New to Nutbox?

ডিজিটাল বুক পড়ার অভিজ্ঞতা

15 comments

rme
89
last yearSteemit4 min read


বই পড়ার শখ সেই আমার ছোটবেলা থেকে । বলতে গেলে এই একটি মাত্র শখই আমার এখনো অব্দি একমাত্র তীব্র শখ । অসংখ্য বই পড়েছি জীবনে । তবে, জীবনের প্রথম ডিজিটাল বুক বা ই-বুক পড়ার অভিজ্ঞতাটা একদমই ইউনিক ছিল । আর বর্তমানে আমার কাছে ডিজিটাল বুকের সংখ্যাই সর্বাধিক রয়েছে । সংখ্যাটা একটু চমকে যাওয়ার মতোই । প্রায় দশ হাজার ই-বুক রয়েছে এই মুহূর্তে আমার কাছে । অবসর টাইমে সেগুলো পড়ি ।

তো যেটা বলছিলাম । বইয়ের ডিজিটাল ভার্শনের সাথে সর্বপ্রথম পরিচিত হই ২০০৭ সালে । খুবই কম বয়স ছিল তখন । তাই কমিকসের প্রতি একটা দুর্নিবার আকর্ষণ ছিল আমার । আনন্দমেলা পূজাবার্ষিকী হাতে পেলেই আগে এক নিঃশ্বাসে পড়ে ফেলতাম "অরণ্যদেব" (ফ্যান্টম) কমিক্স । শুকতারা আর কিশোর ভারতী কিনতামই শুধু নন্টে-ফন্টে, হাঁদা-ভোঁদা আর বাঁটুল দি গ্রেট পড়ার জন্য ।

এছাড়াও টিনটিন, এস্টেরিক্স, হী ম্যান, টারজান আর প্রচুর পরিমাণে অরণ্যদেব বা বেতাল বা ফ্যান্টম যে নামেই ডাকা হোক না কেনো এই কমিক্স সিরিজগুলো গোগ্রাসে গিলতাম । এই সময়টাতে আমাদের বাড়িতে ইন্টারনেট সংযোগ ছিল । তাই মনের আনন্দে সারাদিন গুগলে সার্চ করতাম । তো একদিন সার্চ করতে করতে ফ্যান্টম কমিক্স দিয়ে সার্চ করতে করতে হঠাৎই একটা ব্লগস্পট এর ব্লগ সাইটের খোঁজ পেয়ে গেলাম । একদমই অপ্রত্যাশিত ভাবে ।

সাইটটির নাম ছিল ঝাড়গ্রামের শয়তান (jhargramdevil.blogspot.com) । এই সাইটটিতে প্রথম খোঁজ পাই প্রচুর পরিমাণে ফ্যান্টম কমিকসের । ঝটপট প্রথম কমিক্সটি ডাউনলোড করে ফেললাম । বাট ডাউনলোড করার পর আর ওপেন করতে পারি না । দেখলাম ফাইলটি পিডিএফ । জীবনে সেই প্রথম পিডিএফ কি জিনিস তাই জানতে পারলাম ।

তখন পিডিএফ পড়ার একমাত্র সফটওয়্যার ছিল Acrobat PDF Reader । পরে এটা Adobe এডপ্ট করে নেয় । ও মা পিডিএফ রিডার ইনস্টল করার পরে ফার্স্ট যখন পিডিএফ টা ওপেন করলাম তখন আনন্দে চিৎকার করে উঠেছিলাম । আমার চোখের সামনে কম্পিউটারের পর্দায় ফুটে উঠেছে ফ্যান্টম কমিক্স "শয়তানের ডেরায় ফ্যান্টম - পর্ব ০১" ।

আমার মনে আছে প্রায় দুই মিনিট ধরে নৃত্য করেছিলাম সারা ঘর জুড়ে । ঝটপট দ্রুত হাতে আরো ১৫-২০ টা ফ্যান্টম কমিক্স ডাউনলোড করে ফেললাম । সবগুলিই "ইন্দ্রজাল কমিক্স" সিরিজের । ফ্যান্টম, বাহাদুর, রিপ কিরবি, ম্যানড্রেক, ফ্ল্যাশ গর্ডন আরো কত কি ।

আমার সামনে এক অদেখা দুনিয়া খুলে গেলো মাউসের এক ক্লিকে । এরপরে একে একে প্রচুর ফ্রি পিডিএফ ডাউনলোডের ওয়েবসাইটের সন্ধান পেলাম । ডাউনলোড অব্যাহত রাখলাম । তবে একটা প্রব্লেম ফেস করতে লাগলাম প্রচুর পরিমাণে । আর সেটি হলো পিডিএফ পড়ার একমাত্র উপায় ছিল ডেস্কটপ কম্পিউটার ।

এটা আসলেই বেশ বিরক্তিকর একটা প্রব্লেম ছিল । কোথায় দুপুর বেলা বালিশ ঠেস দিয়ে শুয়ে শুয়ে আরাম করে পিডিএফ পড়বো তা না ঠায় চেয়ারে বসে কম্পিউটারের পর্দায় চোখ রেখে বসে থাকো । আর রাতের বেলা তো আরো প্রব্লেম । বিছানাউ শুয়ে শুয়ে মজা করে রাট জেগে পিডিএফ পড়ার main প্রব্লেম ছিল ওটাই ।

ফলে এই সমস্যার দ্রুত সমাধানের জন্য গুগল সার্চ মারলাম । দুটো নাম খুঁজে পেলাম । এক. কিন্ডল দুই. কিন্ডল ফায়ার । কিন্ডলে সব পিডিএফই পড়া যেত কিন্তু এর প্রধান প্রব্লেম ছিল যে এতে শুধুমাত্র সাদা-কালো দেখা যেত । এখনো অব্দি সব কিন্ডলেই সাদা-কালো ভিন্ন আর কোনো রং নেই । তো এতে আমি মুষড়ে পড়লাম । কারণ আমি বেশিরভাগ পড়তাম কমিক্স । আর কমিক্স সাদা কালো পড়ে কোনো মজা নেই ।

কিন্তু, কিন্ডল ফায়ার ছিল রঙিন । এবং এতে একদম অরিজিনাল বইয়ের স্বাদ পাওয়া যেত পড়ার সময় । প্রচুর বড় বড় শপিং মলে আমার দাদা আর আমি খোঁজ করলাম । কিন্তু সবারই এক কথা । কিন্ডল আছে, কিন্তু কিন্ডল ফায়ার নেই কোথাও । চোখে জল চলে আসার মতো অবস্থা । অবশেষে খুব বড় একটা দোকান বললো নিউ ইয়র্ক থেকে আনিয়ে দিতে পারবে । কিন্তু দাম পড়বে প্রায় ২৬,০০০ টাকার মতো ।

দাম শুনে তো সব আশা শেষ হয়ে গেলো । কিন্তু, আমার দাদা আমার মুখের দিকে চেয়ে রাজি হয়ে গেলো । দাদা তখন সদ্য মেডিকেল পাশ করেছে । টাকা এডভান্স করে বাড়ি চলে এলুম । ঠিক তিন সপ্তাহ পরে হাতে পেয়ে গেলাম আমার স্বপ্নের কিন্ডল ফায়ার । এরপরে নিজেই কিনেছি আরো দুটো কিন্ডল । একটা দাদাকে দিয়েছি । আরেকটি আমি নিয়েছি । কিন্তু, আমার কেনা প্রথম কিন্ডল ফায়ার এখনো আছে আমার কাছে ।

প্রথম ছবিটা হলো amazon kindle আর দ্বিতীয় অর্থাৎ লাস্ট ছবিটা হলো amazon kindle fire


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১৬ মার্চ ২০২৩

টাস্ক ২০৬ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : bfc52a5be01492f29dcf199ba13dd247f07cf3c148d21f0d47a864db856a2197

টাস্ক ২০৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest