New to Nutbox?

অণুকাব্য "আবোল তাবোল জীবনের কথা"

39 comments

rme
89
2 years agoSteemit2 min read


Copyright-free Image source : Pixabay


অণুকাব্য "আবোল তাবোল জীবনের কথা"



💘


♡ ♥💕❤

আমি স্বপ্ন দেখি ঘরভর্তি প্রেমিকার,
অজস্র ভালোবাসার ভিড়ে নষ্ট এ নীড়ে
সত্যিকারের ভালোবাসতো যে আমাকে,
খুঁজে খুঁজে এখন আমি পাই না আর তাকে ।
অজস্র মেকি ভালোবাসার ভীড়ে,
অজস্র সরীসৃপ শরীরের ভাঁজে,
হারিয়েছি আমি আমার হৃদয়কে ।


যন্ত্রসভ্যতার যান্ত্রিক রোবোটিক দিনে
এই ভার্চুয়াল লাইফ,
ঘুণ-পোকার মতো কুরে কুরে খাচ্ছে,
আমাদের হৃদয় একটু একটু করে ।
শার্শির কাঁচের ভিতর দিয়ে তাকাই বাইরে,
দেখি অজস্র উজ্জ্বল তারকা,
বাতাস কাঁপাতে আসে ছুটে ।
বাইরে মুক্ত আকাশের নীচে গিয়ে দাঁড়াই,
দেখি তারকা কোথায় ? এরা ক্ষুদ্র জোনাকীর দল ।


সকল বন্ধন ছিন্ন করে উদ্ভাসিত হয়েছে কবিতার,
আমার হৃদয়ে আজ ।
সব কিছু আজ চুলোয় যাক,
তবু, কবিতা বেঁচে থাকুক;
আমার অন্তরে, আমার হৃদয়ে,
আমার মেধায়, আমার মননে ।

কবিতাই হোক আমার একমাত্র ভালোবাসা,
আর সব ধুলায় মিশে যাক ।


সত্যিকারের ভালোবাসায় মান-অভিমান আছে,
ছেড়ে যাওয়া নেই ।
রাগ যেমন আছে, অনুরাগও তেমন আছে,
বিচ্ছেদ যেমন আছে, মিলনও তেমন আছে ।
কিন্তু, চিরবিদায় নেই ।

যে ভালোবাসার পরিসমাপ্তি চিরবিদায়ে হয়,
বুঝবে আর যাই হোক সেটা ভালোবাসা নয় ।
সত্যিকারের ভালোবাসা মৃত্যুর পরেও থাকে,
অনন্ত শ্বাশত প্রেমের স্মৃতি হয়ে ।


তোমায় পেয়ে আমি বুঝেছি বেঁচে থাকার মানে,
আমার জীবনে তুমি আসার আগে,
ভীষণ একা ছিলাম অজস্র চেনা মানুষের ভীড়ে ।
এখন তুমি শুধু আমার প্রেম নও,
তুমি আমার অভ্যাস ।


অণুকাব্য, টুকরো কথা,
ছন্দে বাঁধা জীবনগাঁথা ।
একটু খানি সুখ,
একটু খানি দুখ ।
ক্ষুদ্র তার পরিধি,
যেন মানুষের ক্ষুদ্র জীবন ছবি ।


অণুকবিতা সাঙ্গ হলো, একটা দিন গেলো,
অপর দিনের প্রতীক্ষায়,
জীবনের আরেকটা ক্ষণ ফুরোলো ।

♡ ♥💕❤


Comments

Sort byBest