New to Nutbox?

"আমার বাংলা ব্লগ" এর ২য় বর্ষপূর্তি কিভাবে উদযাপন করতে চান? (2nd Years Celebration of Amar Bangla Blog)

43 comments

rme
89
11 months agoSteemit4 min read

Celebration Cover2.png


আমার বাংলা ব্লগ- শখের বশবর্তী হয়ে শুরু করেছিলাম যে কমিউনিটি। বাংলা ভাষা এবং এর প্রতি অন্তরের একটা ভালোবাসা হতেই বাংলা নিয়ে লেখালেখি করার স্বপ্ন দেখতাম। স্টিম এর যাত্রা শুরুর হওয়ার প্রথম দিকেই সেটা নিয়ে বেশ সচেষ্ট ছিলাম, যদিও কোন কারনে সেটা নিয়ে খুব বেশী দূর যেতে পারি নাই। দীর্ঘ সময় পর আবার স্টিমিটে ফিরে আসে এবং পূর্বের চেনা রূপ অচেনা হয়ে ধরা দেওয়ার বিষয়টি বেশ অবাক করে আমাকে। কিন্তু তবুও আমি স্টিমিটকেই বেছে নেই ভালো লাগা এবং ভালোবাসার শখটিকে পূর্ণতা দেয়ার জন্য।

শখ হতে শুরু হলেও এখন বলতে পারেন এটা আমার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে, একটা পরিবারের মতো এর প্রতি মমতা তৈরী হয়ে গেছে। জরুরী কাজ রেখে হলেও এখানে সময় দেয়ার চেষ্টা করি, যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করি। সত্যি বলতে আমার বাংলা ব্লগ ভালোবাসার অন্য একটা রূপ, যাকে ঘিরে এখন জাগ্রত হাজার স্বপ্ন। ভালোবাসার পূর্ণতা পাক এবং স্বপ্নগুলো জাগ্রত থাকুক এটাই প্রত্যাশা করছি।

ভালো লাগার আরো একটা বিষয় হলো, দেখতে দেখতে আমার বাংলা ব্লগ প্রায় দুই বছর হতে চলছে। মনে হচ্ছে এই তো সেদিন কমিউনিটি খোলার কথা বললাম। সময় কত দ্রুত চলে, ভালোবাসা কত দ্রুত স্বার্থক হয়ে উঠে। তবে আমার বাংলা ব্লগের শুরু হতে এখন পযন্ত যারা নানাভাবে সংযুক্ত থেকে আমাকে এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারন একটা কমিউনিটি হয়তো খোলা সম্ভব কিন্তু এভাবে এ্যাকটিভ রাখা এবং পুরো ব্লকচেইনের শীর্ষৈ উঠে আসা, এটা মোটেও সহজ ছিলো না। সকলে আগ্রহ, চেষ্টা এবং ভালোবাসার কারনেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা কিংবা অনুপ্রেরণার এই দৃষ্টান্ত গতিশীল থাকুক সব সময়।

আগামী মাসের এগারো তারিখ আমার বাংলা ব্লগের দুই বছর পূর্ণ হতে যাচ্ছে। গতবারের ন্যয় এবারও আমরা ভিন্ন ভাবে এবং ভিন্ন আয়োজনে ২য় বর্ষপূর্তি উদযাপন করতে চাই। কিন্তু সেটা আমাদের পরিকল্পনায় না বরং আপনাদের মতামত ও পরামর্শে। আমরা চাই এবার ২য় বর্ষপূর্তির আয়োজনটি আপনাদের ভাবনায় পরিচালিত হোক। আপনারা শেয়ার করুন আপনাদের পরিকল্পনা, কিভাবে শেয়ার করতে চান এই আয়োজনটি। আমরা আপনাদের মতামতসমূহকে প্রাধান্য দিয়ে সাজানোর চেষ্টা করবো আয়োজনটি।

পরিকল্পনায় অবশ্যই নিম্নের দুটি বিষয়কে প্রাধান্য দিতে হবে-

১) আয়োজনটি কয়টি ভাগে এবং কতদিন ব্যাপী করতে চান?

আমরা দেখেছি ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান খুব একটা উপভোগ্য হয়ে উঠে নাই, কারন সেটা ছিলো দীর্ঘ সময় নিয়ে, যার ফলে সবাই যেমন নিজেদের আগ্রহ ধরে রাখতে পারে নাই ঠিক তেমনি অনেকেই দীর্ঘ সময় নিয়ে উপস্থিত থাকতে পারেন নাই। সুতরাং এবার আমরা চাইছি শততম হ্যাংআউটের মতো করে ভিন্ন ভিন্ন সেগমেন্টে, প্রয়োজনে একাধিক দিনে সেটা আয়োজন করতে।

২) আয়োজনে কি কি বিষয় সংযুক্ত রাখতে চান?

শততম হ্যাংআউট আমরা নতুনভাবে একটু ঢেলে সাজানোর চেষ্টা করেছিলাম, তবে সেখানে নতুন তেমন কোন ইভেন্ট যোগ করতে পারি নাই। এই ক্ষেত্রে আমরা ২য় বর্ষপূর্তি আয়োজনে কি কি বিষয় বা সেগমেন্ট সংযুক্ত করতে চান, সেটা কিভাবে বাস্তবায়ন করতে চান, তা বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করতে পারেন।

আমার বাংলা ব্লগের সকল ইউজার এই পোষ্টের নিচে কমেন্ট করে তাদের মতামত কিংবা পরিকল্পনা শেয়ার করতে পারবেন। কাংখিত কিংবা ভালো পরামর্শ দাতারা ধন্যবাদ হিসেবে ভোটিং সাপোর্ট পেতে পারেন। আপনার যে কোন ভাবনা কিংবা মতামত নিঃসংকোচে আমাদের সাথে শেয়ার করুন। তবে অবশ্যই সেটা আগামী জুন মাসের ৪ তারিখের হ্যাংআউটের পূর্বে জানাতে হবে, যাতে সেটা নিয়ে কমিউনিটির এ্যাডমিন ও মডারেটরদের সাথে মিটিং করে ফাইনাল করতে পারি।


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১৫ ট্রন জমানো (Today's target : To collect 515 trx)


তারিখ : ৩০ মে ২০২৩

টাস্ক ২৮০ : ৫১৫ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১৫ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 9b3bd0587fb9b1a851bf01701aa175b76342a0645cd9af2fa2acca684e0c0c0f

টাস্ক ২৮০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Comments

Sort byBest