New to Nutbox?

Indian Museum ভ্রমণ -পর্ব ২৩

37 comments

rme
89
2 years agoSteemit3 min read

Indian Museum ভ্রমণ -পর্ব ২৩


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২২


শুভ অপরাহ্ন বন্ধুরা,

কেমন আছেন সবাই ? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থই আছেন ।

করোনা টাইমে সুস্থ থাকাটাই একটা চ্যালেঞ্জ আসলে । সবাই সাবধানে থাকবেন । শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে সবারই সচেষ্ট হতে হবে । immune power boost করতে হবে সবার । যার যত বেশি immunity বুস্ট হবে সে তত কম করোনাতে আক্রান্ত হবে । সো সবাই পুষ্টিকর খাবার গ্রহণে আগ্রহী হবেন আশা করি ।

আজ থেকে শুরু হচ্ছে নতুন এপিসোড । ইন্ডিয়ান মিউজিয়াম ভ্রমণ পর্বের ২৩তম এপিসোড থেকে শুরু করা হচ্ছে খেচর (পক্ষীকুল ), উভচর এবং সরীসৃপ দের নিয়ে বিশেষ পর্ব । আশা করছি আয়োজনটি একেবারে ব্যর্থ হবে না । আজকে যে সব প্রাণীর দেহ ও কঙ্কালের ফটোগ্রাফ থাকছে সেগুলো হলো :

১. পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস
২. জলাভূমির নানান রকমের পাখি ও হাঁস
৩. ভালচার বা শকুন
৪. চিল ও কাক
৫. বুলবুল, কাক, তোতা, ময়না ও শালিক
৬. শঙ্খচিল

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


বিভিন্ন প্রজাতির হাঁস । এই হাঁসগুলি যদিও ভারতে শীতকালে প্রায় সব জলাশয়ে পাওয়া যায় তথাপি এরা আদতে রাশিয়ার সাইবেরিয়ার পাখি । শীতকালে সাইবেরিয়াতে মাইনাস ৩০ থেকে মাইনাস ৮০ ডিগ্ৰী তাপমাত্রায় এরা টিকতে না পেরে হাজার হাজার পথ পাড়ি দিয়ে ভারতে অপেক্ষাকৃত উষ্ণ জলাভূমিগুলিতে চলে আসে । তাই এদেরকে বলে পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি বার্ডস ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


জলাভূমির নানান রকমের পাখি ও হাঁস । এদের মধ্যে কিছু প্রজাতি দেশী আর বাকি গুলো সব অতিথি পাখি । দেশি পাখিগুলোকে সারা বছরই পাওয়া যায় অতিথি পাখির দেখা শুধুমাত্র শীতের সময়টাতেই পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ভালচার বা শকুন । প্রকৃতির ঝাড়ুদার বলা হয়ে থাকে এদেরকে । একটা সময় ছিল যখন শকুনের দেখা খুব পাওয়া যেত । মৃত জীবজন্তুর দেহ খেয়ে বেঁচে থাকে এরা ।বর্তমানে শকুন হলো একটি বিলুপ্তপ্রায় পাখি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


চিল ও কাক । দুই-ই শিকারী পাখি । চিল বা kite অনেক উঁচুতে আকাশে চক্কর দেওয়া অবস্থায় শিকারের খোঁজ করে থাকে । শিকারের দেখা পাওয়া মাত্রেই এসে ছোঁ মেরে তুলে নিয়ে যায় । কাক অপেক্ষাকৃত নিচু গাছের ডালে থাকে ও সেখান থেকেই শিকার তাক করে । চিল কিন্তু মরা, পঁচা -বাসি প্রাণী খায় না । কাক যেমন জ্যান্ত প্রাণী শিকার করে তেমনি শকুনের মতো মৃত প্রাণীও ভক্ষণ করে থাকে । তাই কাক-কেও প্রকৃতির ঝাড়ুদার বলা হয় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


আমাদের অতি পরিচিত পাখিগুলি - বুলবুল, কাক, তোতা, ময়না ও শালিক ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি শঙ্খচিল । নদী খাল বিলে এদের অবাধ বিচরণ ও শিকার ক্ষেত্র । শঙ্খচিলের একমাত্র খাদ্য হলো তাজা মাছ । মাছ শিকারে খুবই দক্ষ এরা । অন্তত ৩০০-৪০০ মিটার দূর থেকে শিকারকে তাক করতে পারে এরা । এরপরে একটা ছোঁ, ব্যাস নিমেষের মধ্যে ধারালো নখের মধ্যে আটকা পড়ে ছটফট করতে থাকে মাছ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Comments

Sort byBest