New to Nutbox?

কালীপুজো ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ০৪

12 comments

rme
89
last yearSteemit4 min read


কালীপুজোর তৃতীয় দিন আমাদের । ২৪ তারিখ রাতে ছিল কালীপুজো ও দীপাবলি । ঐদিন সমস্ত রাত জুড়ে ঝোড়ো হাওয়া আর টিপটিপ বৃষ্টি পড়েছিল । তাই আমরা আর কালীপুজোর রাতে কেউই বের হইনি । পরেরদিন ২৫ তারিখ থেকে সন্ধ্যার সময় বের হয়ে সমস্ত সন্ধ্যাটা আর রাতের প্রথম ও দ্বিতীয় প্রহর অব্দি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করে বেড়িয়েছি ।

এর আগে ২৫ তারিখের পুজো প্যান্ডেল ও প্রতিমা দর্শনের ফোটোগ্রাফগুলি তিনটি পর্বে শেয়ার করেছি । আজকের পর্বে ২৬ তারিখের পুজো প্যান্ডেল পরিভ্রমণের ফোটোগ্রাফগুলি শেয়ার করবো ।

আজকে যে দুটি প্যান্ডেল শেয়ার করতে চলেছি তা আমাদের কলকাতার অন্যতম সেরা দুটি পুজো প্যান্ডেল । একটা ছিল কৈলাস পর্বত থিম । আরেকটি ছিল গ্রাম বাংলার হস্ত ও কুটিরশিল্প থিম । আমার কাছে দ্বিতীয়টিই সেরা লেগেছিলো । এদিন আমরা সর্বমোট ৪ টি পুজো প্যান্ডেল ঘুরেছিলাম । আগামী এপিসোডে বাকীদুটি প্যান্ডেলের ফোটোগ্রাফ শেয়ার করবো ।


কৈলাশ পর্বতের থিম । প্যান্ডেলে ঢোকার মুখ । এটি গুহাকৃতির । ভেতরে শ্যামা মূর্তি প্রকান্ড একটা লিফটের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে । প্রতি ১০ মিনিট অন্তর লিফ্টটা একদম কৈলাশ পর্বতের চূড়ায় পৌঁছাচ্ছে, আবার কিছুক্ষণ পরে নেমে আসছে । পুজোর থিম হলো - "লিফটে চড়ে মায়ের কৈলাশধাম থেকে মর্ত্যে আগমন" । এই পুজোর স্পন্সর একটি লিফ্ট কোম্পানী ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৫ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


কৈলাশ পর্বতের অভ্যন্তরে প্রকান্ড একটা লিফটের মধ্যে মাতৃমূর্তি প্রতিষ্ঠিত ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৫ টা ৫০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটা হলো দ্বিতীয় প্যান্ডেলটা । গ্রামীণ ও লোকজ সংস্কৃতি এবং গ্রামবাংলার হস্ত ও কুটিরশিল্প ছিল এই পুজো প্যান্ডেলের মেইন থিম । পুজো প্যান্ডেলের মেইন প্রবেশদ্বার এটি । দেখুন কি সুন্দর করে সাজানো ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ২০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুজো প্যান্ডেলের দেয়াল সজ্জা । পাটের আঁশ, কাগজ, রঙিন কাপড়, বাঁশের চটা, বেত এসবই হলো মূল উপকরণ এই পুজো প্যান্ডেলের যাবতীয় সাজসজ্জার ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


বাঁশের কঞ্চি, চটা এবং বেত দিয়ে হাতি ও ঘোড়ার মূর্তি তৈরী করা হয়েছে । দারুন সুন্দর দেখতে ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এগুলো হলো কাগজের ফুল । ফুলের ঠিক মধ্যিখানে যেখানে পরাগরেণু থাকে সেখানে টুনি বাল্ব সেট করা । এল জ্বলে উঠলেই দারুন লাগে ফুলগুলোকে দেখতে ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


প্যান্ডেলের ভেতরে মাতৃমূর্তি ও মণ্ডপসজ্জা ।

তারিখ : ২৬ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৭ টা ০০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫০০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)



তারিখ : ০৮ ডিসেম্বর ২০২২


টাস্ক ১৩৬ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫০০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c6dc8794bebb2ddd61350d04d80a9a6f1c7eae53d0ccc0888c794129df877ec3

টাস্ক ১৩৬ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest