New to Nutbox?

আপকামিং এবিবি হ্যাংআউট ৬০ ও ভার্চুয়াল রাখী উৎসব

49 comments

rme
89
2 years agoSteemit4 min read


Copyright Free Image Source : PixaBay


"রাখীবন্ধন উৎসব" উপমহাদেশের অন্যতম বৃহৎ একটি অধর্মীয় উৎসব । বিশেষ করে ভারতে "রাখীবন্ধন উৎসব" প্রত্যেক বছরের শ্রাবণ মাসের পূর্ণিমার দিনে ব্যাপকভাবে পালিত হয়ে আসছে । প্রায় ১০০ কোটি জনগণ এই উৎসবে শামিল হয়ে থাকে । এই হিসেবে এটি সারা বিশ্বেরও অন্যতম একটি বৃহৎ অধর্মীয় উৎসব ।

রাখী বন্ধন মূলত প্রীতি ও সৌহার্দ্রের একটি যুগল মেলবন্ধনের উৎসব । এই দিনে যে কেউ কারো সাথে প্রীতির নিদর্শন স্বরূপ তার হাতে একটি লাল সুতো পরিয়ে দিতে পারে । এই লাল সুতো হলো বন্ধুত্ব, প্রেম আর ভালোবাসার একটি প্রতীকী নিদর্শন । ভাই ভাইয়ের হাতে, বোন বোনের হাতে, ভাই বোনের হাতে, বোন ভাইয়ের হাতে, বন্ধু বন্ধুর হাতে রাখী পরিয়ে আজন্মের জন্য তাকে প্রীতি ও স্নেহের বন্ধনে আবদ্ধ রাখার প্রতিশ্রুতি দান করেন ।

তবে, বর্তমানে "রাখী বন্ধন" উৎসব শুধুমাত্র ভাইয়ের হাতে বোনের পবিত্র লাল সুতো বেঁধে দেওয়াতেই সীমাবদ্ধ । তাই, এখনকার "রাখী বন্ধন" উৎসবে বোনেরা তাদের ভাইদের হাতে একটি নকশাযুক্ত লাল পবিত্র সুতো বেঁধে দেয় । এই লাল পবিত্র সুতোটির নামই হলো "রাখী" । রাখী পরানোর সময়ে বোনেদের তার ভাইদের প্রতি ভালোবাসা ও মঙ্গলকামনা প্রকাশ পায় । অপরদিকে ভাইয়েরা বোনেদের আজীবন রক্ষা করা ও সকম রকমের বিপদে আপদে তাদের বোনেদের পাশে থাকার জন্য শপথ গ্রহণ করে থাকে ।

ভারতের প্রায় সকল ধর্মের অনুসারীরা (হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ এবং জৈন) "রাখী বন্ধন" উৎসব পালন করে থাকেন । পৌরাণিক মতে কৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন হিসেবে ঘোষণা দিয়ে তাঁর হাত থেকে রাখী পরেন এবং আজন্ম দ্রৌপদী ও তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন । আর, ঐতিহাসিক মতে সর্ব প্রথম রাখীর সূচনা হয় আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে । এছাড়াও চিতোরের রানী কর্ণবতী মুঘল সম্রাট হুমায়ূনের হাতে রাখী পরিয়ে তাকে নিজের ভাই বলে স্বীকৃতি দেন । বস্তুত সেই থেকেই ভারতে "রাখী বন্ধন" উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় ।


আগামী ১১ অগাস্ট ২০২২ বৃস্পতিবার আমাদের কমিউনিটির ষাটতম হ্যাংআউট । এই হ্যাংআউট এর দিনেই আমি এবার আমাদের কমিউনিটির মেয়ে ব্লগারদের কাছ থেকে ভার্চুয়ালি রাখী পরার ইচ্ছা প্রকাশ করেছি । এই উদ্দেশ্যে কমিউনিটির অফিসিয়াল ডিসকোর্ড সার্ভার এর একটি বিশেষ চ্যানেল "rakhi" খোলা হয় । সেখানে কমিউনিটির ইচ্ছুক বোনেরা আমাকে রাখী পরানোর জন্য নাম দিয়েছেন ।

এগারো তারিখের হ্যাংআউট এর দিনে রাখী পরাতে ইচ্ছুক বোনেদের সবাইকে হ্যাংআউট এ উপস্থিত থাকার জন্য বিনীত ভাবে আবেদন করছি । ওই দিন অ্যাডমিন প্যানেল ডিসকাশন এর পরে আমি ভার্চুয়ালি এক এক করে সকল বোনেদের কাছ থেকে রাখী পরবো ।

বোনেদের উদ্দেশ্যে রাখী পরানোর জন্য কিছু সাজেশন্স রইলো -

১. জেনারেল চ্যাটে লিখে অথবা হ্যাংআউট এ ভয়েস এ আপনারা মুখে কিছু কথা বলে রাখী পরাতে পারবেন । যেমন - "আজ এই পবিত্র রাখী পূর্ণিমা র পবিত্র রাখী বন্ধনের দিনে আপনাকে নিজের ভাই হিসেবে জ্ঞান করে আপনার মঙ্গলের জন্য ও ভাই বোনের প্রীতির বন্ধন হিসেবে এই রাখী আপনার হাতে পরিয়ে দিলাম।"

২. এরপরে একটি রাখীর জিফ দেবেন জেনারেল চ্যাটে


নিচের লিস্ট থেকে ক্রম অনুসারে আমাদের অ্যাডমিন শুভ ভাই প্রত্যেক বোনকে একে একে রাখী পরানোর জন্য ডেকে নেবেন ।

বি: দ্রঃ অনেকেই ভুল স্টিমিট ইউজার আইডি দিয়েছেন । যাঁদের স্টিমিট আইডি ভুল দিয়েছেন তারা সত্বর পোস্ট এর নিচের কমেন্ট বক্সে সঠিক স্টিমিট ইউজার আইডি দেবেন । অন্যথায় গিফট পাবেন না ।

@monira999
@bristychaki
@payelb
@hiramoni
@fensi46
@green015
@isha.ish
@shipracha
@samhunnahar
@rituamin
@shimulakter
@nasrin111
@riyapramanick
@bristy1
@santa14
@saymaakter
@swagata21
@rahimakhatun
@tania69
@selinasathi1
@wahidasuma
@tauhida
@sshifa
@gorllara
@aflatunn
@isratmim
@naimuu
@morioum
@tasonya
@iraniahmed
@sadiahaque
@bdwomen
@rita135
@fasoniya
@monishasrabonty
@tangera
@tanjima
@mithila19
@nusuranur
@parul19

অনুষ্ঠানের শেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমার প্রত্যেক বোনকে কিছু স্টিম গিফট হিসেবে প্রদান করবো ।



পরিশিষ্ট


প্রতিদিন ১৭৫ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ৪র্থ দিন (175 TRX daily for 7 consecutive days :: DAY 04)


trx logo.png




টার্গেট ০৩ : ১,২২৫ ট্রন স্টেক করা


সময়সীমা : ০৭ আগস্ট ২০২২ থেকে ১৩ আগস্ট ২০২২ পর্যন্ত


তারিখ : ১০ আগস্ট ২০২২


টাস্ক ২৫ : ১৭৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

১৭৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : b275ade127d0e674b2cd40ba4c37f26dc890ebf19526362fd12a5309b7e9c083

টাস্ক ২৫ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png

Comments

Sort byBest