New to Nutbox?

এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"

18 comments

rme
89
last yearSteemit3 min read

tree-832079_960_720.jpg


Copyright-free Image source : pixabay


এক গুচ্ছ অণুকবিতা "মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়"



💘


♡ ♥💕❤

(১)

মেঘলা আকাশ, রোদ্দুর মুছে যায়,
পাখির ডানায় আবছায়া আঁধার জাগে ।
তালগাছটার ছায়া দীর্ঘ হতে হতে
এখন সেটা শুধুই অন্ধকার ।
মেঘলা দিনের এলো বাতাসে
বাঁশ ঝাড়ের মাথাগুলোর সে কি নাচ !
মাথার উপরে ঘরে ফেরা পাখিদের
ডানা ঝাপটানোর শব্দের সাথে ঝিঁঝি পোকার ঐকতান ।
আঁধার নামছে ধীরে ধীরে,
এখানে ওখানে ঝোপঝাড়ে জোনাকি পোকার আলো ।
চাঁদ ডুবে গেছে মেঘের আড়ালে,
ঘন অন্ধকারে আমার ঘরে ফেরার একমাত্র সাথী
জোনাকি পোকার ক্ষুদ্র অথচ স্নিগ্ধ আলোকমালা ।

(২)

জানি হবে না তো কোনোদিনও
তোমার সাথে আমার দেখা এ জীবনে ।
সুনীল আকাশ কখনো কি
ধরা দেয় হতভাগ্য মাটির পৃথিবীর এ বুকে ?
তবু আশায় আশায় থাকা,
শুধু অপেক্ষার অনন্ত এ জীবন ।

জানি একদিন বিরহ-অনলে
আকাশেরও মন খারাপ হবে,
অশ্রু বর্ষণে সিক্ত করবে তখন
মাটির পৃথিবীর মরুভূমি প্রান্তরে ।

(৩)

বুড়ো শালিক,
সঙ্গীহীন একা ল্যাম্পোস্টের তারে,
ভিজছে দেখো, কি নির্বিকার !
কোনোদিকে ভ্রুক্ষেপ নেই,
ফুরিয়ে এসেছে সময় ।

সারা জীবনটাই কেটেছে যার
দুঃখের সমুদ্দুরে,
অন্তিমকালে বৃষ্টির ফোঁটা দুঃখ নয়,
সুখ হয়ে তার ঝরে ।

(৪)

একটুকরো শ্রাবণ এলো আমার ঘরে,
দিগন্তের আলো মুছে,
চরাচর আঁধার করে
শ্রাবণের ধারা আজ ঝরে
অবিরত আমার আঙিনাতে ।

অসংখ্য প্রদীপ জ্বেলেছিলাম আমি,
কখন নিভে গেলো এক ফুঁৎকারে,
উন্মত্ত ঝোড়ো হাওয়ার এক শ্রাবণ বরিষন দিনে ।

(৫)

আমার এ ঘর ভেঙে গেছে বৈশাখী ঝড়ে,
তুমি অন্য কারো হয়ো অন্যের হাত ধরে ।
আমার এ দিন নিভে গেছে শ্রাবণ মেঘের ছায়ায়
তুমি আলোকিত হয়ে ওঠো অন্য কারো ঘরে ভরা পূর্ণিমায় ।

(৬)

হেমন্তের রাতে হিম ঝরে
আলোকিত এক ইন্দু ।
চাঁদের গা বেয়ে হিম নামে
দূর্বা ঘাসে শিশির বিন্দু ।

বুড়ো প্যাঁচার রাতজাগা চোখে
নামে ধূসর আঁধার,
রাতচরা নিশাচরের
তীক্ষ্ণ চিৎকার ।

♡ ♥💕❤


[বিঃ দ্রঃ আগের পোস্টটি স্টিমিটের ত্রুটির কারণে হিডেন এবং আনরিডেবল হয়ে যাওয়ার কারণে এটা রিপোস্ট করা হলো ]

ওরিজিনাল পোস্ট : লিঙ্ক

যেহেতু স্টিমিটে পুরোনো পোস্ট পরবর্তী কোনো সময়ে রি-পোস্ট করে আর্ন করা নিষেধ তাই, আমি আগের কবিতার সাথে আরো কয়েকটি কবিতা অ্যাড করে এটা ভ্যালিড পোস্ট হিসেবে রূপান্তরিত করলাম ।


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 500 trx)


তারিখ : ১৮ মার্চ ২০২৩

টাস্ক ২০৮ : ৫০০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : c3ea3c128a4d3c0ace8f98f702dac3ca3203c74394f326213b1c53ced132dbf5

টাস্ক ২০৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest