New to Nutbox?

কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৩

17 comments

rme
89
last yearSteemit3 min read


বহুদিন পরে আবারো চলে এলুম "কালীপুজো ১৪২৯ পুজো পরিক্রমায়" । এর আগে দুটি পর্ব শেয়ার করেছিলাম । আজকে তৃতীয় এপিসোড । এই এপিসোডে দুটি পুজো মণ্ডপের ছবি শেয়ার করতে চলেছি । দুটোই একদম আমাদের বাড়ির কাছাকাছি । দুটোই থিম পুজো ।

প্রথম পুজোটার শ্যামা প্রতিমাটি জাস্ট অপূর্ব ছিল । মূর্তির গড়ন, রং এবং অলঙ্কার এক কোথায় জাস্ট অসাধারণ ছিল । তবে, মণ্ডপ সজ্জা তেমন একটা আহামরি কিছু ছিল না । থিম ছিল লোকায়ত গ্রাম বাংলা । বেতের কুলা, ঝুড়ি, তালপাতার পাখা, মাটির ঘট, ভাঁড়, নকঁশী কাপড়ের সেলাই প্রভৃতি দিয়ে সম্পূর্ণ মণ্ডপটি সজ্জিত করা হয়েছিল ।

আর দ্বিতীয় পুজো প্যান্ডেলের থিম ছিল "বাংলার মাতৃমূর্তি" । এই মণ্ডপের শ্যামা মূর্তিটি একজন গ্রাম বাংলার বধূর রূপে তৈরী করা যাঁর এ কাঁখে একটি বাচ্চা, আরেক হাতে আরেকটি বাচ্চার হাত ধরা । পরনে লালপেড়ে গরদের শাড়ী । প্রশান্ত স্নিগ্ধ মুখশ্রী । গ্রাম বাংলার চিরকালীন মাতৃমূর্তি । অসাধারণ ছিল থিমটি । আমার দারুন লেগেছিলো ।

এই পুজো প্যান্ডেলটি সাজানো হয়েছিল অসংখ্য টেরাকোটার মূর্তি দিয়ে । মাটির অজস্র ছোট বড় মনুষ্য মুখের অবয়ব পুড়িয়ে তার ওপর নানান রঙে রাঙিয়ে সেগুলো দিয়ে প্যান্ডেলের অঙ্গসজ্জা করা হয়েছিল । এক কথায় অসাধারণ ছিল ।


সমগ্র পুজো প্যান্ডেল গ্রাম বাংলার চিরায়ত সামগ্রী দ্বারা সাজানো হয়েছে ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শ্যামা মায়ের মূর্তি । জাস্ট অপূর্ব দেখতে হয়েছে ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


গেট থেকে শুরু করে প্যান্ডেলের সর্বত্র এই মণ্ডপটি অপরূপ সাজে সজ্জিত ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ১০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


মণ্ডপের মাঝামাঝি শিবের একটা অপূর্ব মূর্তি ছিল । মূর্তির সাথে তনুজার সেলফি ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ২০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কালী আর দুর্গার টেরাকোটার মুখমন্ডল ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


শ্যামা মায়ের মূর্তি । গ্রাম বাংলার চিরায়ত মাতৃমূর্তি রূপে ।

তারিখ : ২৫ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৮ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৫০০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৭ম দিন (500 TRX daily for 7 consecutive days :: DAY 07)




সময়সীমা : ২৯ নভেম্বর ২০২২ থেকে ০৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত


তারিখ : ০৫ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৩৩ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : e950c4fb9113d447a9b1da84e30ad3072f709b204842ceb111cab72a1dcbc427

টাস্ক ১৩৩ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest