New to Nutbox?

জগদ্ধাত্রী পুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৪

11 comments

rme
89
last yearSteemit3 min read


জগদ্ধাত্রী পুজো পরিক্রমার এই চতুর্থ পর্বে বছরের সব চাইতে সেরা পুজো প্যান্ডেলটা দেখতে পাবেন । থিমটাও দারুন । পুরুলিয়ার ছৌ নাচ । এমনিতে ছৌ নাচ খুবই জনপ্রিয় ভারতবর্ষে, তার ওপর এই নাচের সাজসজ্জা দারুন চমকপ্রদ । বিশেষ করে এই নাচের সময় পরা মুখোশগুলি এবং পোশাকগুলির ডিজাইন এক অনন্যসাধারণ বস্তু । একদম আদিম যুগের ঐতিহ্যবাহী কোনো নাচ পোশাকের কথা মনে পড়িয়ে দেয় যেন । যারা আপনাদের মধ্যে ইতিমধ্যে ছৌ নাচ দেখেছেন তাদেরকে আর নতুন করে কিছু বলবার নেই ।

এই পুজো প্যান্ডেলটা আগাগোড়াই পুরুলিয়া জেলার এই বিখ্যাত ছৌ নাচের মুখোশ, সাজসজ্জা আর অসংখ্য ছোট বড় নানান সাইজের ছৌ নাচিয়েদের মডেল দিয়ে সাজানো । সেই সাথে রয়েছে পুরুলিয়া জেলার মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের এক টুকরো উপস্থাপন । শুধুমাত্র খড়, মাটি, শন, কাপড়, গাছের ডাল পালা, নারিকেল, খেঁজুর আর তাল গাছের পাতা দিয়ে এই পুজো প্যান্ডেলের সব কিছুই তৈরী করা হয়েছে । সে দিক দিয়ে এই প্যান্ডেলটি একদমই আনকমন এবং পুরোপুরি পরিবেশ বান্ধব ।

প্রতিমা সজ্জা এবং মডেলগুলোর গায়ের রংগুলিও নানান ভেষজ রং । এক কথায় কোথাও রাসায়নিক কোনো বস্তু এবং প্লাষ্টিক ইউজ করা হয়নি । এই ভাবে পুজো প্যান্ডেল ও মণ্ডপ এবং প্রতিমা তৈরী করলে পরিবেশ দূষণের আর কোনো ভয় থাকে না । কিন্তু, ক'জনেই তা মানে বলুন !

আমরা অনেকটা সময় নিয়ে ঘুরে ঘুরে এই পুজো প্যান্ডেলটা দেখেছিলাম । "সেরার সেরা" পুজো প্যান্ডেলের পুরস্কার জিতেছিল এটি । এরপরে আমরা আর দুটি মাত্র পুজো প্যান্ডেল ঘুরে বাড়ি ফিরে এসেছিলাম । সে দুটোও ছিল সেরা সব পুজো প্যান্ডেল । আগামী দুটি এপিসোডেই তাই শেষ হয়ে যাচ্ছে আমার "জগদ্ধাত্রী পুজো ১৪২৯ : পূজা পরিক্রমা" ।

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন ।


ঐতিহ্যবাহী ছৌ নাচের ড্রেস পরা বিভিন্ন মাটির তৈরী মডেল ।

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৪৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুজো প্যান্ডেলের অনেক গুলি কক্ষ জুড়ে এমন অসংখ্য ছৌ নাচের সাজ সজ্জা আর মডেল ।

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ছৌ নাচের সাজসজ্জা, পোশাক আর মডেল ছাড়াও প্যান্ডেলের ভেতরকার সাজসজ্জা ছিল তাক লাগানো । অসম্ভব সুন্দর করে সাজানো ভেতরটা ।

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : রাত ০৮ টা ০০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সবশেষ কক্ষটিতে রয়েছে দেবী জগদ্ধাত্রী প্রতিমা এবং তাঁকে ঘিরে অনেকগুলি নৃত্য ও বাজনারত পুরুলিয়াবাসীদের মডেল ।

তারিখ : ০১ নভেম্বর ২০২২

সময় : রাত ০৮ টা ০৫ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ২৭ জানুয়ারি ২০২৩

টাস্ক ১৫৯ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 7167243ed852348a82e9d1fdd8f8635a09ba988231aba9a0c102fba63ab4284f

টাস্ক ১৫৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest