New to Nutbox?

একগুচ্ছ অণুকবিতা "ক্ষুদ্র কথা, হৃদয় ভার"

29 comments

rme
89
2 years agoSteemit


Copyright-free Image source : pexels


একগুচ্ছ অণুকবিতা "ক্ষুদ্র কথা, হৃদয় ভার"



💘


♡ ♥💕❤

ভালোবাসি তোমায়,
মুখে যদি নাও পারি বলতে,
বুঝে নিও কবিতায়,
বুঝে নিও ইশারায় ।

ভালোবাসি তোমায়,
চিঠি যদি নাও দিতে পারি কখনো,
আকাশের নীল খামে,
পাঠালাম চিঠি, দখিনা বাউল হাওয়ায়,
পড়ে নিও যদি কখনো তোমার সময় হয় ।

তোমার হাতের রেশমি চুড়ি
রিনিঝিনি রিনিঝিনি বাজে।
হৃদয় বীণার তন্ত্রীতে,
রেশমি চুড়ির ঝংকারে,
আজ আমার হিয়া কাঁপে ।

টাকার পাহাড়ে ধুঁকছে এক বুড়ো শকুন,
মৃত্যুর প্রহর গুনি ।
সময় হয়েছে তার এখন চলে যাওয়ার,
পশ্চাতের সব পিছুটান ফেলি ।

ব্যাকুল মনে খুঁজছি তোমায় সবখানে,
জানি পাবো না তোমায় ।
তবু খুঁজে চলেছি,
দিন রাত্রি ধরে ।
সব কিছু ভুলতে পেরেছি আমি,
পারিনি শুধু ভুলতে তোমায়,
খোঁজার অভ্যাসটা আজ আমাকে খুব কাঁদায়।

ভোরের আলোর একটা নিজস্ব রূপ আছে, গন্ধ আছে ।
দুপুর বেলার রঙটি বড় উজ্জ্বল, বর্ণময় ।
বিকেলবেলার নরম আলোর সৌন্দর্য্য হৃদয়কাড়া ।
গোধূলীবেলায় সবই রঙিন, অপরূপ ।
শুধু, রাতের কোনো রঙ নেই, রূপ নেই, সৌন্দর্য্য নেই ।
রাত নিকষ কালো, বর্ণহীন, নিস্প্রাণ, শীতল ।

আমাদের জীবন ওই দিনের বেলা টুকুই,
মৃত্যু হলো গাঢ় কালরাত্রি ।
জীবনের শেষ মৃত্যুতে,
মৃত্যুর শেষ জীবনের শুরুতে ।

♡ ♥💕❤


Comments

Sort byBest