেই আমি মনে করি । আমাদের ওনাকে দরকার । খুব খুব দরকার । আশা করছি, বিষয়টি বুঝতে পেরেছেন ।

আমাদের কমিউনিটিতে বাইরের curation অবশ্যই দরকার এটা তো আপনারা মানেন । তো, আমি আশা করবো আমাদের "আমার বাংলা ব্লগ" এর প্রত্যেক অ্যাডমিন/মডারেটর ওনার ওই পোস্টটিতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করে "আমার বাংলা ব্লগ"-কে শীর্ষস্থানে নিয়ে যাবেন ।

"আমার বাংলা ব্লগ"-এ @hungry-griffin এর query


বিঃ দ্রঃ "আমার বাংলা ব্লগ"-এর যে কোনো জেনারেল ইউজারও তাঁর বক্তব্য রাখতে পারবেন


✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৩২৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৬ষ্ঠ দিন (325 TRX daily for 7 consecutive days :: DAY 06)


trx logo.png



সময়সীমা : ১৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ২৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২২


টাস্ক ৬৯ : ৩২৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৩২৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 862f4f60258b8b9dcb6a4d6e009df2c8290df22c77797c8d364ec878fffa3954

টাস্ক ৬৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest