New to Nutbox?

গতকাল সন্ধ্যায় এশিয়ার সব চাইতে বড় ইকো পার্কে কাটানো কিছুটা সময়

52 comments

rme
89
2 years agoSteemit3 min read

বিগত বেশ কিছুদিন ধরে অসম্ভব কাজের প্রেশারে আছি ।কোথাও ঘুরতে যাওয়া হয় না ।ক্লান্তিতে রাতে ঘুমিয়ে পড়ি হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই । রেস্ট পাচ্ছি না মোটেও । তাই ভাবলাম, রবিবার যখন তখন একটু ঘুরেই আসি না হয় বাইরে থেকে । আমাদের ডিসকর্ডে কাল রাত সাড়ে আটটায় একটা মিটিং ছিলো । তাই বেশি দূরে কোথাও যাওয়া পসিবল ছিলো না ।

শেষমেশ ডিসিশন হলো তাহলে ইকো পার্ক থেকেই সন্ধ্যাটা কাটিয়ে আসি । বেশি দূরে তো না , মোটে ৩০ মিনিট এর রাস্তা গাড়িতে করে গেলে । তাই সন্ধ্যার একটু আগে আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্ক অভিমুখে । এই ইকো পার্কটি দক্ষিণ কলকাতায় রাজারহাট নিউ টাউনে অবস্থিত ।ভারতের সর্ব বৃহৎ পার্ক আর এশিয়ার সর্ব বৃহৎ ইকো পার্ক হলো আমাদের কলকাতার এই ইকো পার্কটি ।

আয়তনে বিশাল প্রায় হাজার বিঘা জমি নিয়ে পার্কটি অবস্থিত । ইকো পার্কটির সাথে আবার প্রায় ২০০ বিঘা জুড়ে একটি বিশাল কৃত্রিম লেক আছে । সেই লেকের মধ্যে আবার একটু দ্বীপও আছে । লেক সহ ইকো পার্কটির মোট আয়তন ১২০০ বিঘার মতো ।

আমরা করোনাকালীন সময়ের আগে উইকলি দুই-তিন দিন যেতাম ইকো পার্কে । এখন সতর্কতার জন্য আর যাই না । কাল অনেক দিন পরে গিয়েছিলাম । সন্ধ্যেটা ভালোই কাটলো । যদিও একটা পার্সোনাল ব্যাপারে আমার মন তেমন ভালো ছিলো না । তবে টিনটিন বাবু ভীষণ এনজয় করেছিলো । খেলাধুলো খাওয়া দাওয়া, বেড়ু করা । ভীষণ এক্সসাইটেড ছিল সে । পার্কের একটি টিকিট কাউন্টারের পিছনে আমাদের টিনটিন বাবু গল্পের টিনটিন বাবুকে খুঁজে পেয়ে গেলো হঠাৎ । সঙ্গে সঙ্গে ছবি তোলা হলো ।

সন্ধ্যার বেশিরভাগ সময় আমরা কাটালাম লেকের পাড়ে । মন ভালো করে দেয় সত্যি । আলোক ঝলমলে লেকের পাড় । অসংখ্য আলোক প্রতিবিম্ব প্রতিফলিত হচ্ছে লেকের কালো জলে । অনুচ্চ ঢেউগুলি ভেঙে ভেঙে যাচ্ছে । হিমেল হাওয়া কেড়ে নিচ্ছে বুকের উষ্ণতাটুকু । শীত করছে যেমন , আবার শীতলও হচ্ছে হৃদয়ের উষ্মা টুকু ।


IMG_20211121_164719.jpg


আমার কাছে চিপস খাওয়ার জন্য ভীষণ আবদার টিনটিন বাবুর
যাঁরা আমার চেহারার সাথে পরিচিত নন তাঁদের জন্য এই পিকটা । আমার তিন বছর বয়সের কার্বন কপি টিনটিনবাবু ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_164617.jpg


চিপস খাওয়া শেষ । এখন খেলার প্রস্তুতি নিচ্ছে ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_170140.jpg


খেলাধুলা করে ক্লান্ত, দুধের তৃষ্ণা পেয়ে গেছে ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_170945.jpg


লেকের অভিমুখে আমাদের যাত্রা
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_171224.jpg


বিশাল বড় লেকের পাড়ে
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_171313.jpg


লেকটির ঠিক মাঝে একটা দ্বীপ আছে । সেখানে একটি রেস্টুরেন্টও আছে । স্পিড বোটে করে যেতে হয় সেখানে । ওই দূরে রেস্টুরেন্টটির এল দেখা যায় ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_171317.jpg


সন্ধ্যায় লেকের জলে নৌকো করে ঘুরতে দারুন লাগে । অনেকেই লাইন দিয়েছে বোটিং এর জন্য ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_171811.jpg


লেকের পাড় ঘেঁষে চমৎকার বাঁধানো আলোকসজ্জিত রাস্তা ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_171927.jpg

IMG_20211121_172000.jpg

IMG_20211121_172051.jpg


লেকের পাড়ে টিনটিন বাবুর পোজ
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20211121_174911.jpg


টিনটিন ও টিনটিন । দু'জনেরই কুট্টুস মিসিং ।
আলোকচিত্র তোলার তারিখ : 21 November, 2021
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Comments

Sort byBest