New to Nutbox?

Indian Museum ভ্রমণ -পর্ব ২৫

34 comments

rme
89
2 years agoSteemit3 min read

Indian Museum ভ্রমণ -পর্ব ২৫


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ২৪


শুভ সন্ধ্যা বন্ধুরা,

আশা করি সবাই সুস্থ আছেন, ভালোই আছেন ।

পুরো এক সপ্তাহ অসুস্থ থাকার পরে আজকে সুস্থ হলাম । কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না । এই একটি সপ্তাহ রাত দিন শুয়ে বসে কাটিয়েছি । ভালো করে খাইনি, ঘুমোতেও পারিনি । আজকে কিছুটা স্বস্তি পেলাম মনে ।

আজকের এপিসোডে পক্ষী পর্বটা শেষ করে আমরা মেরিন লাইফে প্রবেশ করবো । আমাদের আজকের এপিসোড যে সব পাখির স্টাফ করা দেহ থাকছে সেগুলো হলো :

১. ব্ল্যাক সোয়ান
২. এমু
৩. সোয়ালো, ব্ল্যাক কাকাতুয়া, বার্ড অফ প্যারাডাইজ এবং ম্যাকাও
৪. Cassowaries, চার প্রজাতির কাকাতুয়া এবং পাঁচ প্রজাতির ম্যাকাও
৫. হক বা বাজপাখি
৬. পেঙ্গুইন
৭. Grey crowned crane বা ধূসর টুপির সারস
৮. Cassowaries এবং southern cassowary

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


ব্ল্যাক সোয়ান ও এমু । ব্ল্যাক সোয়ান বা কালো রাজঁহাস হলো এক বিশেষ প্রজাতির রাজহংস যাদের সারা শরীর কুচকুচে কালো রঙের হয়ে থাকে এবং ঠোঁট লাল রঙের হয়ে থাকে । আর এমু হলো উটপাখির পরে সর্ব বৃহৎ পাখি যারা উড়তে জানে না । এমু একটি উটপাখির অর্ধেক কিন্তু এরা উটপাখির তুলনায় বেশ নিরীহ হয়ে থাকে । ব্ল্যাক সোয়ান ও এমু - এ দুই-র বাস অস্ট্রেলিয়াতে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ডের কিছু পাখি । এমু, সোয়ালো, ব্ল্যাক কাকাতুয়া, বার্ড অফ প্যারাডাইজ এবং বেশ কয়েক প্রজাতির কাকাতুয়া ও ম্যাকাও (তোতাজাতীয়) ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Cassowaries, চার প্রজাতির কাকাতুয়া এবং পাঁচ প্রজাতির ম্যাকাও । সবগুলিই অস্ট্রেলিয়াতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


হক বা বাজপাখি । হক একটি শিকারী পাখি । খুব তীক্ষ্ণ চোখ, ধারালো ঠোঁট আর ছুরির মতো নখের কারণে শিকারে এরা ভয়ানক পটু । খাদ্যাভাস - ছোট ছোট প্রাণী, পাখি , সরীসৃপ এবং মাছ ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এদেরকে আমরা সবাই খুব ভালো করেই চিনি । yes, এরা হলো দক্ষিণ মেরু অঞ্চলের পক্ষী "পেঙ্গুইন" । এরা পাখি হলেও উড়তে অক্ষম । কিন্তু দুর্দান্ত সাঁতারু প্রাণী এরা । সমুদ্রের জলে এরা সাঁতার কাটে আর মাছ শিকার করে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Grey crowned crane বা ধূসর টুপির সারস । এদের মাথায় একটা সুন্দর ঝুঁটি আছে । এদেরকে একমাত্র সাউথ আফ্রিকায় দেখতে পাওয়া যায় ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


Cassowaries এবং southern cassowary । অস্ট্রেলিয়ার সব চাইতে বিপদজনক পাখি । এদেরকে দেখতে প্রাগৈতিহাসিক প্রাণীর মতো । এরা খুবই হিংস্র । মাথায় একটা ঝুঁটি আর অসম্ভব শক্ত মোটা একটি ছুরির মতো ধারালো ঠোঁট আছে এদের ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Comments

Sort byBest